PM Awas Yojana – আজ থেকে ব্যাংক একাউন্টে 1.30 লাখ টাকা ঢোকা শুরু হলো। সারা দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির টাকা ঢুকছে।

যেসমস্ত গ্রাহকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা PM Awas Yojana প্রকল্পে নাম নথিভুক্ত বা বাড়ি বানানোর টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন, তাদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi). গতকাল কৃষ্ণনগরের সভা থেকে তিনি জানান, রাজ্যের ঢিলেমির জন্য নাকি টাকা পেতে দেরি হচ্ছে। যদিও রাজনৈতিক জনসভা থেকে এই বিবৃতি ও বাস্তবতা কতটা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে যারা আবেদন করেছেন, তারা কবে টাকা পাবেন সেই সংক্রান্ত আপডেট এসেছে।

PM Awas Yojana List 2024

যেসমস্ত উপভোক্তা ইতিমধ্যেই PM Awas Yojana এর ফর্ম ফিলাপ করেছেন এবং যাদের আবেদন গৃহীত হয়েছে, তাদের একাউন্টে গতকাল থেকে টাকা ঢোকা শুরু হয়েছে। আজ রবিবার তাই হয়তো কাল থেকে অনেকের একাউন্টে টাকা ঢুকবে। প্রসঙ্গত নির্বাচনী বিধি শুরুর আগেই সমস্ত গ্রাহকের একাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। যারা এখনও টাকা পান নি, তারা নিচের পদ্ধতি অনুসরন করে কবে টাকা পাবেন, PM Awas Yojana Status Check করে নিন। এবং যারা এই প্রকল্পে এখনও আবেদন করেন নি, তারা কিভাবে করবেন, এবার জেনে নিন।

PM Awas Yojana Eligibility

যারা আবাস যোজনায় নতুন করে আবেদন করতে চান, তাদের নিন্মের শর্তাবলী পূরণ করতে হবেঃ
১) যাদের নিজস্ব পাকা বাড়ি নেই।
২) যাদের নিজস্ব গাড়ী বা বাইক নেই।
৩) সরকারী বা স্থায়ী চাকরি করেন না।
৪) নিজের নামে জমি রয়েছে।
৫) অন্য সরকারী অনুদান ৫০০০০ টাকার বেশি পান নি।

Bhabishyat Credit Card (ভবিষ্যৎ ক্রেডিট কার্ড)

PM Awas Yojana Amount

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের (PM Awas Yojana) মাধ্যমে সমতল অঞ্চলের গ্রাহকদের তিন কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেয়া হয়। যার মধ্যে ৬০ হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয়। তারপর বাড়িতে নিয়ে কাজ আর কতটা বাকি সেই দেখে আরো ৫০ হাজার টাকা দেওয়া হবে। এবং সর্ব শেষ কিস্তির (PM Awas Yojana Installment Payment) মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি ১০ হাজার টাকা দেওয়া হবে। এদিকে পাহাড়ী অঞ্চলের গ্রাহকদের ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়।

PM Awas Yojana Documents Required

  • ২ কপি পাসপোর্ট সাইজ ফটো।
  • আধার কার্ড (Aadhaar Card)
  • ভোটার কার্ড (Voter Card)
  • রেশন কার্ড (Ration Card)
  • ব্যাংক একাউন্ট পাসবুক (Bank Account Passbook)
  • নিজস্ব বা পরিবারের জব কার্ড (Job Card).

PM Awas Yojana Online Apply Process

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন এর জন্য কেন্দ্র সরকারের অফিশিয়াল ওয়েবসাইট এ যান এবং হোম পেজে মেনু বিভাগে ক্লিক করুন।
এর পরে PMAYG নির্বাচন করুন।
এরপর নতুন পেজ খোলার পর আপনার আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
এবং এরপর ধাপে ধাপে নির্দেশাবলী অনুসরন করে আবেদন সম্পন্ন করুন।

আরও পড়ুন, টাকার প্রয়োজনে এবার আধার কার্ড। মাত্র 5 মিনিটে 5 লাখ টাকা পেতে এইভাবে আবেদন করুন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট পশ্চিমবঙ্গ

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট জানতে হলে কেন্দ্র সরকারের অফিশিয়াল ওয়েবসাইট এ যান এবং হোম পেজে মেনু বিভাগে ক্লিক করুন।
এরপর আপনার আধার নম্বর দিয়ে লগিন করুন।
এরপর আপনার আবেদনের স্ট্যাটাস ও তালিকা দেখতে পাবেন।
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রাহকেরা সরাসরি উপকৃত হয়ে থাকেন। তবে এই প্রকল্পের ব্যাপারে অনেকেই জানেন, না। এই সম্মন্ধে জানতে EK24 News ফলো করুন। আর আপনার প্রয়োজন অনুসারে নিচের লিংকে ক্লিক করে প্রকল্প সম্মন্ধে জেনে নিন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট
পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের তালিকা।
বেকার ছেলে মেয়েদের প্রকল্প।
পশ্চিমবঙ্গের সকল শিশুদের জন্য মুখ্যমন্ত্রীর শিশুসাথী প্রকল্প।
প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প। 15000 টাকা পাবেন।
টাকার দরকার হলেই দেবে সরকার।
ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার।
বাড়ি বানানোর জন্য টাকা দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক।

আরও পড়ুন, 40 কোটি গ্রাহকদের সর্বোচ্চ 10 লাখ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। এইভাবে আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

2 thoughts on “PM Awas Yojana – আজ থেকে ব্যাংক একাউন্টে 1.30 লাখ টাকা ঢোকা শুরু হলো। সারা দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির টাকা ঢুকছে।”

Leave a Comment