WB School – শনিবারেও হবে পুরো স্কুল, শিক্ষাদপ্তরের নির্দেশিকা

অতিমারীর শঙ্কা কাটিয়ে অবশেষে রাজ্যে খুলেছে স্কুল (WB School), এবং বর্তমানে নবম থেকে দ্বাদশের ক্লাস হলেও সবকিছু ঠিকঠাক থাকলে সামনের মাসেই খুলছে নিচু ক্লাস। সারাবছর ক্লাস হয়নি, তাই এই স্বল্প সময়ে যতটা সিলেবাস শেষ করা যায়, তার জন্য শনিবার ও পুরো ক্লাসের নির্দেশ দিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ তথা শিক্ষাদপ্তর।

সংবাদ মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় শুক্রবার বলে দিয়েছেন, শনিবার পূর্ণ সময় স্কুল খোলা। প্রধান শিক্ষক শিক্ষিকারা সেটা যেন শিক্ষকদের জানিয়ে দেন।
যদিও শিক্ষকদের একাংশের বক্তব্য, করোনার জন্য দীর্ঘদিন স্কুল (WB SChool) বন্ধ থাকায় শিক্ষকেরা ঘরে বসে ছিলেন এবং সেই জন্য এখন অতিরিক্ত সময় স্কুল করতে হবে, এমন ধারণা থেকে যদি শনিবার পুরো সময় স্কুল চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তা হলে ভুল হবে। বাড়িতে থাকলেও তাঁদের কাজ করতে হয়েছে নিয়মিত। দেখতে হয়েছে নিয়মিত অ্যাক্টিভিটি টাস্ক (Activity Task) বা গৃহপাঠের খাতা দেখেছেন। অনলাইনে ক্লাসও করেছেন অনেকে। প্রতি মাসে মিড ডে মিলের (Mid Day Meal) সামগ্রী বিতরণ ছাড়াও স্কুলের অন্যান্য কাজও করতে হয়েছে। (শিক্ষাদপ্তর)

শিক্ষকদের প্রশ্ন, পর্ষদের নির্দেশ অনুযায়ী তাঁরা না-হয় শনিবারেও স্কুলে (WB School) হাজির হলেন। কিন্তু পড়ুয়ারা আসবে তো? হাওড়ার এক শিক্ষক বলেন, সোম থেকে শুক্র, পড়ুয়ারা স্কুলে কার্যত বন্দিদশায় কাটাচ্ছে। টিফিনেও বেরোতে পারে না। সর্বক্ষণ মাস্ক। অনেক ছাত্রছাত্রীই হাঁপিয়ে উঠেছে। তারা সপ্তাহে ছয় দিন আসবে তো? যদিও অভিভাবকদের একাংশের মত, দীর্ঘ ছুটির পরে শনিবার পূর্ণ সময় ক্লাস চালানোর সিদ্ধান্ত যথাযথ। এর ফলে পড়ুয়ারা উপকৃত হবে।

আরও পড়ুন,  অবশেষে সময়সীমা কমলো স্কুলের, জানুন কতক্ষণ ক্লাস হবে

যদিও ছাত্রছাত্রীদের ক্ষতি যথাসম্ভব পূরণের জন্য শনিবারেও পূর্ণ সময় ক্লাসের সিদ্ধান্ত ঠিক বলে জানাচ্ছেন এক শ্রেণির অভিভাবক। এমনই এক অভিভাবক বলেন, ‘‘দেড় বছরেরও বেশি সময় স্কুল হয়নি। মিড ডে মিল বিতরণ, কিছু অ্যাক্টিভিটি টাস্ক দেখা ছাড়া শিক্ষকেরা এই সময়ে কতটুকু পড়িয়েছেন? গ্রামীণ স্কুলে অনলাইন ক্লাস তো কার্যত কিছুই হয়নি। স্কুল (WB School) বন্ধ থাকলেও অনেক শিক্ষক বাড়িতে বসে চুটিয়ে টিউশন করেছেন।

অন্য এক অভিভাবক জানান, করোনাকালে হাতে গোনা কিছু শিক্ষক নিজেদের উদ্যোগে পড়ুয়াদের পড়াশোনার খোঁজ নিয়ে‌ছেন। সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। অনেক প্রস্তুতি বাকি। সকলের তো টিউটরের কাছে পড়ার সামর্থ্য নেই। শনিবার পূর্ণ সময় স্কুল (WB School) চললে পড়ুয়ারা যদি উপকৃত হয়, শিক্ষকেরা নারাজ কেন, প্রশ্ন ওই অভিভাবকের। সংবাদসুত্র, আনন্দবাজার

আরও পড়ুন, প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস কবে শুরু হবে, শিক্ষামন্ত্রীর সাক্ষাৎকার

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment