Remote Work – চাকরি, ঘর সামলানো ও পড়াশোনার পাশাপাশি উপরি রোজগার করার সুযোগ। সেরা ৬টি অনলাইনে ঘরে বসে পার্ট টাইম জব

আপনি কি বর্তমানে স্কুল, কলেজ না অন্য কোথাও পড়াশোনা করছেন? চাইছেন যে পড়াশোনার পাশাপাশি একটা কোন Remote Work, পার্টটাইম জব বা কাজ Work From Home বা Earn Money online হোক, যাতে মাস গেলে ভালো টাকা ইনকাম করা সম্ভব? তবে আপনার জন্যই আজকের প্রতিবেদন।

Top 6 Work from home Part Time Jobs and Remote work

এখন ইন্টারনেটের যুগ। সবার হাতে হাতে স্মার্টফোন। এ সময়ে দাঁড়িয়ে ঘরে বসে কোন পার্ট টাইম জব খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার নয়। কিন্তু কোথায় গিয়ে টা দেখতে হবে সেটা অনেকেই জানেন না। যার কারণে বড় সুযোগ থেকেও বঞ্চিত হতে হয় কখনো। আজকের প্রতিবেদনে আমরা এমন কিছু পার্ট-টাইম কাজের কথা বলবো যা পড়াশোনার ফাঁকে অবসর সময় করা যাবে, কাজগুলিতে খুব একটা চাপ নেই, কিন্তু মাসের শেষে মোটা টাকা ইনকাম হওয়ার সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদন।

direct download icon

Part Time Jobs Work from Home Jobs Without Investment

১. ইউটিউব (YouTube):
ইউটিউব বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন বিষয়ক ভিডিও তৈরি করে আপলোড করলে উপার্জন সম্ভব। আপনার যদি ভিডিও তৈরির প্রতি আগ্রহ থাকে, তাহলে আপনি শিক্ষামূলক, বিনোদনমূলক বা প্রযুক্তি সংক্রান্ত ভিডিও তৈরি করতে পারেন। তবে চ্যানেল মনিটাইজ করার জন্য প্রয়োজন ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম।

২. কন্টেন্ট রাইটিং ও ব্লগিং (Content Writing & Blogging):
বাংলা লেখায় আপনার যদি দক্ষতা থাকে এবং লেখালেখির প্রতি ভালোবাসা থাকে, তাহলে কন্টেন্ট রাইটিং (Content Writing) এবং ব্লগিং হতে পারে আপনার জন্য একটি আদর্শ পার্ট-টাইম কাজ। নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করে আপনি সেখানে নিয়মিত ব্লগ পোস্ট করতে পারেন। এছাড়াও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে লেখা পাঠিয়ে অর্থ উপার্জন করতে পারেন। কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াও স্মার্টফোন দিয়েই এই কাজ শুরু করা সম্ভব।

কন্টেন্ট রাইটিং এর কাজ করতে এখানে ক্লিক করুন।

৩. মেহ্নেদী আর্টিস্ট (Mehendi Artist):
মেয়েদের জন্য মেহ্নেদী আর্টিস্ট হিসেবে কাজ করা একটি লাভজনক পেশা হতে পারে। আপনি যদি মেহ্নেদী দিতে দক্ষ হন, তাহলে ফেসবুকে একটি পেজ (Facebook Page) খুলে আপনার কাজের নমুনা পোস্ট করতে পারেন। এই পেজের মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করে তাদের বাড়িতে গিয়ে মেহ্নেদী দিয়ে অর্থ উপার্জন করতে পারেন। ভালো সেবা প্রদানের জন্য অতিরিক্ত চার্জও নিতে পারেন।

আরও পড়ুন, Facebook Page এর ভিউ বাড়ানোর গোপন কৌশল, মাসে কমপক্ষে লাখ টাকা রোজগার।

৪. সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer):
সোশ্যাল মিডিয়ার যুগে ইনফ্লুয়েন্সার হিসেবে Remote Work কাজ করা খুবই লাভজনক। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটারের মতো প্ল্যাটফর্মে নিজেকে জনপ্রিয় করে তুলতে পারলে বিভিন্ন ব্র্যান্ড আপনাকে তাদের পণ্যের প্রচারের জন্য অফার দেবে। ব্র্যান্ড প্রমোশন করে আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন।

পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রীরা রোজগার করার দারুন সুযোগ, যে কেউ পারবে।

৫. অনলাইনে টিউশন পড়ানো (Online Tuition Teacher):
শিক্ষার্থীদের জন্য অনলাইনে টিউশন পড়ানো একটি উত্তম পার্ট-টাইম কাজ। আপনি যদি বিভিন্ন বিষয়ে দক্ষ হন এবং ভালোভাবে পড়াতে পারেন, তাহলে অনলাইনে ছাত্রছাত্রীদের কোচিং প্রদান করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার নোটস বিক্রি করেও উপার্জন করা সম্ভব। বর্তমানে অনেক শিক্ষার্থী অনলাইন কোচিং এর মাধ্যমে উপার্জন করছেন।

৬. ভিডিও এডিটিং (Video Editing):
ভিডিও এডিটিং একটি অত্যন্ত চাহিদাপূর্ণ কাজ। আপনি যদি ভিডিও এডিটিংয়ে দক্ষ হন, তাহলে বিভিন্ন ইউটিউবার বা কোম্পানির জন্য ভিডিও এডিট করে উপার্জন করতে পারেন। এছাড়াও আপনি নিজস্ব এডিটিং কোর্স চালু করে সেখান থেকেও অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, সরকারি প্রকল্পের মাধ্যমে পার্ট টাইম কাজ করার সুযোগ, আবেদন করতে ক্লিক করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment