ভোটের আগে বিরাট চমক কেন্দ্রের। অবাক করে দেওয়া হল সকল দেশবাসীকে। হঠাৎই PMAY Scheme এর মাধ্যমে সকলের একাউন্টে ঢুকছে ১.৩০ লক্ষ টাকা। যেমনটা শোনা যাচ্ছে আজ থেকেই এই টাকা পাচ্ছেন সকলে। নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, কেন দেয়া হচ্ছে এই টাকা? আর যদি দেওয়া হয়, আপনিও কি পেতে পারেন? চলুন আর কথা না বাড়িয়ে এই প্রশ্ন গুলির উত্তর সরাসরি জেনে নেব (Pradhan Mantri Awas Yojana 2024).
PMAY Scheme Instant Online Apply.
ভোটের কিছু কর্মসূচি নিয়ে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi). গত ২ মার্চ কৃষ্ণনগরের একটি সভা থেকে তিনি এই টাকা দেওয়া নিয়ে কথা বলেছেন। আসলে এটি হল পিএম আবাস যোজনার টাকা। যারা ইতিমধ্যেই এই PMAY Scheme জন্য আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন কেন্দ্র আবাস যোজনা (PMAY Scheme) টাকা রিলিজ করে দিয়েছে। কিন্তু রাজ্য সরকার তা দিতে দেরি করছে মানুষকে। তবে প্রধানমন্ত্রী এও আশ্বাস দিয়েছিলেন যারা ফর্ম ফিলাপ করেছেন অবশ্যই টাকা পাবেন। সঙ্গে সঙ্গে না হলেও দুদিন পর ঠিকই টাকা ঢুকবে। আর প্রধানমন্ত্রীর কথা মতই শুরু হলো এর টাকা ঢোকা। আপনিও কি পাচ্ছেন জেনে নিন এইভাবে।
PMAY Scheme 2024
কেন্দ্রীয় সরকারের প্রথম সারির প্রকল্প গুলির মধ্যে উল্লেখযোগ্য একটি হল পিএম আবাস যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ২০১৫ সালে এই প্রকল্প চালু করেন। অসহায় বাস্তহীনদের মাথার ওপর পাকা ছাদ গড়ে দেওয়া এই PMAY Scheme প্রধান উদ্দেশ্য। এখনো পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষ এই যোজনার (PM Awas Yojana) সুবিধা পেয়েছেন। আরো ৪০ কোটি জনগণকে এবারে টাকা দেওয়া হবে বলে জানালো কেন্দ্র।
PMAY Scheme Payment Status Check
এই প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারদের মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেয়া হয়। যার মধ্যে ৬০ হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে। তারপর বাড়িতে নিয়ে কাজ আর কতটা বাকি সেই দেখে আরো ৫০ হাজার টাকা দেওয়া হবে। এবং সর্বশেষ কিস্তির (PMAY Scheme Installment) মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি ১০ হাজার টাকা দেওয়া হবে।
Who Will Get PMAY Scheme Money
১. ভারতের স্থায়ী বাসিন্দা।
২. দারিদ্র সীমার নিচে বসবাসকারী।
৩. পরিবারের কোন সদস্য যদি সরকারি চাকরি করে না অথবা অন্য কোথাও পাকা বাড়ি নেই।
৪. অন্য কোন সরকারি ভাতা বা প্রকল্পের টাকা পাননা, এমন ব্যক্তিরাই এখানে আবেদন করতে পারবেন না।
PMAY Scheme Apply Process
আবাস যোজনার আবেদনের জন্য প্রথমে যেতে হবে নিজের এলাকার ব্লক অফিস, পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি অফিসে। সেখানে প্রকল্পের ফর্ম নিয়ে ফিলাপ করতে হবে। এরপর জমা করতে হবে নিম্নলিখিত ডকুমেন্ট গুলি। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ফোনে এসএমএস দিয়ে দেওয়া হবে।
PMAY Scheme Apply Documents
১. দু কপি পাসপোর্ট ফটো
২. আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter ID Card).
৩. রেশন কার্ড (Ration Card).
৪. ব্যাংক একাউন্টের তথ্য
৪. আবেদনকারী ব্যক্তির নিজস্ব বা পরিবারের কোন সদস্যের জব কার্ড।
টাকা পাবেন প্রতিমাসে। মহিলাদের জন্য ভোটের আগে নতুন প্রকল্প। কিভাবে এই আবেদন করবেন?
PMAY Scheme Online Payment Status Check
১. www.pmayg.nic.in ওয়েবসাইট ভিজিট করুন।
২. Awassoft লিংকে গিয়ে Report অপশনে ক্লিক করুন।
৩. Beneficiary details for verification লিংকটি ক্লিক করে ওপেন করুন।
৪. রাজ্য, ব্লক, জেলা এবং নিজের এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভার নাম নির্বাচন করুন।
৫. Submit বাটনে ক্লিক করুন। যদি টাকা ঢুকে গিয়ে থাকে তখন ‘Transaction Completed’ লেখাটি দেখাবে।
Written by Nabadip Saha.
জনপ্রিয় দুই ব্যাংক মিলিয়ে দিলো RBI. গ্রাহকদের টাকার কি হবে? আবার লাইনে দাঁড়াতে হবে?
Thanks you so much