পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা (Old age pension) ও লক্ষ্মীর ভান্ডার মহিলা ও বিশেষ করে মা বোনেদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।
নির্বাচনের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা-বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে ১০০০ এবং ১২০০ টাকা করেছেন। যাতে খুশি হয়েছেন সকল মহিলারা। আর এবার নির্বাচন মিটতে বার্ধক্য ভাতা নিয়েও বিরাট সুখবর দিল রাজ্য। যাতে বিরাট উপকৃত হতে চলেছেন ৬০ বছরের উপরে থাকা বয়স্ক ব্যক্তিরা।
West Bengal Old age pension extra benefits
তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য অনেক ধরনের জনমুখী প্রকল্প শুরু করেছেন। ৮ থেকে ৮০ সকল বয়সের নাগরিক এর দ্বারা বিভিন্নভাবে উপকৃত। তরুণ তরুণীদের জন্য যেমন রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভান্ডার, কৃষকদের জন্য যেমন কৃষক বন্ধু, তেমনি বয়স্ক ব্যক্তিদের জন্য চালু রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প। যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট টাকা ভাতা প্রদান করে রাজ্য সরকার উপযুক্ত প্রবীণ নাগরিকদের।
পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্প
সাধারণত একজন ব্যক্তি সারা জীবন পরিশ্রম করলেও বয়সকালে তার শরীর আর সঙ্গ দেয় না। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটা সংস্থান তাকা তো তাদের জন্য আবশ্যক। এইজন্যেই চালু হয়েছে বার্ধক্য ভাতা। রাজ্যের একজন নাগরিক ৬০ বছর বয়স পার করলেই এখানে আবেদন করতে পারেন পেনশন পাওয়ার জন্য। তবে নির্দিষ্ট শ্রেণীর প্রবীণ নাগরিকদের জন্য বয়সের ছাড়ও দেওয়া হয়। সে ক্ষেত্রে কেউ ৫৫ বছর পার করলেই এই ভাতার সুবিধা লাভ করতে পারেন। পুরুষ নারী নির্বিশেষে যে কোন ব্যক্তি এই ভাতা পাওয়ার যোগ্য। প্রতি মাসে তাদের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে এই টাকা দিয়ে দেয় সরকার।
বার্ধক্য ভাতা কারা পাবে?
ভোট পর্ব শেষ হতে না হতেই রাজ্য সরকার নতুন চিন্তা ভাবনা করেছে বার্ধক্য ভাতা নিয়ে। যার ফলে আরো সুবিধা বাড়লো এবার থেকে। সম্প্রতি আরো ৫০ হাজার প্রবীণ নাগরিকের নাম এই প্রকল্পের আওতায় নেওয়ার কথা জানিয়েছে রাজ্য। অর্থাৎ এতদিন রাজ্যের লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক এর সুবিধা পেতেন।
আরও পড়ুন, নতুন ব্যবসার আইডিয়া। মাসে ৩০০০০ টাকা আয় করার সুযোগ
বার্ধক্য ভাতা লিস্ট
এরপর আরো ৫০ হাজার জনকে সেই তালিকায় যুক্ত করল সরকার। ইতিমধ্যেই তাদের নাম বার্ধক্য ভাতা পোর্টালে রেজিস্ট্রেশন করাও শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই তাদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা ঢুকতে পারে বলে খবর। অর্থাৎ আগে যারা এই ভাতা পাবেন, তারা তো পাবেন ই, আরও নতুন করে ৫০০০০ জন কে এই প্রকল্পে নথিভুক্ত করা হবে। এছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা ৬০ বছরের বেশি হয়ে গেছেন, তারাও এই প্রকপে অন্তর্ভুক্ত হবেন।
এর পাশাপাশি আরও একটি তথ্য জানা গিয়েছে। এতদিন পর্যন্ত রাজ্যের প্রবীণ নাগরিকদের এই ভাতা দেওয়া হতো কেবল রাজ্যের কোষাগার থেকেই। এর কারণে রাজ্যকে প্রতি মাসে ১৫০ কোটি টাকা ব্যয় করতে হতো। এদিকে কেন্দ্রের তরফ থেকেও ৬০ থেকে ৮০ বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রতি মাসে ২০০ টাকা করে ভাতা দেওয়া হয়। কিন্তু এ রাজ্যের নাগরিকরা সেই সুবিধা পেতে না। তবে এবার রাজ্যের প্রবীণ নাগরিকদের এই ভাতা দেওয়ার জন্য কেন্দ্রের অর্থ কেও কাজে লাগানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । যার ফলে রাজ্যের উপর থেকে খরচের বোঝা কিছুটা কমবে।
Written by Nabadip Saha.