WBCHSE HS Result 2024 – প্রকাশিত হল, উচ্চ মাধ্যমিক রেজাল্ট। সবার আগে অনলাইনে দেখে নিন। মার্কশীট কবে ও কোথায় পাবেন?

শোনা যাচ্ছিল এই বছর মাধ্যমিকের আগেই নাকি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা WBCHSE HS Result 2024 বেরোবে। কিন্তু নিয়ম মাফিকই কাজ সারলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council For Higher Secondary Education) গত ২ মে বেরিয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। আর আজ ৮ই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের (HS Result) পালা।

Advertisement

WBCHSE HS Result 2024 Check Online.

আজ দুপুরের দিক করে বেরোতে পারে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (WBCHSE HS Result 2024). অবশেষে অপেক্ষার অবসান হল পরীক্ষার্থীদের। এই বছরের রেজাল্ট নিয়ে অনেক জল্পনাই চলছিল সকলের মধ্যে। আদৌ কবে রেজাল্ট বেরোবে? এই নিয়ে দ্বিধা ছিল ছাত্র ছাত্রীদের মনে। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) আজ প্রকাশ করতে চলেছে এই বছরের পরীক্ষার ফলাফল।

Advertisement

নিচে উল্লেখিত সকল ওয়েবসাইট গুলিতে সবার আগে তাদের WBCHSE HS Result 2024 চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। দেরি না করে নিজের রেজাল্ট দ্রুত জেনে নিন। আর নিশ্চিন্ত হয়ে যান। লোকসভা ভোটের মধ্যেই গত ২ মে ২০২৪ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education) প্রকাশ করেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Exam Result).

সকাল ন’টায় পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠক করে অফিশিয়ালি ঘোষণা করেন। তারপর ৯:৪৫ এ রেজাল্ট আপলোড করা হয়েছিল অনলাইনে। এরপর বেলা দশটা থেকে স্কুল কলেজে বিতরণ করা শুরু হয় রেজাল্ট ও পরীক্ষার সার্টিফিকেট ছাত্র ছাত্রীদের হাতে। এই বছরের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ। যার মধ্যে পাশ করেছে ৭.৫ লক্ষ, আর ফেল করেছে ১.৫ লক্ষ পরীক্ষার্থী।

ঠিক এক সপ্তাহ পরই আজ বের হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (WBCHSE HS Result 2024). এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ থেকে। পরীক্ষা শেষ হয় ২৯ শে ফেব্রুয়ারি। প্রতি বছরের মতো নিয়ম করে তিন মাস বাদেই বের হচ্ছে রেজাল্ট। তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষার মাত্র চারদিন পরেই শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক, তাই WBCHSE HS Result 2024 অন্যান্য বছরের তুলনায় খানিকটা আগেই বেরোচ্ছে।

Advertisement

আজ বুধবার ৮ ই মে দুপুর ১ টায় সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে অফিসিয়ালি WBCHSE HS Result 2024 ঘোষণা করবেন। তারপর দুপুর তিনটে থেকে রেজাল্ট আপলোড করা হবে অনলাইনে। পরীক্ষার্থীরা বাড়িতে বসে চেক করে নিতে পারবে তাদের রেজাল্ট। তবে স্কুলে মার্কশিট কিন্তু আজকে দেওয়া হবে না, একথাও জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

WBSSC Primary TET recruitment Scam

আগামী ১০ তারিখ শুক্রবার সকাল ১০ টা থেকে প্রথমে সংসদের নির্দিষ্ট ক্যাম্পে স্কুল শিক্ষকদের হাতে ছাত্র ছাত্রীদের রেজাল্ট ও সার্টিফিকেট হাতে দেওয়া হবে। আর তারপরেই স্কুলে স্কুলে তা বিতরণ করে দেওয়া হবে ছাত্র ছাত্রীদের মধ্যে অর্থাৎ WBCHSE HS Result 2024 প্রকাশের ২ দিন পরে পড়ুয়ারা এই মার্কসিট হাতে পেয়ে যাবে রাজ্যের সকল উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীরা।

পশ্চিমবঙ্গের পড়ুয়ারা 12 থেকে 18 হাজার টাকা পাবেন মাধ্যমিক পাশ করলেই! কিভাবে আবেদন করবেন?

WBCHSE HS Result 2024 Result Check Online

১) উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেমন Website 1 , Website 2, Website 3
২. যে কোনো একটিতে গিয়ে হোমপেজে “Higher Secondary Examination Result 2024” লিংকে ক্লিক করতে হবে।
৩. Enter Your Registration No বক্সে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং Enter Your Roll No এডমিট কার্ডের রোল নম্বর বসাতে হবে।

৪. Enter Date Of Birth এর বক্সে নিজের ডেট অফ বার্থ নির্বাচন করতে হবে।
৫. সবশেষে Submit বাটনে ক্লিক করে দিলেই রেজাল্ট লোড হয়ে যাবে স্ক্রিনে। Download বাটনে ক্লিক করে WBCHSE HS Result 2024 PDF ডাউনলোড করে নিতে পারেন।
Written by Nabadip Saha.

Tags,
hs result 2024, hs result 2024 time, hs result, hs result 2024 website, hs result 2024 date west bengal, hs result 2024 time west bengal, hs result website, hs result 2024 date, hs result time, উচ্চ মাধ্যমিক রেজাল্ট, উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024, উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪, উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট, উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখব, উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে 2024, উচ্চ মাধ্যমিক রেজাল্ট টাইম, উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক, উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার সময়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে? এখনই সবাই জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment