পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া একপ্রকার সোনার পাথর বাটি। আর ৯ বছর ধরে চলা ডিএ মামলার রায়দান কবে (DA Case Judgement Date), সেই প্রশ্ন যেমন সরকারি কর্মীদের অন্দরে ঘুরপাক খাচ্ছে, তার সাথে আরেকটি সংশয় ও রয়েছে, যে মহামান্য সুপ্রিম কোর্ট কর্মীদের পক্ষে রায় ঘোষণা করলেও, আদৌ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Government of West Bengal) কেন্দ্রীয় হারে ডিএ (Dearness Allowance) দেবে তো? নাকি আইনের আরও কোনও ফাঁকফোকর বা কৌশলে বাকির নাম ফাঁকি হয়ে যাবে?
West Bengal DA Case Judgement Date
পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা কবে শুরু হয়েছে, কতবার কর্মীরা জয় পেয়েছেন, তা রাজ্য সরকারি কর্মীদের মুখস্ত তাই নতুন করে বলার প্রয়োজন নেই। এবার একটাই প্রশ্ন এই ডিএ মামলার রায়দান কবে ঘোষণা হবে? আর রায় ঘোষণার আগে কি ইঙ্গিত মিলেছে? আগামী সপ্তাহের সাপ্লিমেন্টরি কজলিস্ট এ ডিএ মামলা অন্তর্ভুক্ত হবে কিনা, এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
আদালতে ডিএ মামলা লিস্টেড হলো
গত সপ্তাহে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হওয়ায় খবর প্রকাশ পায়। যার ফলে রাজ্য সরকারি কর্মীদের একাংশ মনে করেন যে, DA মামলা সেই কজ লিস্টে থাকতে পারে। আর রায়দানের ও একটা সম্ভাবনা প্রকাশ পায়। তবে গত ১২ ও ১৩ তারিখের সাপ্লিমেন্টরি কজলিস্ট আগের দিন রাতে প্রকাশিত হয়েছিলো। তাতে DA মামলা অন্তর্ভুক্ত না হওয়ায় কার্যত সকলে হতাশ হয়ে পড়েন। তবে কিছুক্ষণ আগেই একটি খবর এসেছে, যার ফলে নতুন করে আশার সঞ্চার হয়েছে, কর্মীদের মধ্যে।
আগামী বুধবার অর্থাৎ ২৬শে নভেম্বর ডিএ মামলা লিস্টেড হতে পারে। তবে অফিসিয়ালি এখনও কিছুই জানা যায়নি। কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে, তাহলে কি ২৬ তারিখ রায়দান হতে পারে? এই নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সরকারি কর্মীদের একাংশ বলছেন, এতো দ্রুত রায়দান কি হবে? আবার এক শ্রেণীর কর্মীরা বলছেন, SIR আবহে রায় ঘোষণা হবে না। তবে অনেকেই আশাবাদী খুব শীঘ্রই এই মামলার রায় ঘোষণা হবে।
কর্মী সংগঠনের বক্তব্য
এদিকে কনফেডারেশন এর মলয় বাবু জানিয়েছেন, এই মামলার রায়দান, সরকারের পদক্ষেপ ও আদালতের ইঙ্গিত নিয়ে আমরা তীক্ষ্ণ নজর রাখছি। তবে সুপ্রিম কোর্ট আগাম কিছু ইঙ্গিত দেয় না। তাই ইনফরমেশন পেতে আমাদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট, ও আইনজীবীদের অপেক্ষায় ই থাকতে হবে। তবে আমরা আশাবাদী এই মামলায় কর্মীদেরই জয় হবে। এবং রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য হবে।”
আরও পড়ুন, SIR এর কাজে নিযুক্ত সমস্ত BLO দের কাজ বাড়লো, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের। কি কি মানতে হবে জেনে নিন
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই কর্মীদের ডিএ মামলার রায় কবে হবে, এটা যেমন সরকারি কর্মীদের কাছে লাখ টাকার প্রশ্ন, ঠিক তেমনই বিচারের বাণী নিভৃতে কাদে, এই প্রবাদটি যারা সরকারের সমস্ত কাজ করে থাকেন এবং রাজ্যটা চালান, তারাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আর তাদের হকের টাকা না পাওয়ার বছলে পাচ্ছেন, বছরের পর শুধু তারিখ পে তারিখ। এবার এটাই দেখার, দেশের সর্বোচ্চ ন্যায়দাতা কি হুকুম কবুল করেন!
