PM Awas Yojana – আজ থকেই একাউন্টে ঢুকবে 1.30 লাখ টাকা। কারা পাবেন? অনলাইনে নামের তালিকা চেক করুন

বাঁচতে গেলে আমাদের সকলেরই মাথার উপর ছাদের দরকার। আর এই জন্যই PM Awas Yojana বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প ২৫ শে জুন ২০১৫ সালে শুরু করেছিলেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi). আমাদের দেশে এখনো পর্যন্ত এমন অনেক হত দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের জন্য ঘর তৈরি করার সামর্থ্য নেই। সেই সকল মানুষেরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পের মাধ্যমে নিজেদের জন্য পাকা বাসস্থানের স্বপ্ন পূরণ করতে পারবেন।

Advertisement

PM Awas Yojana Online Status Check.

এখনো পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষ PM Awas Yojana টাকা পেয়ে নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছেন। আবার ৭০ কোটি দেশবাসীকে এর সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। আরো বেশি টাকা দেওয়া হবে এবারে। ভোটের আগেই কেন্দ্র জানিয়েছিল যে অনেককেই আবাস যোজনা টাকা দিয়ে দেওয়া হয়েছে। বাকিদেরও খুব শীঘ্রই দেয়া শুরু হবে। যেমন কথা তেমন কাজ। শুরু হল একাউন্টে টাকা ঢোকা অনেকের। তালিকায় আপনি আছেন কিনা জানবেন কিভাবে?

Advertisement

PM Awas Yojana Important Details

কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্প গুলির মধ্যে PM Awas Yojana 2024 নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাস্তহীনদের মাথার ওপর পাকা ছাদ নির্মাণ করে দেওয়া। এই যোজনার (Central Government Scheme) সুবিধা দেওয়ার দায়িত্ব রাজ্যভিত্তিকভাবে বিভিন্ন রাজ্যের সরকারের ওপর দেওয়া হয়েছে। তাদের তরফে আবেদনকারীদের যোগ্যতা বিচার করে প্রকল্পের টাকা দেওয়া হয় একাউন্টে।

How Much Money You Will Get In PM Awas Yojana

এই প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারদের মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেয়া হয়। যার মধ্যে ৬০ হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে। তারপর বাড়ি তৈরির কাজ আর কতটা বাকি সেই দেখে আরো ৫০ হাজার টাকা দেওয়া হবে। এবং সর্বশেষ কিস্তির মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি ১০ হাজার টাকা দেওয়া হবে। তবে পাহাড়ি অঞ্চলে যারা এই প্রকল্পের সুবিধা পান তারা সমতল অঞ্চলের মানুষদের থেকে আরও ১০ হাজার টাকা বেশি পান অর্থাৎ অন্যান্য জায়গার সুবিধাভোগীদের ১.২০ লক্ষ টাকা দেওয়া হলে তাদের দেওয়া হয় ১.৩০ লক্ষ টাকা।

Who Are Eligible To Apply PM Awas Yojana?

১. অবশ্যই দারিদ্র সীমার (BPL) নিচে বসবাস করতে হবে আবেদনকারী ব্যক্তিকে।
২. যে সমস্ত ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারের কোন দপ্তরে চাকরিতে নিযুক্ত আছেন, তারা এখানে নাম নথিভুক্ত করতে পারবেন না।
৩. যাদের পাকা বাড়িতে বসবাস করেন কারা আবেদনের যোগ্য নয়।

Advertisement

৪. যারা পূর্বে এই PM Awas Yojana মাধ্যমে টাকা পেয়েছেন তারা আর আবেদন করতে পারবেন না।
৫. আবেদনকারীদের কোন নিজস্ব গাড়ি বা বাইক থাকা চলবে না।
৬. যে জায়গায় বাড়ি বানানোর জন্য আবেদন করবেন সেই জায়গাটি উপভোগ তার নিজের নামে থাকতে হবে।

PM Awas Yojana Offline Apply Process

১. আবাস যোজনার (Awas Yojana) সুবিধা লাভ করতে হলে আপনাকে সর্বপ্রথম নিজের এলাকার পঞ্চায়েত বা পৌরসভার অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।
২. তারপর সেখানে আবাস যোজনার কথা বললে তারা আপনাকে একটি আবেদনের ফর্ম দেবেন। ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে নিন।
৩. কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স সঙ্গে রাখুন। সে গুলির সঙ্গে আবেদনপত্র একত্রিত করে জমা করে দিন।

PM Awas Yojana Apply Documents

  • পাসপোর্ট সাইজের দু কপি ফটো।
  • আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter Card) ও রেশন কার্ড (Ration Card).
  • ব্যাংক একাউন্টের পাসবুকের (Bank Account Passbook) প্রথম পাতা জেরক্স।
  • আবেদনকারী ব্যক্তির নিজস্ব বা পরিবারের কোন সদস্যের জব কার্ড (Job Card).
Ration Card - রেশন কার্ড

PM Awas Yojana Status Check Online Process

১. আবাস যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২. Awassoft লিংকের গিয়ে Report অপশনে ক্লিক করতে হবে।
৩. Beneficiary Details For Verification লিংকে ক্লিক করতে হবে।
৪. আপনার কিছু তথ্য জানতে চাওয়া হবে।

প্রতিমাসে ATM থেকে ফ্রিতে কতবার টাকা তুলতে পারবেন? নতুন নিয়ম জেনে নিন।

৫. যেমন রাজ্য, ব্লক, জেলা এবং নিজের এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভার নাম ইত্যাদি।
৬. প্রতিটির পাশের তালিকা থেকে সঠিক তথ্য নির্বাচন করুন
৭. এরপর Submit বাটন প্রেস করুন।
৮. আপনার নামে যদি সরকার টাকা দিয়ে থাকে তাহলে ‘Transaction Completed’ মেসেজটি স্ক্রিনে দেখতে পাবেন।Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

2 thoughts on “PM Awas Yojana – আজ থকেই একাউন্টে ঢুকবে 1.30 লাখ টাকা। কারা পাবেন? অনলাইনে নামের তালিকা চেক করুন”

  1. দিন দিন সিমেন্ট বলি রড এর যা দাম বেড়েছে 1.20 লাখ টাকায় ছাদ না টিন বা আলব্রেস্টের এর ঘর হবে।আর বাইক থাকলে ঘর দেয়না এটা ভুল তথ্য, সরকারি চাকুরীজিবি রাও ঘর পায় আর চার চাকার মালিক রাও।একই ভাবে উজ্জ্বালা গ্যাস ও পায়।

    Reply

Leave a Comment