পুজোর মধ্যেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সফল প্রার্থীদের বেতন তথা Upper primary teacher salary কত হবে, সে নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। এবারের WBSSC নিয়োগ প্রক্রিয়ায় যারা শিক্ষক হিসাবে নিযুক্ত হবেন, তাঁদের প্রারম্ভিক বেতন কত হবে জেনে নিন।
Upper primary teacher salary in West Bengal
সুপ্রিম কোর্টের রায় (Supreme Court of India) মতো রাজ্যে সম্প্রতি উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরে ১৪,০৫২ জন শিক্ষকের নিয়োগের মেধা তালিকা (WBSSC Upper Primary Teacher Recruitment Merit List) প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগের মধ্যে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক থেকে শুরু করে ক্লার্ক এবং গ্রুপ ডি তথা শিক্ষা কর্মীদের বেতন কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বেতন কাঠামো এবং অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে, যা শিক্ষকদের বেসিক বেতন, বাড়িভাড়া ভাতা মহার্ঘ ভাতা মিলিয়ে মোট পরিমান হিসাব সহকারা দেওয়া হলো।
Upper Primary Teacher Salary Calculation
প্রাথমিক তথ্য অনুসারে, উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদানকারী স্নাতকোত্তর শিক্ষকদের জন্য মাসিক বেতন ৪২,৬০০ টাকা নির্ধারিত হয়েছে। এই বেতনের উপর ১৪% ডিএ (দ্রব্য মূল্য ভাতা) হিসাবে ৫,৯৬৪ টাকা, ১২% হাউজ রেন্ট অ্যালাওয়েন্স (এইচআরএ) হিসাবে ৫,১১২ টাকা এবং ৫০০ টাকা মেডিক্যাল অ্যালাওয়েন্স যুক্ত হবে। এরপর পেশাগত কর কাটার পর, তাঁদের মোট মাসিক বেতন ৫৩,৯৭৬ টাকায় পৌঁছাবে।
এদিকে নবম ও দশম শ্রেণির শিক্ষকদের জন্য বেসিক বেতন ৩৩,৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাঁদের জন্য ডিএ ৪,৬৭৬ টাকা, এইচআরএ ৪,০০৮ টাকা এবং মেডিক্যাল অ্যালাওয়েন্স ৫০০ টাকা। প্রফেশনাল ট্যাক্স কাটার পর, তাঁদের হাতে আসবে মোট ৪২,৩৮৪ টাকা।
লাইব্রেরিয়ান পদে নিযুক্ত কর্মীদের বেসিক বেতন হবে ৩২,১০০ টাকা। তাঁদের জন্য ১৪% ডিএ, ১২% বাড়িভাড়া ভাতা এবং ৫০০ টাকার মেডিক্যাল অ্যালাওয়েন্সের সঙ্গে ১৫০ টাকার প্রফেশনাল ট্যাক্স কাটার পর মাসিক বেতন ৪০,৭৯৬ টাকায় পৌঁছাবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে বড় আপডেট।
প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য বেসিক বেতন ২৮,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই শিক্ষকদের ডিএ হবে ৪,০৪৬ টাকা, এইচআরএ ৩,৪৬৮ টাকা, এবং ৫০০ টাকা মেডিক্যাল অ্যালাওয়েন্স। সব মিলিয়ে, তাঁদের হাতে মাসিক বেতন হবে ৩৬,৭৬৪ টাকা।
অন্যদিকে, প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের জন্য বেসিক বেতন ২৪,৭০০ টাকা। তাঁদের জন্য ৩,৪৫৮ টাকা DA, ২,৯৬৪ টাকা এইচআরএ এবং ৫০০ টাকার মেডিক্যাল অ্যালাওয়েন্স যুক্ত হয়ে মাসিক বেতন ৩১,৪৭২ টাকায় পৌঁছাবে।
ক্লার্ক পদে নিযুক্ত কর্মীদের বেসিক বেতন ২২,৭০০ টাকা। তাঁদের জন্য ডিএ ৩,১৭৮ টাকা, বাড়িভাড়া ভাতা (HRA) ২,৭২৪ টাকা এবং মেডিক্যাল অ্যালাওয়েন্স ৫০০ টাকা। সব মিলিয়ে, তাঁদের হাতে মাসিক বেতন হবে ২৮,৯৫২ টাকা। গ্রুপ ডি কর্মীদের জন্য বেসিক বেতন ১৭,০০০ টাকা, যা ডিএ এবং এইচআরএ মিলিয়ে ২১,৯২০ টাকায় পৌঁছাবে।
আরও পড়ুন, মাসে মাসে 1000 টাকা দিচ্ছে রাজ্য সরকার। আবেদন করলেই পাবেন।
রাজ্যের শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন বেতন কাঠামো শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হলে, তাঁরা তাঁদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারবেন।
Written by Nabadip Saha.