আমরা বিনিয়োগ কেন করি? সঞ্চিত অর্থের ওপর বেশি পরিমাণ (Money Making Tips) লাভ উঠানোর জন্য, তাই তো? যে টাকা আমরা গচ্ছিত রাখছি সেই টাকা যদি বড়সড় রিটার্ন এর সঙ্গে আমাদের কাছে ফেরত না আসে তাহলে বিনিয়োগ করে লাভ কি! ব্যাংক বা পোস্ট অফিসে মানুষ বিনিয়োগ করতে বেশি চায়। কিন্তু এদের স্কিম গুলিতে আপনি তেমন লাভ দেখতে পাবেন না দিনের শেষে (SIP Investment).
SIP Mutual Fund Money Making Tips
তাই আপনারা যদি আর এভাবে ঠকতে না চান তবে আজ এখানে যে স্কিমের কথা বলব সে বিষয়ে জেনে নিন। এই স্কিমে ন্যূনতম ৫০০ টাকা থেকে বিনিয়োগ করা যায়। তাহলেই কয়েক বছরের মধ্যে রিটার্ন আসে ৫ লক্ষ টাকা। বেকার থেকে শুরু করে চাকরিজীবী, ঘরের বউ সকলেই এই বিনিয়োগ (Money Making Tips) করতে পারেন। দেখে নিন কি ভাবে বিনিয়োগ করবেন? কত বছরে কত রিটার্ন এখানে?
Systematic Investment Plan Money Making Tips
সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) হল মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) দ্বারা প্রস্তাবিত একটি পথ যেখানে একটি নিয়মিত ইন্টারভেল বা অন্তরে মিউচ্যুয়াল ফান্ড স্কিমে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে পারেন। SIP ভারতীয় মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ এটি বাজারের অস্থিতিশীলতা এবং বাজারের সময় সম্পর্কে উদ্বেগ ছাড়াই নিয়মনিষ্ঠভাবে বিনিয়োগ করতে সহায়তা করে।
SIP তে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়, যার কারণে এখানে বেশি রিটার্ন মিলে। দীর্ঘমেয়াদে বিনিয়োগে (Money Making Tips) আরো বেশি লাভ হয়। যার ফলে এক সঙ্গে অনেক টাকা আপনি রিটার্ন পান। দীর্ঘমেয়াদী গড় রিটার্ন এখানে ১২ শতাংশ হয়ে থাকে। আর এই পদ্ধতিতে আপনারা কিভাবে টাকা জমা করলে বেশি টাকা রিটার্ন পাবেন সেই সম্পর্কে জেনে নিন।
Money Making Tips Return In SIP Mutual Fund
এসআইপিতে বিভিন্ন মেয়াদী বিনিয়োগের উপর বিভিন্ন লাভ পাওয়া যায়। তবে যেমনটা উপরে বলা হয়েছে যত বেশি সময়ের জন্য আপনি টাকা রাখবেন তত আপনারই রিটার্ন বাড়বে। যদি নূন্যতম ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ (Investment Money Making Tips) শুরু করেন তবে, আপনারা কত টাকা রিটার্ন পাবেন সেই সম্পর্কে জেনে নিন।
Money Making Tips SIP Investment Calculator
১. ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করলে আপনার মূলধন হবে ৬০ হাজার টাকা।
২. শুধু সুদ হবে ৫৬,১৭০ টাকা অর্থাৎ আপনি মোট রিটার্ন পাবেন ১,১৬,১৭০ টাকা।
৩. যদি ১৫ বছর পর্যন্ত টাকা রাখেন তবে, মূলধনের পরিমাণ হবে ৯০,০০০ টাকা।
আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক। 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।
৪. সুদের পরিমাণ হবে ১,৬২,২৮৮ টাকা। মোট রিটার্ন পাচ্ছেন ২,৫২,২৮৮ টাকা।
৫. যদি ২০ বছরের জন্য টাকা জমা করেন, বিনিয়োগ করার অর্থের পরিমাণ হবে ১,২০,০০০ টাকা।
৬. সুদ পাবেন ৩,৭৯,৫৭৪ টাকা। মোট লাভ ফেরত পাবেন ৪,৯৯,৫৭৪ টাকা বা প্রায় 5 লক্ষ টাকা।Written by Nabadip Saha.
পোস্ট অফিসে একাউন্ট থাকলে 5500 টাকা পাবেন। নতুন স্কিম শুরু হল।