Electric Bill – কারেন্ট বিলে ১৮৭ টাকা ছাড় দিলো WBSEDCL. বিদ্যুৎ বিল নিয়ে নতুন সিদ্ধান্ত জেনে নিন

পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) সম্প্রতি রাজ্যবাসীর জন্য Electric Bill বা Electricity Bill নিয়ে বড়ো সুখবর নিয়ে এসেছে। এবার কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল নিয়ে করা হয়েছে বেশ কয়েকটি ঘোষণা, যাতে সুবিধা হতে চলেছে গরিব মানুষের। এখন থেকে তিনমাস নয়, বরং প্রতিমাসে পাঠানো হবে কারেন্ট বিল। যাতে খরচের চাপ খানিকটা কমবে মানুষের ওপর থেকে।

WBSEDCL Electric Bill Rebate

আর একটি ঘোষণা হল যে রাজ্য সরকার গরিব মানুষের জন্য চালু করেছে একটি বিশেষ প্রকল্প। এতে নাম নথিভুক্ত করলে কারেন্ট বিল জমার ওপর মিলবে অভাবনীয় ছাড়। এই দুটি উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জেনে নেব নীচে।

তিন মাসের পরিবর্তে মাসিক বিল

WBSEDCL জানিয়েছে, গ্রাহকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে। তিন মাসের বিল একত্রিতভাবে পরিশোধ করতে সমস্যা হচ্ছিল অনেকেরই। তাই CESC এর মতো এবার থেকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিগমের মাসিক ভিত্তিতে বিল পাঠাবে। এতে গ্রাহকদের পক্ষে বিল পরিশোধ করা সহজ হবে।

সম্প্রতি কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে CESC এর কারেন্ট বিল উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তার পরপরই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থা সারা রাজ্য জুড়ে বিদ্যুতের স্ল্যাব ও ট্যারিফ প্ল্যানে বড়ো পরিবর্তন এনেছে।
রাজ্যবাসীরা এখন থেকে প্রতি মাসে কারেন্ট বিল পাবেন যা তাদের জন্য অনেক সুবিধাজনক হবে। মাসিক ভিত্তিতে বিল আসার ফলে গ্রাহকরা তাদের বিদ্যুৎ ব্যবহার আরও সুসংগঠিত করতে পারবেন।

আরও পড়ুন, একাউন্টে টাকা ঢুকেছে? মোবাইল থেকে পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিন।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, চলতি মাস থেকেই এই নতুন মাসিক বিলিং সিস্টেম চালু হতে পারে। নতুন এই নিয়মে, পূর্বের তিন মাসের অনুমান ভিত্তিক বিলের পরিবর্তে, প্রত্যেক মাসের রিডিংয়ের ওপর ভিত্তি করে বিল পাঠানো হবে। আর সেই বিলই মাসে মাসে দিতে হবে। এতে ইউনিট স্ল্যাব কমে যাবে। তাই বিল ও কম আসবে মলে মনে করা হচ্ছে। তবে নতুন বিল এলেই সেটা পরিষ্কার বোঝা যাবে।

আরও পড়ুন, ছাত্র ছাত্রীদের টাকা দিচ্ছে ক্রিকেটার বিরাট কোহলী। প্রত্যেকে ১২,০০০ টাকা করে পাবেন। কীভাবে আবেদন করবেন?

হাসির আলো প্রকল্পের সুবিধা

রাজ্য সরকার বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য হাসির আলো প্রকল্প (Hasir Alo Scheme) চালু করেছে। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ছাড় পাবে। অর্থাৎ, ৫১-১০০ ইউনিট স্ল্যাবে ২.৫ টাকা প্রতি ইউনিট হিসেবে ১৮৭ টাকা ৫০ পয়সা (৭৫X২.৫ = ১৮৭.৫০) পর্যন্ত বিদ্যুৎ বিলের ছাড় পাওয়া যাবে। তবে এর জন্য পরিবারকে BPL Ration Card তালিকাভুক্ত হতে হবে এবং হাসির আলো প্রকল্পে (Hasir Alo Prakalpa) নাম নথিভুক্ত করতে হবে।
আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এবং নিয়মত আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, কোথায় টাকা রাখলে বেশি সুদ? সমস্ত ব্যাংকের সুদের তুলনা দেখুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment