Madhyamik Physical Science Suggestion 2022 PDF Free Download – মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২২ ফ্রী ডাউনলোড

WBBSE Madhyamik Physical Science Suggestion 2022 PDF Free Download – লাস্ট মিনিট মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন

WBBSE Madhyamik Physical Science Suggestion 2022 PDF on Reduced Sylabus – ১০০% কমন মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2022 PDF Free Dounload

Topics : WBBSE Madhyamik Physical Science suggestion 2022, Get West Bengal Board Of Secondary Education Madhyamik Physical Science suggestion 2022.

বিশেষ বিশেষ অংশ

Group-A                   1x 15 = 15
Madhyamik Physical Science Suggestion 2022
1) বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1

1) ওজোন গ্যাস ধ্বংসে কোনটি অনুঘটকের কাজ করে? a) No. b) NO.C)CFC d) N.O,
2) কোন জ্বালানির তাপন মূল্য সর্বোচ্চ? a) LPG. b) পেট্রোল. c) কয়লা d) হাইড্রোজেন।
3) CFC ব্যবহৃত হয় – ক) ওভেনে খ) ফ্রিজেগ) টোস্টারে ঘ) মিক্সারে।
4) STP তে 11.2 লিটার CO, এর ওজন কত গ্রাম ? a) 22, b) 33, c) 11, d) 88

5) 1Pa= কত ডাইন প্রতি সেন্টিমিটার স্কোয়ার? a) 1, b) 10, c) 100. d) 1000
6) একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মৌল সংখ্যা হল- a) PT/R, b) PRT. c) P / RT. d) RT/P
7) পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? a) 273k, b) 373k, c) 173k, d) 473k.
8) কোন প্রকার দর্পনে প্রতিবিম্ব সবদা অসদ ও খর্বাকার? a) সমতল দর্পন b) অবতল দর্পন c) উত্তল দর্পন d) কোনোটিই নয়।

9 ) প্রিজমের সাদা আলোর প্রতিসরণে যে আলোর বিচ্যুতি সর্বনিম্ন হয়? a) বেগুনি c) হলুদ গ) সবুজ d) লাল।
10) কোন আলোর বিক্ষেপন সব চেয়ে বেশি? a) নীল b) লাল c) হলুদ d) বেগুনি।
11) দন্তচিকিৎসকগণ যে দর্পন টি ব্যবহার করেন সেটি হল- a) উত্তল b) অবতল c) সমতল d) বিসমতল।
12) কোনটি মৌলিক রং নয়? a) লাল b) নীল c) হলুদ d) সবুজ।
Madhyamik Physical Science Suggestion 2022

13) রোধের এককের নাম কী? a) ভোল্ট b) এম্পিয়ার c) কুলম্ব d) ওহম।
14) তড়িৎ ক্ষমতার SI একক কোনটি ? a) ওয়াট b) ভোল্ট c) কুলম্ব d) অ্যাম্পিয়ার।
15) নীচের কোনটি তড়িৎ বিভবের একক? a) ভোল্ট b) কুলম্ব c) ওয়াট d) জুল।
Madhyamik Physical Science Suggestion 2022

16) এক Wh = x জুল, x এর মান হলো a) 360, b) 36000, c) 36, d) 3600.
17) সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচায় – a) CFL b) LED c) ভাস্কর বাতি d) সবকাটি।
18) r ওহম রোধের n সংখ্যক তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধের মান হবে? EK24 News
19) কোন মৌলিটির জারন ক্ষমতা সবচেয়ে কম? a) K, b) Na. c) Cs,r d) Li.

20) কোন মৌলটির বিজারন ক্ষমতা সর্বনিম্ন? a) K. b) Na. c) Li, d) Cs.
21) কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোটো? a) Br b) L c) CI d) F.
22) কোনটি সন্ধিগত মৌল জলে দ্রবীভূত হয় না? a) Co, b) Ca, c) Mg. d) Zn.
23) কোন সমযোজী যৌগটি জালে দ্রবীভূত হয় না? a) চিনি b) কার্বন টেট্রোক্লোরাইড c) গ্লুকোজ d) অ্যামোনিয়া।

24) ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা- a) 7. b) 2. c) 1, d) ৪টি।
25) কোনটি তড়িৎযোজী যৌগ — a) NH. b) H. O. c) CH, d) NaH.
26) একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল- a) Kb) As, c) Mg. d) AI.
27) আকাশের রং নীল দৈখনোর কারন হল আলোর ) প্রতিফলন b) প্রতিসরন c) ব্যতিচার d) বিক্ষেপন।
(উত্তর নিচের পিডিএফ এ রয়েছে)

(2) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়)
1) তাপন মূল্যের একক কী? অথবা ক্ষুদ্ধমণ্ডল কোন স্তরকে বলা হয়? উঃ- কিলোজুল/ গ্রাম অথবা ট্রপোস্ফিয়ার কে।
2) গোবর গ্যাস এ কত শতাংশ মিথেন থাকে? ‘অথবা’ ফায়ার আইস কাকে বলে? উঃ- 60% অথবা মিথেন হাইড্রেটকে।
3) ভারতবর্ষে পেট্রোল এর সাথে কোন জৈব জ্বালানি মেশানো হয়? অথবা রান্নার গ্যাস LPG এর তাপন মূল্য কত ? উঃ- ইথানল। অথবা 50 কিলো জুল প্রতিগ্রাম।

4) জেট প্লেন চলাচল করে বায়ুমন্ডলের কোন স্তরে? উঃ- শান্ত মন্ডলে।
5) বায়ু মন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? অথবা CFC এর পুরো নাম কী? উঃ আয়নোস্ফিয়ারে। অথবা ক্লোরো ফরো কার্বন। EK24 News
6) 05 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণটি লেখো। অথবা উয়তার সাপেক্ষে চার্লসের সূত্রের গাণিতিক রূপ লেখো। EK24 News Madhyamik Physical Science Suggestion 2022

3) নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়)
1) বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝ? এর দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।
2) ফটোভোল্টিক কোশ কী? অথবা গ্রিন হাউস এফেক্ট কী?
3) সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? অথবা উয়তার পরম স্কেল কাকে বলে?

4) আদর্শ গ্যাস বাস্তবগ্যাস কাকে বলে?
5) দিনের বেলায় আকাশ কে নীল দেখানা কেন? অথবা আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো।
6) লেন্সের আলোকে কেন্দ্রের চিত্রসহ সংজ্ঞা লেখো।
7) আলোর বিচ্ছুরণ বা বিক্ষেপণ কাকে বলে? অথবা সদ ও অসদ প্রতিবিম্বের পার্থক্য লেখো।

৪) সূর্য অস্ত যাওয়ার সময় আকাশ লাল রঙের দেখায় কেন?
9) ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি উল্লেখ কর। অথবা CFL এর তুলনায় LED ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। EK24 News Madhyamik Physical Science Suggestion 2022
10) তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। অথবা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো।
11) বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রি এত নাইক্লোম তার ব্যবহার করা হয় কেন? অথবা নিকোজেন মৌল ও চালকোজেন মৌল কাকে বলে?

12) সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। অথবা তড়িৎ বিশ্লেষণ কী?
13) গণিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে কেন? অথবা অ্যানোড মাড কাকে বলে।
14) মিথেন হাইড্রেট কী? অথবা স্থিতিশীল উন্নয়নের ধারনাটি কী?
15) গ্যাসের চাপ দ্বিগুন ও আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অস্তিম উন্নতা কত হবে? Madhyamik Physical Science Suggestion 2022

ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন প্রশ্নের উত্তর পেতে এই লিঙ্কে ক্লিক করুন

সম্পূর্ণ ভুগোল সাজেশন পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সম্পূর্ণ ইতিহাস সাজেশন পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

মাধ্যমিক বাংলা ও ইংরাজী সাজেশন পিডিএফ লিংক

আরও পড়ুন, উচ্চমাধ্যমিকের নতুন রুটিন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment