সরকারী রিপোর্ট অনুযায়ী লক্ষাধিক শিক্ষকের পদ খালি (WB Teachers Recruitment) পশ্চিমবঙ্গে, পরীক্ষা হচ্ছে কিন্তু ফল প্রকাশ হচ্ছেনা। অন্যদিকে স্কুল খোলার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এদ্দিন স্কুল বন্ধ থাকায় শিক্ষক না থাকলেও সমস্যা হয়নি, কিন্তু এবার স্কুল খোলায় বিপুল সংখ্যক শিক্ষক প্রয়োজন। তাই শিক্ষক নিয়োগের ফল দ্রুত প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিলেন খোদ কমিশনের চেয়ারম্যান। কোন ফল প্রকাশ হবে, রইলো বিস্তারিত বিবরণ।
সংবাদ সূত্রে জানা যাচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম এসএলএসটি এর প্রধান শিক্ষক নিয়ােগের পরীক্ষা হয় ১০ জানুয়ারি। ষষ্ঠ এসএলএসটি এর ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন শিক্ষক পদের জন্য ১৭ জানুয়ারি পরীক্ষা নেওয়া হয়েছিল। আর সেই ফল নিয়ে সদর্থক বার্তা পাওয়া গেল আজ, মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রধান শিক্ষক, কর্মশিক্ষা ও শারীর শিক্ষার শিক্ষক নিয়ােগের ফল খুব শীঘ্রই বের করা হবে। বৃহস্পতিবার এ কথা জানান পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান আইএএস গােলাম আলি আনসারি। এর আগে পুজোর মধ্যেই মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন পুজোর ছুটির পর ফল প্রকাশ হবে। (WB Teachers Recruitment)
সংবাদ সূত্রে জানা যাচ্ছে, প্রধান শিক্ষক নিয়ােগের ফল আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হতে পারে। দ্রুত মাদ্রাসা সার্ভিস কমিশনের অন্যান্য পরীক্ষাগুলির ফলাফলও বের হবে। কমিশনের চেয়ারম্যান আরও বলেন, প্রায় চার হাজার সহ শিক্ষক শূন্যপদ রয়েছে। সেই পদে নিয়ােগের প্রক্রিয়াও করা হচ্ছে। মাদ্রাসায় শিক্ষক নিয়ােগ প্রক্রিয়ারও সরলীকরণ করা হচ্ছে। শুন্যপদে দ্রুততার সহিত শিক্ষক নিয়ােগ শুরু করবে কমিশন। (WB Teachers Recruitment)
এদিকে মাদ্রাসাগুলির কাছ থেকে শিক্ষক অশিক্ষক কর্মীর সমস্ত শূণ্যপদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। কিন্তু এখনও বহু মাদ্রাসা কর্তৃপক্ষ শুণ্যপদের তালিকা কমিশনে পাঠায়নি। আবার বহু মাদ্রাসা রয়েছে, মোট শূণ্যপদের মধ্যে ৭০ শতাংশ পাঠাচ্ছে। সম্পূর্ণ শিক্ষক শূণ্যপদ তালিকা না পাওয়ায় বহু মাদ্রাসায় শূন্যপদ রয়েছে। আর সঠিক তথ্য না পাঠানোর ও অভিযোগ উঠছে।
অন্যদিকে প্রাথমিক টেট এর রেজাল্ট নিয়ে একটি খবর পাওয়া গেছে, তবে এই প্রতিবেদন প্রস্তুত করার আগে পর্যন্ত সম্পূর্ণ খবর এসে পৌঁছায়নি। এই ব্যাপারে আপডেট ক্রমশ প্রকাশ্য।
আরও পড়ুন স্কুল খুললেই শিক্ষক নিয়োগ হবে