দেশের সমস্ত ব্যাংক কে কড়া নির্দেশ দিলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। আপনার ব্যাংক একাউন্টে সঠিক নিয়ম মেনে (Banking Rules) টাকা জমা বা লেনদেন করছেন তো? নতুন করে টাকা জমার সঠিক নিয়ম না জানলে কিন্তু অযথা জরিমানা অথবা হয়রানি হতে পারে। এমনকি বাড়িতে আসতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (Income tax Department) এর তদন্তকারী অফিসার! কিন্তু কোন নিয়মে পরিবর্তন হয়েছে? কীভাবে টাকা জমা করলে তবে আপনি বাঁচতে পারবেন এই ক্ষতির মুখ থেকে? গোটা আর্থিক বছর (Financial Year) এ এই ভুল করেননি তো? জানার জন্য শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।
ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার নিয়ম
সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যথাযথ নিয়ম মেনে তবেই টাকা জমা করা উচিত। সারা বছরে আপনি যদি অগণিত টাকা জমা করেন তাহলে কিন্তু ক্ষতির মুখে পড়বেন আপনিই। এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট একেবারে খালি হয়ে যেতে পারে, আসতে পারে সরকারি ট্যাক্স নোটিশ। তবে এই সমস্ত আইনি ঝুট-ঝামেলা থেকে বাঁচার জন্য অবশ্যই জানতে হবে নিচে বলে দেওয়া পাঁচটি নিয়ম। এগুলি না জানলে দেউলিয়া হওয়া থেকে আপনাকে বাঁচাতে পারবে না কেউ।
সেভিংস একাউন্ট এ টাকা জমা করার নিয়ম
ব্যাংকে টাকা জমা (Deposit) করার নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেকেই এই বিশেষ নিয়ম (Banking Rule) গুলি সম্পর্কে একেবারেই অবগত নয়। এর ফলেই বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। এই নিয়ম গুলোর মধ্যে অন্যতম আপনার সেভিংস ব্যাংক একাউন্ট (Savings Bank Account) এ ঠিক কতটা পরিমাণ টাকা জমা করছেন সেটি। একটি সম্পূর্ণ আর্থিক বছরে (১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত) ঠিক কতটা পরিমাণ টাকা সেভিংস অ্যাকাউন্ট (Savings Account Banking Rules) এ জমা করা যায় জানেন কি?
এর উত্তর হল- ১০ লক্ষ টাকা। এর বেশি টাকা যদি এক বছরের মধ্যে আপনি কোন সেভিংস একাউন্টে জমা করেন, হলে কিন্তু সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (Income Tax Department) এর নোটিশ চলে আসবে আপনার বাড়িতে। এক বছরের ১০ লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ সেভিংস একাউন্টে জমা করলে ব্যাংকের তরফেই ট্যাক্স দপ্তরের সঙ্গে এই তথ্য শেয়ার করে নেওয়া হবে।
কারেন্ট একাউন্ট এ টাকা জমা করার নিয়ম
সেভিংস ব্যাংক একাউন্ট এর পরেই আসে কারেন্ট অ্যাকাউন্ট (Current Account) বা বিজনেস অ্যাকাউন্ট (Business Account). এই ক্ষেত্রে আবার অন্য নিয়মে টাকা জমা করতে। একটি কারেন্ট একাউন্টে টাকা জমা করার নিয়ম নরমাল সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশ কিছুটা বেশি রাখা হয়। এক্ষেত্রে যদি একটি আর্থিক বছরের মধ্যে আপনি ৫০ লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ (Cash) কারেন্ট একাউন্ট বা বিজনেস একাউন্টে জমা করেন, তাহলে সেটিও চলে আসবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে। এর ফলে আপনার বাড়িতে হানা দিতে পারে, ইনকাম ট্যাক্স দপ্তরের তদন্তকারীরা। এমনকি আপনার কাছে আসতে পারে আইনি নোটিশ।
আরও পড়ুন, ঘরে বসে প্রতিদিন ১৫০০ টাকা আয় করার ৫টি দুর্দান্ত ব্যবসার আইডিয়া
ব্যবসায়ীদের ক্ষেত্রে টাকা জমা করার নিয়ম
এবার আপনি যদি ব্যবসায়ী (Business Man) হয়ে থাকেন এবং আপনার ব্যবসার উন্নতির কারণে প্রচুর টাকা একটি ফাইনান্সিয়াল বছরে আপনার ব্যাংক একাউন্টে ক্রেডিট হয়, তাহলে অবশ্যই সমস্ত লেনদেনের রেকর্ড আপনার কাছে রাখতে হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোন তদন্ত হলে সেই রেকর্ড অবশ্যই তাদের কাছে জমা করতে হবে এবং দেখাতে হবে আপনার সম্পূর্ণ বছরের ক্যাশ ইনকাম এবং এক্সপেন্ডিচার।
সবচেয়ে সহজে ব্যাংক থেকে ১ লক্ষ টাকা পার্সোনাল লোন কিভাবে নেবেন?
ব্যাংক অ্যাকাউন্টে একেবারে জমা করার নিয়ম
যেকোনো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে একেবারে টাকা জমা করার সর্বোচ্চ কোন সীমা নির্ধারণ করা নেই। আপনি আপনার ইচ্ছা মতো যে কোন অঙ্কের টাকাই একটি ব্যাংক একাউন্টে জমা করতে পারেন। এক্ষেত্রে একসঙ্গে ২ লক্ষ কিংবা ৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। তবে এই ক্যাশ (Cash) জমার অংক যদি বড় হয় তাহলে অবশ্যই ইনকামের সোর্স (Income Source) আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে ভাগ করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি বড় অংকের টাকা একসাথে জমা করেন এবং আপনার আয় বা ইনকামের সোর্স যদি স্পষ্ট না হয়, তাহলেও আয়কর দপ্তরের নজরে আসতে পারেন আপনি।
বড় অংকের ক্যাশ জমা করার নিয়ম
আপনি যদি ২ লক্ষ বা তার বেশি অংকের নগদ টাকা একসাথে ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন, তাহলে প্যান কার্ড (PAN Card) জমা দেওয়া বাধ্যতামূলক। প্যান নম্বর (PAN Number) ছাড়া কোন ব্যাংকই ২ লক্ষ টাকা বা তার বেশি টাকা জমা নেবে না। এর পাশাপাশি এত অধিক পরিমাণ চাকা প্যান কার্ড ছাড়া জমা করার খেসারতও দিতে হতে পারে আপনাকে।
নিয়ম না জানলেই জরিমানা
রিজার্ভ ব্যাংকের এই সঠিক নিয়ম গুলি অনেক সময় এই অবহেলা করা হয় সাধারণ মানুষের দ্বারা। এর ফলেই Tax সংক্রান্ত এবং অন্যান্য বিষয়ের একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। তাই আপনি যদি নির্ধারিত সীমার চেয়ে বেশি ক্যাশ জমা করেন এবং তার সঠিক সোর্স ব্যাখ্যা করতে না পারেন, তাহলে Income Tax বিভাগের তরফে আপনার কাছে সরকারি নোটিশ চলে আসবে। এক্ষেত্রে মোটা অংকের জরিমানার পাশাপাশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।
উপসংহার
এই সমস্ত ব্যাংকের সমস্যা গুলো (Reserve Bank Banking Rules) থেকে বাঁচার জন্য যতটা সম্ভব ডিজিটাল পেমেন্ট সিস্টেম (DPS) ব্যবহার করুন এবং ক্যাশে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সমস্ত রেকর্ড নিজের কাছে রাখুন। কখনো কোন ভাবে বড় অংকের টাকা ব্যাংকে গিয়ে জমা করতে হলে অবশ্যই উপরে বলে দেওয়ার নিয়ম গুলি (Reserve Bank Rules on Bank Account) সব সময় মনে রেখে তবেই টাকা জমা করবেন।