PM Kisan Yojana – ভোটের আগে কৃষকদের টাকা দিচ্ছে সরকার। যারা টাকা পাননি, এই কাজ এক্ষুনি করুন।

কৃষকরাই দেশের অন্নদাতা। তাই তাদের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকার শুরু করেছিল PM Kisan Yojana বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি। এখনো পর্যন্ত মোট 15 তম কিস্তির টাকা পেয়েছেন এই প্রকল্পের নথিভুক্ত কৃষকরা। কথা ছিল আসন্ন ২৪ এর লোকসভা ভোটের আগে 16 তম কিস্তির টাকা ঢুকবে সকল কৃষকবন্ধুদের (Krishak Bandhu) একাউন্টে। এমনকি এও বলা হয়েছিল যে এ বছর নাকি একটি কিস্তি বাড়তে পারে তাদের অর্থাৎ মিলবে আরো ২০০০ টাকা।

PM Kisan Yojana 16th Installment Payment Update.

যদিও কেন্দ্রীয় সরকার তার কথা রেখেছে। ইতিমধ্যেই অনেকের হাতে পৌঁছে গিয়েছে বছরের PM Kisan Yojana কিস্তির ২০০০ টাকা। কিন্তু এই মুহূর্তে অনেক কৃষক জানাচ্ছেন যে তারা নাকি এবারে প্রকল্পের টাকা পাচ্ছেন না। লিস্টে নাম আছে অথচ একাউন্টে চলতি কিস্তির টাকা পানি তারা। এই নিয়ে কেন্দ্রের কাছে অভিযোগও জানানো হয়েছে। কাদের কাদের বঞ্চিত করছে সরকার? কেনই বা ঢুকছে না তাদের টাকা? জেনে নিন সবিস্তারে।

PM Kisan Yojana 2024

২০১৮ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেন PM Kisan Yojana বা কিষান যোজনা। আর তারপর থেকে চরমভাবে জনপ্রিয় হয়ে ওঠে এই স্কিমটি। এর মাধ্যমে কৃষকদের চাষের ক্ষেত্রে আর্থিক সাপোর্ট প্রদান করে কেন্দ্র। এখানে আগে মোট ৬০০০ টাকা ভাতা প্রদান করা হত আগে দেশের কৃষকদের। এই টাকা বছরে ৩ টি কিস্তিতে মেটানো হত। প্রতি কিস্তি (PM Kisan Yojana Installment) মারফত ২০০০ টাকা করে।

তবে গত নভেম্বরে মোদী সরকার (Modi Government) সিদ্ধান্ত নিয়েছিল আরেকটি কিস্তি বাড়ানোর, যেখানে প্রধানমন্ত্রী কিষান যোজনায় আরো ২০০০ টাকা অতিরিক্ত পাবেন কৃষকরা। ফলে ৬০০০ এর বদলে মোট ৮০০০ পাওয়া যাবে। এবছর ভোটের আগে থেকেই তা চালু হবে বলে কথা ছিল। কিন্তু বেশি টাকা পাওয়া তো দূরে থাক, প্রথম কিস্তির টাকা ঢুকলোই না অনেকের একাউন্টে। বর্তমানে মোট ১২ কোটি কৃষক দেশের মধ্যে এই PM Kisan Yojana সুবিধাভোগী। তাদের মধ্যেই অনেকের এই সমস্যা হচ্ছে।

When You Get PM Kisan Yojana Money?

পিএম কিষান যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকে প্রতি বছর এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তিটি সরকার দেয় আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস নাগাদ। আর তৃতীয় কিস্তিতে টাকা পাওয়া যায় ডিসেম্বর থেকে পরের বছর মার্চ মাসের মধ্যে। এর আগে দ্বিতীয় কিস্তিটি (১৫ তম) সরকার দিয়েছে ২০২৩ সালের নভেম্বরে। এবার তৃতীয় কিস্তিরই টাকা পাচ্ছেন কৃষকরা। যেটি হল ১৬ তম কিস্তি (PM Kisan Yojana 16Th Installment).

Who Will Get PM Kisan Yojana Money Now?

১. PM কিষান যোজনার আওতায় সুবিধা পেতে গেলে সর্বপ্রথম eKYC সম্পন্ন করতে হবে।
২. না হলে কিন্তু টাকা ঢুকবে না। PM Kisan পোর্টালে OTP ভিত্তিক eKYC উপলব্ধ রয়েছে।
৩. এছাড়া, বায়োমেট্রিক ভিত্তিক eKYC এর জন্য, নিকটতম CSC কেন্দ্র গুলিতে যোগাযোগ করা যেতে পারে৷
৪. eKYC নিজের মোবাইল থেকে বাড়িতে বসেও করে নিতে পারেন।

৫. এজন্য প্লে স্টোর থেকে PM Kisan Yojana অ্যাপটি ডাউনলোড করে ফেস রিকগনেশন এর মাধ্যমে কাজটি করতে হবে।
৬. কিষান যোজনার টাকা পেতে হলে ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা আবশ্যক। যাদের এখনো একাউন্টে আধার সংযুক্ত নেই তাদেরকে টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্র।
৭. যাদের আধার লিঙ্ক করা আছে তাদের অবশ্যই DBT প্রকল্প বা একাউন্টে সরাসরি টাকা ঢোকার প্রক্রিয়া চালু বা একাউন্টে সক্রিয় থাকতে হবে।

Agriculture Subsidy (কৃষি ভর্তুকি)

PM Kisan Yojana Payment Status Check

১. প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
২. এর পর হোম পেজে Farmers Corner অপশনে ক্লিক করুন।
৩. তারপর Beneficiary Status অপশনে ক্লিক করুন। এখানে আপনি রাজ্য, জেলা, উপ জেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করতে পারেন।

1500 টাকা পাবেন প্রতিমাসে। মহিলাদের জন্য ভোটের আগে নতুন প্রকল্প। কিভাবে এই আবেদন করবেন?

৪. এরপরে স্ট্যাটাস জানতে আপনাকে Get Report বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন আপনার একাউন্টে টাকা ঢুকেছে কিনা। যে কোনও ধরনের সাহায্যের জন্য সুবিধাভোগীরা PM Kisan Yojana হেল্পলাইন নম্বর 155261/ 011- 24300606 ডায়াল করতে পারেন।
বিভিন্ন সরকারী প্রকল্প সম্মন্ধে জানতে নিচের লিংক এ ক্লিক করুন।
Written by Nabadip Saha.

ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। কিভাবে অনলাইনে আবেদন করবেন?
স্টেট ব্যাংকে একাউন্ট থাকলেই পেতে পারেন 5 লাখ টাকা।
ভোটের মুখে 1 লক্ষ 30 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গবাসী কিভাবে আবেদন করবেন?
পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের একাউন্টে টাকা দিচ্ছে রাজ্য সরকার। অনলাইনে এইভাবে আবেদন করুন।

রেশন কার্ড গ্রাহকদের মুখে হাসি ফুটল। ডবল রেশন। সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment