একদিকে পুরোদমে ভোট চলছে। তার মাঝেই কৃষকদের কিষান যোজনা তথা PM Kisan Yojana নিয়ে মিললো দারুন সুসংবাদ। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে কিষান সম্মান নিধির ১৬ টি কিস্তির টাকা সরাসরি একাউন্টে পেয়েছেন দেশের কোটি কোটি কৃষকবন্ধুরা। এবার ১৭ তম কিস্তি কবে ঢুকছে, সেই কথাও জানিয়ে দিল কেন্দ্র। মে মাসেই আবার একাউন্টে টাকা লাভ করতে পারেন কৃষকরা (Farmers). ভোটের মধ্যেই Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana তথা কিষান যোজনার ১৭ তম কিস্তির টাকা পাশ হওয়ার আভাস মিলেছে।
PM Kisan Yojana 2024 17th Installment date.
আপনি যদি একজন কৃষক হন এবং এই PM Kisan প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে আপনারও লক্ষ্মী লাভ হতে চলেছে খুব শীঘ্রই। আর এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে দেশের কোটি কোটি কৃষকবন্ধুদের খুবই সুবিধা হয়েছে এবং ভবিষ্যতেও হতে চলেছে। আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে সরকার। কিন্তু তার আগে করতে হবে এই কাজ। না হলে তালিকা থেকে আপনাকে বাতিল করে দিতে পারে সরকার।
PM Kisan Samman Nidhi Yojana 2024
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) হল কেন্দ্রীয় সরকারের জনমুখী যোজনা গুলির মধ্যে একটি। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ২০১৮ সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন। কৃষকরাই দেশের অন্নদাতা। তাই তাদেরকে চাষবাস তথা ব্যক্তিগত জীবনেও আর্থিক ভাবে সাপোর্ট দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী।
এই প্রধানমন্ত্রী কিষান যোজনা তথা PM Kisan Yojana প্রকল্পে মোট ৬ হাজার টাকা বছরে তিনটি কিস্তির মাধ্যমে মেটানো হয় কৃষকদের। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে এই প্রকল্পে পাওয়া যায়। এবং এই টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি ঢোকে। কথা রয়েছে এই বছর থেকে আরও একটি কিস্তি (PM Kisan Installment) বাড়বে। যার ফলে আরও ২০০০ টাকা সমেত মোট ৮ হাজার টাকা লাভ হবে এবার কৃষকদের। বর্তমানে মোট ১২ কোটি কৃষক পিএম কিষান যোজনার সুবিধাভোগী। আর এই কিস্তির টাকা যারা পাবেন বলে মনে করছেন, তারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন।
PM Kisan Yojana 17th Installment Payment
প্রসঙ্গত এবছর ২৮ শে ফেব্রুয়ারি তৃতীয় কিস্তির টাকাটি ঢুকেছে কৃষকদের একাউন্টে। আর এপ্রিল ও মে মাসে যে টাকা ঢুকেছে, সেটি হলো কিষান যোজনার ১৬ তম কিস্তির টাকা। এই কিস্তিতে এখনও পর্যন্ত মোট ৯ লক্ষ কৃষকের একাউন্টে ২১ হাজার কোটি টাকা ট্রান্সফার করেছে কেন্দ্র সরকার। এর আগে বাকি দুটি কিস্তি দেওয়া হয়েছে গত বছর নভেম্বর মাসে যেটি ছিল ১৫ তম এবং তারা আগেরটি দেওয়া হয়েছে জুলাই মাসে যেটা ছিল ১৪ তম কিস্তি। এবার ১৭ তম কিস্তি ঢোকার পালা। এই মাসেই আরো কোটি কোটি কৃষকের একাউন্টে ঢুকতে পারে সেই টাকা।
Do this things to get PM Kisan Yojana money
১. মনে রাখতে হবে কিষাণ যোজনার টাকা পেতে হলে ই-কেওয়াইসি (PM Kisan E-KYC) বাধ্যতামূলক।
২. যে কৃষকরা রেজিস্ট্রেশন করিয়েছেন কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন করাননি তারা টাকা পাবেন না।
৩. PM Kisan পোর্টালে OTP ভিত্তিক eKYC উপলব্ধ রয়েছে।
৪. এছাড়া, বায়োমেট্রিক ভিত্তিক eKYC এর জন্য, নিকটতম CSC কেন্দ্র গুলিতে যোগাযোগ করা যেতে পারে৷
আরও পড়ুন, 5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?
৫. এছাড়াও Google Play Store থেকে e-KYC অ্যাপ ডাউনলোড করেও আপনি ঘরে বসে কেওয়াইসি সম্পন্ন করতে পারেন।
৬. যে ব্যাংক একাউন্ট দিয়ে আবেদন করেছেন তাতে আবেদনকারী কৃষকদের অবশ্যই আধার কার্ড লিংক (Aadhaar Link) করা থাকতে হবে।
৭. যাদের একাউন্টে আধার লিঙ্ক করা আছে তাদের অবশ্যই DBT বা Direct Benefits Transfer প্রকল্পে নাম থাকতে হবে।
এই বিষয়ে আপনাদের কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। বিভিন্ন প্রকল্পের নিয়মিত আপডেট পেতে EK24 News ফলো করুন। নিচে আরও কয়েকটি প্রকল্পের খবর রয়েছে। ক্লিক করে খবর গুলো পড়তে পারেন।
Written by Nabadip Saha.
আবাস যোজনার বকেয়া টাকা কবে একাউন্টে ঢুকবে? টাকা পাওয়ার জন্য কি করবেন?
পশ্চিমবঙ্গে এই প্রকল্পে আবেদন করলেই পাবেন ৫০০০ টাকা।
লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন? না পেলে কি করবেন, জেনে নিন।
টাকার দরকার হলেই আধার কার্ড জমা দিলেই সরকার টাকা দেবে। বিস্তারিত দেখুন।
ব্যবসার জন্য টাকার দরকার হলে, কেন্দ্রের এই প্রকল্পে আবেদন করুন।
10 হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। এই নতুন প্রকল্পে আবেদন করলেই।