Best Online earning Apps – দিনের কিছুটা সময় ঠিকভাবে ব্যাবহার করলে, সহজেই আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে অনলাইনেই ঘরে বসে হাজার হাজার টাকা আয় করা যায় (Best Online earning Apps)। যদিও এত দিন ধরে এটাই মনে করা হত যে টাকা উপার্জন করতে গেলে বাড়ির বাইরে গিয়ে রোজগার করতে হবে। কিন্তু এই আধুনিক যুগে একটি স্মার্টফোন থাকলেই অর্থ উপার্জন করার জন্য বাড়ির বাইরে বেরোনোর কোন প্রয়জন নেই আপনি যদি চান তাহলে ঘরে বসেই রোজগার করতে পারেন টাকা।
আমাদের এই প্রতিবেদনে তেমনই একটি সহজ উপায় নিয়ে এসেছে আপনাদের জন্য যেটি আপনাকে ঘরে বসে টাকা রোজগার করার পথ বলে দেবে (Best Online earning Apps)। সবচেয়ে মজার বিষয় হল, বিশেষ কোনো ডিগ্রি না থাকলেও কেবলমাত্র হাতে একটি স্মার্টফোন এবং অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকলেই অনলাইনে অর্থ উপার্জন করা সম্ভব। আর এই কাজে সহায়তা করছে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। চলুন জেনে নোওয়া যাক কিছু সেই উপায় গুলি যেটার মাধ্যমে আপনিও ও বাড়িতে বসে খুবই সহজ উপায় এ টাকা রোজগার করতে পারবেন।
Earn From Snapchat
স্নাপচ্যাট-এ কনটেন্ট বানিয়ে শেয়ার করে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা প্রতিদিন ১ মিলিয়ন ডলার (প্রায় ৭.৫৭ কোটি টাকা) আয় করতে সক্ষম হচ্ছেন বলে যানা গেছে । সেই প্ররিপ্রেক্ষিতে এটি মনে রাখা প্রয়োজন যে এই অ্যাপের মাধ্যমে টাকা রোজগার করার জন্য ব্যবহারকারীদের শুধুমাত্র তাদের স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে কনটেন্ট শেয়ার করতে হবে। মানে আপনি কোনও ভিডিও ডাউনলোড করে এডিট করে পোষ্ট করতে পারবেন না। আর আপনার ভিডিওতে ভিউ হলে বড় অঙ্কের অর্থ আপনি সহজেই উপার্জন করতে পারবেন। (Best Online earning Apps)
এছাড়াও আপনি নিজের পরিচয় গোপন রাখতে চাইলে পাবলিক অ্যাকাউন্ট তৈরি না করেই এই প্ল্যাটফর্মে কনটেন্ট পোস্ট করা যাবে। এছাড়াও থাকছে পরিচয় গোপন করে কনটেন্ট পোস্ট করার ফিচার। যদি আপনি ভালো মানের স্নাপ share করতে পারেন তাহলে আপনিও এই অ্যাপ এর মাধ্যমে অর্থ রোজগার করতে পারবেন। (Best Online earning Apps)
Earn Money on YouTube
বর্তমান সময়ে আপনারা সবাই সাধারনত ইউটিউব দেখে থাকেন এবং আপনারা সকলেই হয়ত জানেন যে যারা ইউটিউব এ ভিডিও পোস্ট করে তারা ভিউস এর ওপর অর্থ ও উপার্জন করে। এ ছাড়া ইউটিউব এর মাধ্যমে বিভিন্ন্য কোম্পানি তাদের প্রোডাক্ট এর প্রচার ও করে থাকে যদি আপনি সেই কোম্পানি গুলির সাথে ও যারা ইউটিউব এ ভিডিও বানায় তাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারেন তাহলে খুবই সহজ এ আপনি ও পেয়ে যাবেন কমিশন। (Best Online earning Apps)
গতবছর ইউটিউব-এ শর্টস নামক শর্ট ভিডিও প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। কনটেন্ট ক্রিয়েটররা এখন ইউটিউব শর্টস-এ তাদের তৈরি করা শর্ট ভিডিও শেয়ার করতে পারেন। এর পাশাপাশি যেসব YouTube চ্যানেলের কমপক্ষে ১২ মাসে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার থাকবে, তারাও বেশ মোটা টাকা কামাতে সক্ষম হবেন। (Best Online earning Apps)
Earn Money From Instagram
বর্তমানে ইন্সটাগ্রাম খুবই জনপ্রিয় একটি প্লাটফর্ম। এর মাধ্যমে খুবই সহজ উপায়ে এ অর্থ উপার্জন করা সম্ভব এবং সেটি করার জন্য আপনাকে বাড়ির বাইরে যেতে হবে না বাড়ি বসেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন এই অ্যাপ্লিকেশান টির মাধ্যমে। কনটেন্ট ক্রিয়েটরদের দ্বারা শেয়ার করা ভিডিওর ভিউ যত বাড়বে, তার সঙ্গে তাদের ফলোয়ারের সংখ্যাও তত বাড়বে। ঠিক এই বিষয়টির জন্য বিভিন্ন কোম্পানি নিজেদের প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিতে সেই সব কন্টেন্ট ক্রিয়েটরদের দের কাছে যায় এবং তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য যথারীতি অর্থ ও প্রদান করে থাকে। (Best Online earning Apps)
Earn Money From Facebook কনটেন্ট ক্রিয়েট করে ফেসবুকের মাধ্যমেও রোজগার করা সম্ভব। এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে অর্থ উপার্জন করা যেতে পারে। যদি আপনার ফেসবুক পেজএ ভাল flower থাকে তাহলে আপনি বিজ্ঞাপন এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন ঘরে বসেই এবং এছাড়া, ব্যবহারকারীরা ফেসবুক পেজ তৈরি করার পরে প্ল্যাটফর্মে তাদের কনটেন্ট শেয়ার করতে পারেন। শেয়ার করা কনটেন্ট ভালো ভিউ, লাইক পেলে এবং পেজ মনিটাইজ হলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও ভালোরকম অর্থ উপার্জন করা যায়। (Best Online earning Apps)
Earn From Twitter
এই অ্যাপ্লিকেশনটির ব্যবহারকারীরা tips jar ব্যাবহার করে অর্থ উপার্জন করতে পারেন । টিপস পাঠানো বা রিসিভ করার জন্য অ্যান্ড্রোয়েড বা আইফোন ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারেন। টুইটারের এই ফিচারটি বর্তমানে বহু সংখ্যক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। যার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর, জার্নালিস্ট, এক্সপার্ট, এবং নন-প্রফিট অরগ্যানাইজেশনও শামিল রয়েছে।
মূলকথা
আপনি যদি এর যেকোনো একটি প্লাটফর্মে উন্নতি করতে পারেন, অটোমেটিক্যালি সব কটি প্লাটফর্মেই ফলোয়ার পেয়ে যাবেন। শুধুমাত্র নিয়মিত এক্টিভ থাকুন, আর ভালো মানের কন্টেন্ট আপলোড করুন। স্যোসাল মিডিয়াতে খুবই কম সময়ে কিভাবে ফলোয়ার বাড়াবেন, জানতে হলে নিচে কমেন্ট করুন। (Best Online earning Apps)