SBI গ্রাহকদের লাস্ট ওয়ার্নিং দিলো স্টেট ব্যাংক। 29 ফেব্রুয়ারির আগে এই কাজ না করলে দায় নেবেনা ব্যাংক কতৃপক্ষ।

আমাদের সকলের কাছে ব্যাংক একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আর এই ব্যাংকে যদি SBI বা State Bank Of India হয় তাহলেত সকলে চোখ বুঝে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বিশ্বাস করে থাকে। এখানে টাকা পয়সা রেখে আমরা নিশ্চিন্তে থাকতে পারি। সে কারণেই বেশিরভাগ মানুষ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় স্টেট ব্যাংকেই (SBI) বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন।

SBI Locker Agreement 2024.

কিন্তু একটি বিষয় জানলে অবাক হবেন, ব্যাংকেও আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত না। এই ব্যাপারটি নিজেই জানিয়েছে স্বয়ং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (SBI). গ্রাহকদের উদ্দেশ্যে সম্প্রতি এক জরুরী নির্দেশিকা জারি করেছে এই ব্যাংক। যেখানে বলা হয়েছে, গ্রাহকদের টাকা পয়সা ও অন্যান্য সম্পত্তি বর্তমানে যথেষ্ট ঝুঁকিতে রয়েছে। যদি এই ঝুঁকি তারা এড়াতে চান তবে নির্দিষ্ট তারিখের মধ্যে এক প্রক্রিয়া করতে হবে ব্যাংকে গিয়ে।

না করলে কি হবে?

নয়তো এরপর ব্যাংক আর কোন দায়িত্ব নেবে না সেই সমস্ত সম্পত্তির। আপনারও কি SBI তে অ্যাকাউন্ট রয়েছে? বা তাতে টাকা পয়সা রয়েছে? তবে এখনই করুন এই কাজ। দেশের প্রতিটি Scheduled ব্যাংকে গ্রাহকদের গচ্ছিত সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য RBI অনেক আগেই বিশেষ এক লকার সিস্টেম চালু করার কথা বলেছিল। কি এই বিশেষ লকার, জেনে নেওয়া যাক।

রিজার্ভ ব্যাংকের নির্দেশ

RBI এর তথ্য অনুযায়ী, ব্যাংকের লকার বলতে যা বোঝায় এটিও তার মতই। কিন্তু আরও বেশি সুরক্ষিত। গ্রাহকদের টাকা, পয়সা, গয়না, দরকারি কাগজপত্র বা অন্যান্য যে কোন সম্পত্তি তারা এই লকারে জমা রাখতে পারবেন। এখানে রাখলে যে কোনো রকম বিপদ থেকে তা SBI Locker Agreement অনুযায়ী সুরক্ষিত থাকবে। অথবা যদি কোন কারণে সেই সমস্ত জিনিসের ক্ষতি হয়েও থাকে সেক্ষেত্রে ১০০ গুণ ক্ষতিপূরণ পাওয়া যাবে ব্যাংক এর তরফ থেকে।

তবে লকারের (SBI Locker) সুরক্ষা সুযোগ নিয়ে যাতে দুষ্কৃতীরা কোন বিপদজনক বস্তু তাতে জমা না রাখেন সে বিষয়টিও সুনিশ্চিত করবে সংশ্লিষ্ট ব্যাংক। গ্রাহকদের সুরক্ষার কথা চিন্তা করে আর বি আই গত বছরই এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সকলকে সতর্ক করে। যেখানে ৩০ শে জুন ২০২৩ তারিখের মধ্যে সমস্ত ব্যাংকের গ্রাহকদের লকার চুক্তিতে (Locker Agreement) সই করতে বলা হয়। কিন্তু অনেকেই তা করেননি।

জমা করার শেষ তারিখ

তারপর RBI রিজার্ভ ব্যাংকের তরফে সেই সময় সীমা বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর করা হয়। এরপরেও অনেকে বিষয়টিকে এড়িয়ে যান। সেই মতো শেষ সুযোগ দিয়ে সময় সীমা আরো তিন মাস বাড়িয়ে করা হয় ৩১শে ডিসেম্বর ২০২৩। কিন্তু RBI জানাচ্ছে এখনো বেশিরভাগ মানুষ এই লকার ব্যবহার করছেন না। এদিকে বারবার তারা সুযোগ দিতে নারাজ মানুষকে। তাই তারা স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে ব্যাংক গুলিতে গ্ৰাহকদের সম্পত্তি ঝুঁকির শিকার (SBI Locker).

SBI Personal Loan (স্টেট ব্যাংক পার্সোনাল লোন)

এটি এড়াতে চাইলে হয় এখনই সবাইকে লকার ব্যবহার শুরু করতে হবে। নয়তো নিজের সম্পত্তি নিয়ে বাড়ি চলে আসতে হবে। এখানে উল্লেখ্য, SBI Locker Agreement অনুযায়ী এই লকার ব্যবহার করতে হলে একটি নির্দিষ্ট চার্জ (SBI Locker Charges) দিতে হয় ব্যাংকের কাছে। যার কথা শুনেই বেশিরভাগ মানুষ পিছিয়ে যাচ্ছেন আরও। বিভিন্ন জায়গায় এই লকারের চার্জ বিভিন্ন রকম।

দেশের 40 কোটি জনগণকে টাকা দেবে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে আবেদন করুন।

SBI Locker Charges In different Cities

১. ছোটো লকারের জন্য ১,৫০০ টাকা + GST.
২. মাঝারি লকারের জন্য ৩,০০০ টাকা + GST.
৩. বড় লকারের জন্য ৬,০০০ টাকা + GST.
৪. ছোটো লকারের জন্য ২,০০০ টাকা + GST.
৫. মাঝারি লকারের জন্য ৪,০০০ টাকা + GST.
৬. বড়ো লকার ভাড়া ৮,০০০ টাকা + GST.
Written by Nabadip Saha.

ব্যাংক একাউন্টে এই 5 টি ভুল করলেই ইনকাম ট্যাক্স নোটিশ পাঠাচ্ছে। গ্রাহকরা সতর্ক হন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment