দেশে যেখানে ভ্যাকসিনের হাহাকার, সেখানে ভ্যাকসিন ও ওষুধ বিদেশে পাচার হচ্ছে। করোনার ভ্যাকসিন ও রেমেডিসিভির বিদেশে পাচার করতে গিয়ে পুলিশের জালে আটকালো তিন যুবক। সংবাদ সূত্রে জানা যাচ্ছে ধৃতদের মনিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা ভ্যাকসিন ও ওষুধ আসল কিনা পরীক্ষা করা হচ্ছে। আর যদি আসল হয় তবে এই বিপুল সংখ্যক ভ্যাকসিন কোথায় পেলো সেটিও চিন্তার বিষয়। বর্তমানে ভ্যাকসিন বাজারে উপলব্ধ নয়, তদন্ত চলছে।