PNB Recruitment – পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ। জরুরীভিত্তিতে কয়েক হাজার চাকরি।অনলাইনে আবেদন।

আপনি যদি একজন শিক্ষিত বেকার চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে তাদের জন্য PNB Recruitment বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরির এক সুবর্ণ সুযোগ এসে হাজির হয়েছে। এছাড়াও যারা বহুদিন ধরে বসে থাকেন কোন ভাল চাকরির আশায়, তাহলে আপনারাও আর দেরি না করে শীঘ্রই আবেদন করুন। সম্প্রতি কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank).

PNB Recruitment 2024.

এক্ষেত্রে কোন একটি বা দুটি জায়গা থেকে নয় সারা দেশের যে কোন প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলে আবেদন জানাতে পারবেন এখানে। এমনকি এখানে নিয়োগ পাওয়ার প্রত্যেক প্রার্থীকে তার নিজস্ব জেলাতেই পিএনবি এর শাখায় চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে (PNB Recruitment). তবে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই চাকরিতে আবেদন করার প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিষয়ে।

PNB Recruitment Some Details

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিজে এই নিয়োগ প্রক্রিয়া (PNB Recruitment 2024) পরিচালনা করবে। প্রতি বছরই পাঞ্জাব ব্যাংকের তরফ থেকে বিভিন্ন শূন্য পদে পূরণের জন্য পরীক্ষা নেওয়া হয়ে থাকে। এবারেও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে এর বিভিন্ন শাখায় কর্মী নিয়োগ করবে পাঞ্জাব ব্যাংক। এই মর্মে কিছু দিন আগেই একটি বিজ্ঞপ্তি (PNB Recruitment Notification) প্রকাশিত হয়েছে এর অফিসিয়াল ওয়েবসাইটে।

PNB Recruitment Vacancy And Post

ব্যাংক এর বিজ্ঞপ্তিতে (PNB Recruitment) বলা হয়েছে, এখানে একটি বা দুটি নয় এক সঙ্গে অনেক গুলি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া করা হবে। যেমন অফিসার (Credit), ম্যানেজার (Forex And Cyber Security), সিনিয়র ম্যানেজার ইত্যাদি। এখানে সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা হল ১০২৫ টি। যার মধ্যে অফিসার (ক্রেডিট) – ১০০০ , ম্যানেজার (ফরেক্স) – ১৫ ম্যানেজার (সাইবার সিকিউরিটি) – ৫, সিনিয়র ম্যানেজার (সাইবার সিকিউরিটি) – ৫ টি।

ওবিসি (OBC), এস সি (SC), এস টি (ST) প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। বিশদে জানতে বিজ্ঞপ্তি দেখুন (PNB Recruitment). এবার জেনে নেওয়া যাক এই চাকরির আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয়ে। আর আপনারা এই সকল নিয়োগ সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিয়ে তবেই আবেদন করুন, যাতে কোন ভুল না থাকে।

PNB Recruitment Age And Qualifications

  • কেবলমাত্র ভারত (India), নেপাল (Nepal) এবং ভুটান (Bhutan) এই সকল দেশের নাগরিক রাই এখানে আবেদনের যোগ্য।
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই চাকরির ক্ষেত্রে বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। অফিসার (ক্রেডিট) পদে আবেদনের জন্য একটি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে চার্টাড অ্যাকাউন্ট্যান্সি পাস করতে হবে।
  • ম্যানেজার (ফরেক্স) পদে আবেদন করতে হলে একজন প্রার্থীকে যে কোন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে PG বা ডিপ্লোমা (Diploma) পাস করতে হবে।
  • ম্যানেজার (সাইবার সিকিউরিটি) পদে আবেদনের জন্য একইভাবে কম্পিউটার সায়েন্স।
  • ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।
  • এর সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকাকেও আবশ্যক বলা হয়েছে।
  • উপরোক্ত পদে পূর্ব অভিজ্ঞতা থাকা সম্পন্ন ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।
  • একজন প্রার্থীকে অবশ্যই সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সের মধ্যে হতে হবে।
  • বয়স সীমা হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী।

PNB Recruitment Online Apply Process

  • সর্বপ্রথম পিএনবি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে www.pnbindia.in.
  • তারপর New Registration বাটনে ক্লিক করে নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাদের আর করার দরকার নেই।
  • প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • তারপর PNB Recruitment ট্যাবে গিয়ে এই নিয়োগের লিংকে ক্লিক করতে হবে।
  • স্ক্রিনে আসা আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।
  • তারপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
  • নির্দিষ্ট আবেদন মূল্য জমা করতে হবে Credit Card, Debit Card, UPI, Net Banking এর মাধ্যমে। আবেদন মূল্য হিসেবে GEN, EWS এবং OBC আবেদনকারীদের এককালীন ১১৮০ টাকা আবেদন ফি জমা করতে হবে। সংরক্ষিত আসনের আবেদনকারীদের আবেদন ফি ৫৯ টাকা।
  • সব শেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শেষ (PNB Recruitment).

PNB Recruitment Documents

  • এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার।
  • পরিচয় পত্রের এক কপি প্রমাণ যেমন Aadhaar Card, Voter ID Card, PAN Card, Passport ইত্যাদি।
  • বয়সের এক কপি ফরম্যাট যেমন Birth Certificate, Madhyamik Admit Card ইত্যাদি।
  • প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  • লেফট থাম্ব ইমপ্রেসন (Left Thumb Impression).
  • একটি হাতে লেখা সেলফ ডিক্লেরেশন।
  • আবেদনকারীর কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে তার প্রমাণ।

PNB Recruitment Process

প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপর হবে একটি ইন্টারভিউ ও অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন। প্রিলিমিনারি পরীক্ষা অনলাইনে কম্পিউটার মাধ্যমে হবে। পরীক্ষার মোট নম্বর, সিলেবাস, সময় ও অন্যান্য বিবরণ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। প্রিলিমিনারিতে নির্দিষ্ট কাট অফ নম্বর পাওয়া প্রার্থীরা যাবেন ফাইনাল অর্থাৎ ইন্টারভিউ পর্যায়ে। দুটি রাউন্ড মিলিয়ে যারা কোয়ালিফাই করবেন তাদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র (PNB Recruitment Joil Letter).

Online Part Time Jobs (অনলাইন পার্ট টাইম জবস)

PNB Recruitment Salary

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) এই চাকরির ক্ষেত্রে নিয়োগের পর প্রত্যেক কর্মীকে মাসিক ৩৬,০০০ টাকা থেকে বেতন প্রদান করা শুরু হবে। পরে এই বেতন বেড়ে (Salary Hike) ৬৩৮৪০ টাকা পর্যন্ত হবে। এছাড়াও থাকছে প্রভিডেন্ট ফান্ড (Provident Fund), ইন্সেন্টিভ (Incentive), ইএসআই (ESI) ইত্যাদি সুবিধা।

বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।

PNB Recruitment Apply Last Date

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সংস্থার তরফে জানানো হয়েছে এই প্রক্রিয়া চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। তাই দেরি না করে আগে থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন। এই চাকরি সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। এই ধরণের আরও চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।
Written by Nabadip Saha.

প্রতিমাসে 3000 টাকা দেবে মোদী সরকার। এই কার্ড বানালেই। বাজেটের পর দারুণ সুখবর।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment