PF – শুরু হল শিক্ষকদের অনলাইন প্রভিডেন্ট ফান্ডে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, কারা রেজিস্ট্রেশন করতে পারবে এবং সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

Online PF Registration Process: পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয় এবং অন্যান্য দপ্তরের শিক্ষক শিক্ষিকাদের ও অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন কর্মচারীদের সুবিধার্থে অনলাইন প্রভিডেন্ট ফান্ডের ( NGIPF) এর ব্যবস্থা চালু করেছে পশ্চিমবঙ্গ অর্থদপ্তর বা WBFIN। ইতিমধ্যেই, অনলাইনে প্রভিডেন্ট ফান্ডের এর অ্যাকাউন্ট নম্বর তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল অনেকদিন আগেই। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার প্রত্যেক স্কুলে রেজিস্ট্রেশন এর পদ্ধতি শুরু করে দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রেশন হচ্ছে WBIFMS পোর্টালে।

Advertisement

কারা রেজিস্ট্রেশন করতে পারবে? (Online PF Registration)

প্রভিডেন্ট ফান্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় এখনও অবধি স্কুলের হেড টিচার, টিচার ইনচার্জ, AHM cum TIC প্রমুখ পদে নিযুক্ত শিক্ষকবর্গ নিজেদের লগ ইন আইডি প্রস্তুত করবার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। পরবর্তীকাল থেকে প্রাথমিক বিদ্যালয় গুলিতেও এই সুবিধা চালু হয়ে যাবে। সূত্রের খবর, অক্টোবর মাসেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সেই সঙ্গে, প্রত্যেক স্তরের শিক্ষক শিক্ষিকা এবং কর্মীরা আর কিছুদিনের মধ্যেই রেজিস্ট্রেশন এবং লগ ইন করার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

Advertisement
Para Teacher Salary

রেজিস্ট্রেশন পদ্ধতি(Online PF Registration Process)

নিন্মলিখিত পদ্ধতির মাধ্যমে WBIFMS পোর্টালে শিক্ষক শিক্ষিকারা অনলাইন প্রভিডেন্ট ফান্ড (NGIPF) এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

  • WBIFMS পোর্টালটি সবার আগে ওপেন করতে হবে। লিংক – wbifms.gov.in
  • এরপরে স্ক্রীনে প্রদত্ত “Secondary School Registation” অপশানে গিয়ে ক্লিক করবেন। এরফলে একটি রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হবে।
  • রেজিষ্ট্রেশন ফর্মটি সঠিক ভাবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • ফর্মটি সম্পূর্ণ পূরণ করবার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। এরপরে আপনার উল্লেখিত নম্বরে একটি এসএমএস আসবে। এসএমএস এ একটি সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড থাকবে।
  • WBIFMS পোর্টালের হোম পেজটি আবার খুলবেন। সেখানে প্রদত্ত NGIPF অপশনে ক্লিক করবেন।
  • এরপরেই আপনার অ্যাপ্লিকেশনের লগ ইন পেজ ওপেন হবে। নিজের তৈরি লগ ইন ইউজার আইডি লিখতে হবে। এরপর পাসওয়ার্ড হিসেবে আপনার মোবাইল নম্বরে প্রদত্ত পাসওয়ার্ডটি দিয়ে পূরণ করতে হবে।
  • সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড ব্যবহার করবার পর আপনি নিজের পছন্দমত পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন।
  • লগ ইন এর পর অন্যান্য শিক্ষক শিক্ষিকা দের এবং কর্মচারীদের তথ্য গুলিকে আপডেট করতে হবে। তারপর ইউজার অ্যাডমিনিস্ট্রেশন অপশন ব্যবহার করে অন্যান্য কর্মচারীদের আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

আরোও পড়ুন » RBI – নিয়ম না মানায় জনপ্রিয় 5 টি সরকারি ব্যাংকের লাইসেন্স বাতিল। টাকা তোলা যাবে না। সমস্যায় কোটি গ্রাহক।

এই সকল পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করবার পর কিছুদিনের মধ্যেই প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীরা নিজেদের লগ ইন আইডি ব্যবহার করে অনলাইন প্রভিডেন্ট ফান্ডের সুবিধা গ্রহণ করতে পারবেন। অনলাইনে ব্যালান্স চেক, কেটে নেওয়া টাকার পরিমাণ, লোনের জন্য আবেদন এই সমস্ত কাজ গুলি অনলাইনে নিজেই সম্পন্ন করতে পারবেন শিক্ষক শিক্ষিকারা।

আরোও পড়ুন » Holiday 2023 – রাজ্যে ফের ছুটি ঘোষণা। বন্ধ স্কুল ও অফিস। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment