পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের (Lakshmir Bhandar Scheme) মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পেয়ে থাকেন। রাজ্যের গৃহবধূ ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যেই শুরু হয়েছিল এই প্রকল্প। প্রাথমিকভাবে ৫০০ টাকা এবং ১০০০ টাকা দেওয়া হলেও বর্তমানে ১০০০ টাকা ও ১২০০ টাকা পেয়ে থাকেন মহিলারা। অনেকেই প্রশ্ন তুলছেন, এই প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি হতে চলেছে। শোনা যাচ্ছে এবার বিধানসভা নির্বাচনের আগেই বৃদ্ধি পাবে এই টাকার অংক। আদৌ কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে? এই আপডেট সম্পর্কে বিশদে জানুন এই প্রতিবেদন থেকে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা পাবেন?
পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এক্ষেত্রে সাধারণ মহিলারা প্রতিমাসের ১০০০ টাকা এবং তপশিলি জাতি, উপজাতি বা আদিবাসী সম্প্রদায়ের মহিলারা প্রতিমাসে ১২০০ টাকা ভাতা পান। প্রতিমাস এই সরাসরি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে সরকারের তরফে এই আর্থিক সহায়তা পাঠিয়ে দেওয়া হয়।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের যোগ্যতা
- এই প্রকল্পে আবেদনের জন্য ইচ্ছুক মহিলাকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কোনরকম সরকারি সংস্থার সাথে কর্মী হিসেবে নিযুক্ত থাকলে এই সুযোগ পাওয়া যাবে না।
- মহিলারা ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের সময়কালে এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারেন।
জুলাই মাস থেকে বাড়বে লক্ষ্মীর ভান্ডারের ভাতা?
সম্প্রতি সমাজমাধ্যমে একাধিক কানাঘুষো শোনা যাচ্ছে, যে জুলাই মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তা বাড়বে। বিভিন্ন ইঙ্গিত অনুসারে, এই প্রকল্পের টাকা বাড়লে সাধারণ জাতির মহিলারা প্রতি মাসে পেতে পারেন ১৫০০ টাকা এবং তপশিলি জাতি বা উপজাতির মহিলারা প্রতি মাসে পেতে পারেন ১৮০০ টাকা আর্থিক সহায়তা। তবে এই খবরের কোনও সরকারি ভিত্তি নেই। তাই ঘোষণার আগে পর্যন্ত এই প্রকল্পে আদৌ টাকা বাড়বে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে এই তথ্য সঠিক হলে রাজ্য সরকারের মহিলাদের প্রচুর পরিমাণে সুবিধা হবে। এর আগে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় রাজ্যের বহু মহিলা এই বিষয়ে আশাবাদী ছিলেন। তবে সেই সময়ে আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়নি। তবে এবারে জানা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের এই টাকার পরিমান বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট অনুসারে, রাজ্যের মহিলারা অনেকেই এই আর্থিক সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে স্বনির্ভর হয়ে উঠেছেন। আবার কারোর কারোর কাছে এই টাকা মহিলাদের হাত খরচের অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে OBC Certificate মামলা নিয়ে ফের বড় ধাক্কা খেল রাজ্য সরকার!
লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির সম্ভাব্য কারন
প্রতিমুহূর্তেই দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে। এর ফলে যে সমস্ত মহিলারা অন্য কোন কাজের সঙ্গে যুক্ত নন, তাদের নিত্য প্রয়োজনীয় খরচ বহনের ক্ষেত্রে সহায়তার জন্যই মূলত আবার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্যেও এই পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার বাংলার মা বোনেদের অধিকার। এছাড়াও এটিকে সম্মানজনক প্রকল্প বলেও উল্লেখ করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
রাজ্যের মহিলাদের জন্য অভূতপূর্ব সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলারা প্রতিমাসের যে সরকারি সহায়তা পাচ্ছেন, তা তারা সারা জীবন পাবেন। প্রকল্পের জন্য বয়সসীমা ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত রাখা হলেও এই প্রকল্পের উপভোক্তারা ৬০ বছর বয়স পূর্ণ করলেই তাদের সরাসরি বৃদ্ধ ভাতার অধীনে সমপরিমাণ টাকা দেওয়া হবে। তাই একজন মহিলা তার ২৫ বছর থেকে শুরু করে গোটা জীবন লক্ষ্মীর ভান্ডারের সহায়তা পেয়ে যাবেন।
পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার ও বার্ধক্য ভাতার টাকা নিয়ে জরুরী বার্তা বিধান সভায়
নতুন আবেদন পদ্ধতি
এই দুর্দান্ত জনমুখী প্রকল্পে এখনো পর্যন্ত যে সমস্ত মহিলারা আবেদন জানান নি, তারা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প অথবা ব্লক অফিসে গিয়ে নিজের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র যেমন- আধার কার্ড (Aadhaar card), ভোটার কার্ড, ব্যাংক একাউন্টের ডিটেলস, বয়সের প্রমাণপত্র এবং কাস্ট সার্টিফিকেট জমা করে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন।
উপসংহার
সরকারি সিদ্ধান্ত অনুসারে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, বহু রাজনীতিবিদ মনে করছেন ভোটের আগে এই সহায়তা বৃদ্ধি করলে রাজ্য সরকার আরো অধিক পরিমাণে জনসমর্থন পাবেন। বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকার মহিলারা এই বিষয়ে যথেষ্ট পরিমাণে আশাবাদী। ইতিমধ্যেই এই প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে পরবর্তী সময়ে বা জুলাই মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পাবে কিনা, তা সরকারি ঘোষণা হলে তবেই নিশ্চিত ভাবে বলা সম্ভব। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।