দেশের দরিদ্র পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়ালেন এবার খোদ প্রধানমন্ত্রী (PM Scholarship 2024). মেধাবী ছাত্র ছাত্রীদের যাতে টাকার অভাবে পড়াশোনা বন্ধ না হয়, সেই জন্য একাধিক স্কলারশিপ (Scholarship) ও স্টুডেন্ট স্কিম ইতিমধ্যেই চালু করা হয়েছে। এবার শুরু করা হলো আরো একটি নতুন স্কলারশিপ। স্কুল থেকে কলেজ পর্যন্ত যে কোনো বিভাগে অধ্যায়নরত ছেলে মেয়েরা এই স্কলারশিপ পাবে।
PM Scholarship 2024 Online Apply.
প্রতিমাসে ৩০০০ টাকা করে পড়াশোনার বাবদ খরচ দেবে তাদের কেন্দ্রীয় সরকার (Government Of India). আমাদের দেশে প্রাচীনকাল থেকেই মহর্ষিরা শিক্ষাকেই দেশের ও দশের ভবিষ্যৎ হিসাবে জানিয়েছেন। আর এই জন্য স্বাধীনতার পর থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে নানা ধরণের স্কলারশিপ (PM Scholarship) নিয়ে আসা হয়েছে। কি কি যোগ্যতা থাকলে পাওয়া যাবে? কিভাবে আবেদন করবেন? সব কিছু বিস্তারিতভাবে পড়ে জেনে নিন।
What Is PM Scholarship
PM Scholarship বা প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্প মারফত ছাত্র ছাত্রীরা আর্থিক সুবিধা পাবে এক্ষেত্রে। দেশের দরিদ্র মেধাবী পড়ুয়াদের আর্থিকভাবে পড়াশোনা সাহায্য করার জন্য চালু করা স্কলারশিপ স্কুলের মধ্যে এটি অন্যতম বলা যেতে পারে। প্রতি বছরই এই স্কলারশিপ দেয় কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্ট। এর প্রধান উদ্দেশ্য হল যে সমস্ত প্রাক্তন সেনা কর্মী, প্রাক্তন কোস্ট গার্ড কর্মী, পুলিশ কর্মী এবং রেল কর্মীদের।
মূলত জঙ্গি ও নকশাল হামলায় শহীদ হতে হয়েছে, তাদের সন্তান এবং বিধবা স্ত্রীদের মাসিক ভাতা প্রদান করা। ব্যক্তির নিজস্ব ছেলে অথবা মেয়ে যদি বর্তমানে কোন উচ্চ শিক্ষা কোর্স করে থাকেন তবে তিনি PM Scholarship পাবেন। ভর্তির টাকা থেকে শুরু করে টিউশন খরচ, বই পত্রের খরচ, পড়াশোনার অন্যান্য যাবতীয় খরচ দেওয়া হবে। PM Scholarship সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
How Much Money You Will Get On PM Scholarship
১. প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পের মাধ্যমে পুরুষ ও মহিলাকে আলাদাভাবে নির্বাচন করা হয় স্কলারশিপ দেওয়ার জন্য। পুরুষদের মধ্যে প্রতি বছর বাছা হয় ২৭৫০ জন এবং মহিলাদের মধ্যে ২৭৫০ জন। মোট ৫৫০০ জন প্রার্থী প্রতি বছর এই স্কলারশিপ পায় কেন্দ্রের তরফ থেকে।
২. পুরুষ প্রার্থীদের এখানে দেওয়া হয় প্রতি মাসে ২৫০০ টাকা এবং মহিলা প্রার্থীদের ৩০০০ টাকা।
৩. অর্থাৎ পুরুষ প্রার্থীরা বছরে ৩০০০০ এবং মহিলা প্রার্থীরা প্রতি মাসে ৩৬০০০ টাকা বৃত্তি পায় (PM Scholarship).
PM Scholarship Apply Qualification
১. আসাম রাইফেলস, আরপিএফ এবং আরপিএসএফ এর সেই সমস্ত পুলিশ কর্মীরা সন্ত্রাসবাদী বা নকশাল হামলায় বা তাদের চাকরির সময় মারা গেছেন অথবা প্রতিবন্ধী হয়েছেন, তাদের ছেলে মেয়ে অথবা বিধবাদের এই ভাতা দেওয়া হবে।
২. আবেদনকারীকে অবশ্যই AICTE অথবা UGC দ্বারা স্বীকৃত যে কোনো কলেজ, প্রতিষ্ঠানে কোর্স করে থাকতে হবে।
৩. নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ থেকে এই PM Scholarship দেওয়া হয়।
৪. সেক্ষেত্রে ১০+২ প্যাটার্নে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সমেত উত্তীর্ণ হতে হবে।
৫. কেবল রেগুলার কোর্সে পাঠরত ছাত্র ছাত্রীরা এর সুবিধা পাবে।
৬.উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে পড়ুয়ারা ডিসটেন্স বা অনলাইন মাধ্যমে পড়াশোনা করছে, তাদের এই স্কলারশিপ (PM Scholarship) দেওয়া হবে না।
৪. যে এই স্কলারশিপ এর জন্য আবেদন করবে, তার বর্তমানে অন্য কোন সরকারি স্কলারশিপ (Government Scholarship) পাওয়া চলবে না।
PM Scholarship Apply Process
১. আবেদনের জন্য প্রথমেই চলে যেতে হবে প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.ksb.gov.in.
২. New Registration বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩.রেজিস্ট্রেশন ফর্মে নিজের নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড লিখতে হবে। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাদের আর করতে হবে না।
৪. নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড এন্টার করে Log In বাটানে চাপ দিতে হবে।
৪. এরপর Apply Now বাটনে ক্লিক করে আবেদনের পেইজটিতে আসতে হবে।
৫. স্ক্রিনে আবেদনপত্র লোড হবে। ব্যক্তিগত, শিক্ষাগত, এবং বাসস্থান গত সব তথ্য গুলি সঠিকভাবে দেখে শুনে আবেদনপত্রে লিখতে হবে।
৬. Next এ ক্লিক করে পরের পেজে এসে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
৭. সব প্রক্রিয়া শেষ হবার পর Submit বাটান ক্লিক করলে আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
PM Scholarship Apply Documents
১. পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার।
২. যে কোনো ধরনের ফটো আইডেন্টিটি প্রুফ যেমন – Aadhaar Card, Voter ID Card, PAN Card, Driving License ইত্যাদি।
৩. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট (Madhyamik Admit Card), আধার কার্ড (Aadhaar Card), বার্থ সার্টিফিকেট (Birth Certificate).
৪. দ্বাদশ শ্রেণী পাসের সার্টিফিকেট ও মার্কশিট।
৫. বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের বোনাফাইড সার্টিফিকেট।
৬. ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
৭. আবেদনকারীর পিতা কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন তার প্রমান (PM Scholarship).
Written by Nabadip Saha.
কাজের ফাঁকে প্রতিদিন 1000 টাকা উপরি আয় করুন। কিভাবে করবেন জেনে নিন।
Nice scholarship