SBI Charges – আপনি কি SBI অ্যাকাউন্ট হোল্ডার?আপনারও কি টাকা কেটেছে? কেন কেটেছে? কি কারণ? জেনে নিন ।
SBI Charges- ভারতে বৃহত্তম ব্যাংকগুলোর মধ্যে SBI প্রথম স্থানাধিকারি। তবে কিছুদিন আগেই গ্রাহকেরা একটি মেসেজ ফোনে পেয়েছেন যে অ্যাকাউন্ট থেকে 147.50 টাকা কেটে নেওয়া হয়েছে। যার কারণ অনেকের কাছেই অজানা এখনও পর্যন্ত। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে দেখে নিন কী কারণে কেটে নেওয়া হয়েছে টাকা?
সাধারণ মানুষের জন্য ব্যাংক অনেক রকম সিদ্বান্ত নিয়ে থাকে। তবে এক্ষেত্রে ব্যাংকের পরিষেবার জন্য এই টাকাটি কাটা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI ATM, debit card, credit card এই পরিষেবা গুলির জন্য টাকাটি কেটেছে। বছরে বেশ কয়েকবার বিভিন্ন কারণে টাকা কেটে থাকে SBI. তবে এ ক্ষেত্রে টাকা টাকার জন্য ব্যাংক নিজের ওয়েবসাইটে বিস্তারিত ঘোষণা করেছেন। SBI Charges
প্রসঙ্গত, SBI গ্রাহকদের ৮টি ফ্রি (Free) ATM লেনদেন করার অনুমোদন দিয়ে থাকে। এই ৮টি লেনদেনের মধ্যে ৫টি ফ্রি লেনদেন SBI এর নিজের ATM থেকে এবং বাকি ৩টি লেনদেন অন্য ব্যাঙ্কের ATM লেনদেনের জন্য। তবে এগুলি দেশের মেট্রো সিটিগুলিতে লেনদেনের জন্য। মেট্রো সিটি ছাড়া দেশের অন্য শহরগুলিতে এই লেনদেনের সংখ্যা ১০টি। এর মধ্যে পাঁচটি SBI এর নিজস্ব ATM থেকে এবং আর পাঁচটি অন্যান্য ATM-গুলি থেকে। SBI Charges
ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে এই ব্যাপারে গ্রাহকদের জানানো হয়েছে এবং অকারণ চিন্তা করতে না করা হয়েছে। এই টাকা কাটা নিয়ে সম্প্রতি গ্রাহকদের মধ্যে আলোচনায় রয়েছে SBI Bank। এই ব্যাঙ্ক নিজেদের স্থায়ী আমানত ( Fixed Deposit) এর উপর সুদের হারের বৃদ্ধি করার ঘোষণা করেছে আবারও। SBI Charges
এছাড়া ও অনলাইনে IMPS লেনদেন পরিষেবা চার্জমুক্ত ৫ লাখ টাকা পর্যন্ত এমনটাও ঘোষণা করা হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। প্রবীণ নাগরিকদের জন্যও যে অতিরিক্ত বেসিস পয়েন্ট দিচ্ছে Fixed Deposit- এ সেই কথাও জানানো হয়েছে। এই 140.50 টাকা কাটা গ্রাহকদের খানিকটা চিন্তায় ফেললও সেই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে SBI Charges
পোষ্ট অফিসের মিনিমাম ব্যালান্স বেড়ে গেলো, এবার ফাইন লাগবে, ক্লিক করুন
আপনার কি মনে হয় এই ব্যাপারে। বিগত কয়েক বছর ধরে বার বার সুদের হার কমায় এমনিতেই গ্রাহকের অবস্থা নাজেহাল। আর এই পরিস্থিতিতে মিনিমাম ব্যালান্সের সীমা বাড়ানো এবং একাধিক চার্জ বৃদ্ধি করায় কার্যত গ্রাহকের উপর চাপ বাড়ছে। এই চার্জ বৃদ্ধি করা কি আপনি সমর্থন করেন? নিচে কমেন্ট করে জানাতে পারেন। SBI Charges