Share Market বা শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের জন্য আবারও সুখবর। আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আগ্রহী থাকেন তবে আপনার জন্য দুর্দান্ত সুযোগ রয়েছে। বর্তমানে দারুন লাভ দিচ্ছে একটি শেয়ার। যে কারণে এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। গত কয়েক বছরে সরাসরি ৮০০ শতাংশ রিটার্ন মিলেছে এই শেয়ার (800% Return In Share Market) থেকে। পরবর্তীকালে এই শেয়ারের দাম আরো বাড়বে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
Share Market Give 800% Return In This Company Share.
যে কেউ সেখানে বিনিয়োগ করলেই হয়ে যাবেন নিমেষে কোটিপতি। আপনি যদি নিজের বিনিয়োগের সম্পূর্ণ লাভ উঠাতে চান তবে আর দেরি না করে আজই জেনে নিন এই শেয়ারটি সম্পর্কে। এখনো অনেক মানুষই Share Market নিজেদের টাকা বিনিয়োগ করতে গিয়ে ৫ বার ভাবেন যে তাদের টাকা মার যাবে নাতো? কিন্তু সঠিক তথ্য জেনে বিনিয়োগ করলে এই সম্ভাবনা একেবারেই থাকে না বললেই চলে।
Lemon Tree Hotel Share
লেমন ট্রি হোটেলস ভারতের একটি গুরুত্বপূর্ণ হোটেল চেন। আপনি যদি সাধ্যের মধ্যে মিড স্পেস হোটেলের সন্ধান করেন তবে লেমন ট্রি দেশের মধ্যে সেরা। এর দেশজুড়ে ১০০ টিরও বেশি শাখায় 9700 টি রুম রয়েছে। দিনকে দিন মানুষের ভ্রমণের আগ্রহ বাড়ছে। সেইসঙ্গে অনেক নতুন নতুন জায়গাও আবিষ্কার হচ্ছে। তাই আগামী বছর গুলিতে লেমন ট্রি হোটেলস আরও বেশি আয় করতে পারবে বলে আন্দাজ বিশেষজ্ঞদের। সম্প্রতি লেমন ট্রি শেয়ার (Share Market) নিয়ে রব উঠেছে বাজারে। কারণ বিগত মাত্র কয়েক বছরেই দুর্দান্ত লাভ দিয়েছে এই শেয়ারটি।
৪ বছরে ৮০০ শতাংশ রিটার্ন
লেমন ট্রি হোটেলের শেয়ারটি বিগত চার বছরে মোট ৮০০ শতাংশ রিটার্ন দিয়েছে (Share Market) ২০২০ সালের ২২ মে এর একটি শেয়ারের দাম ১৬ টাকা দরে নেমে গিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত ক্রমশ উর্ধমুখী হয়ে চলেছে এর শেয়ারের দাম। ৬ মাস আগে এই কোম্পানির একটি শেয়ার (Company Share) এর দাম ছিল ৯১ টাকা। ছয় মাসের মধ্যে ৫২ শতাংশ বৃদ্ধি পায় এর দাম। গত ১ এক বছরে লেমন ট্রি হোটেলের শেয়ার থেকে রিটার্ন মিলেছে ৯০%।
এর ৫২ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি আয় ১৪৫ টাকা এবং সবচেয়ে কম আয় দাঁড়িয়েছে ৭২ টাকায় (Share Market). বর্তমানে এই কোম্পানির একটি শেয়ারের মূল্য ১৩৮ টাকা অর্থাৎ ২০২০ সাল থেকে আজ পর্যন্ত যদি দেখা যায় তবে মোট ৮০০ শতাংশ রিটার্ন মিলেছে এই শেয়ার থেকে। সে ক্ষেত্রে কোনো বিনিয়োগকারী (Share Market Investors) যদি সেই সময় বিনিয়োগ করে থাকেন, তিনি আজ 800 শতাংশ বেশি টাকা রিটার্ন পাবেন।
কেউ যদি ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তিনি আজ পাবেন ৯ লাখ টাকা। যেহেতু বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এই কোম্পানির আয় আরো বাড়বে, তাই শেয়ারের দামও বৃদ্ধি (Share Market) হবে এবং সেই সঙ্গে আরও বেশি টাকা রিটার্ন মিলবে বিনিয়োগ (Investment) করলে। তাহলে কি এবারে আপনারাও Share Market বিনিয়োগ করতে চলেছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান।
তবে মনে রাখবেন শেয়ার মার্কেটে বিনিয়োগ বাজারজাত ঝুকি সাপেক্ষ। তাই বিনিয়োগের আগে নিয়ম কানুন জেনে নেবেন।
Written by Nabadip Saha.
চাকরি না করেও প্রতিমাসে 5000 টাকা পেনশন পাবেন। আজই এইভাবে সঞ্চয় করুন।