রেডমি আর রিয়েলমি এর বাজার ধরতে স্যামসং এর নতুন চমক

স্যামসাং কোম্পানি নিয়ে আসছে তাদের নতুন তাক লাগানো মোবাইল ফোন যেটি বহুদিন আগেই আসার কথা ছিল কিন্তু কিছু কারণের জন্য ফোনটি এখনি অবধি বাজারে আসেনি । তবে সূত্রের খবর আর বেশিদিন অপেক্ষা করাবে না স্যামসাং । ফোনটি 5g নেটওয়ার্কের ওপর বেস করেই তৈরি । সদ্য সামনে এসেছে ফোনটির স্পেশিফিকেশন । যেগুলি এবার আপনাদের সামনে একে একে তুলে ধরবো । প্রথমেই বলি ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি A52S । ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা তার সাথে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম যেটা নজর কেড়েছে সবার । এটি Android 11 সিস্টেমের দ্বারা পরিচালিত হবে বলেই এখনো অবধি জানা গেছে । ফোনটির দুইপ্রকার দাম ও সামনে এসেছে । 6gb+128gb ভেরিয়েন্টের দাম হবে ৩৫,৯৯৯ টাকা আর 8gb+128gb ভেরিয়েন্টের দাম হবে ৩৭,৪৯৯ টাকা ভারতীয় মূল্যে । ফোনটি তিনটি দারুন কালারে পাওয়া যাবে । Awesome Black , Awesome Violet আর Awesome White । খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ফোনটি ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment