Jio Recharge Plan – মাত্র ৮ টাকার রিচার্জে পাবেন ২.৫ GB ডেটা প্রতিদিন, সাথে আনলিমিটেড কলিং এবং SMS এর সুবিধা

Jio Recharge Plan: দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা হলো রিলাইয়েন্স জিও। বিগত ৭ বছর সময় ধরে টেলিকম দুনিয়ায় রাজত্ব করে চলেছে মুকেশ আম্বানির এই সংস্থা। এই সাত বছর ভারতের টেলিকম জগতে ব্যাপক পরিবর্তনও ঘটেছে জিও-র হাত ধরে। বর্তমানে বেশিভাগ মানুষ জিও সিম ব্যবহার করে থাকেন। যেদিকেই চোখ ঘোরাবেন শুধু জিও আর জিও। আর গ্রাহকদের কথা মাথায় রেখে জিও সর্বদা নিত্য নতুন রিচার্জ প্ল্যান বাজারে লঞ্চ করছে। যেখানে মিলবে আনলিমিটেড ডেটার সঙ্গে লং টাইম মেয়াদ।

Advertisement

আজ জিও-র এমন একটি রিচার্জ প্ল্যানের(Jio Recharge Plan) কথা বলবো, যেটি ‘ভ্যালু ফর মানি’ প্রিপেইড রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটি একবার রিচার্জ করলে সারা বছর আর রিচার্জ করার ঝামেলা থাকবে না। কারণ এই প্ল্যানে বৈধতা পাওয়া যাবে টানা এক বছর। যদি আপনি এই প্ল্যানটি রিচার্জ করেন তবে প্রতিদিনের হিসাবে আপনার খরচ হবে ১০ টাকার থেকেও কম। শুধু তাই হয়, এতে পাওয়া যাবে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, সাথে আনলিমিটেড কলিং ও এসএমএস সহ আরো অনেক সুবিধা। চলুন তাহলে জিও-র এই প্ল্যানটি সম্পর্কে জেনে নিন।

Advertisement

জিওর দুর্দান্ত রিচার্জ প্ল্যান(Jio Recharge Plan)

আজ জিও-র যে রিচার্জ প্ল্যান(Jio Recharge Plan) সম্পর্কে কথা বলবো সেটি কিনতে খরচ পড়বে মাত্র ২,৯৯৯ টাকা। দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইন্ডিপেন্ডেন্টস ডে অফার হিসাবে এই প্ল্যানটি লঞ্চ করেছিল জিও। ২,৯৯৯ টাকার এই প্ল্যান একবার কিনলে সারা বছর আর রিচার্জ করার ঝামেলা থাকবে না। কেননা এই প্ল্যানে বৈধতা এক বছর অর্থাৎ ৩৬৫ দিন। যদি সুবিধার কথা বলি তাহলে, এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। এর সাথে মিলবে ২১ জিবি বোনাস ডেটা। অর্থাৎ সারা বছরে ৭৩০ জিবি ডেটা আপনি পেয়ে যাবেন। এর সাথে পেয়ে যাবেন আনলিমিটেড কলিং ও দৈনিক ১০০টি করে এসএমএস। এছাড়া JioTV, JioCinema, JioCloud-এর মতো প্ল্যাটফর্মে বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন এক বছর।

Electricity Bill Payment by installments

যে সমস্ত ব্যাক্তি দৈনিক প্রচুর পরিমানে ডেটা ব্যাবহার করে থাকেন, তাদের জন্য এই প্ল্যান উত্তম। এছাড়া যে সমস্ত ব্যাক্তি সারা বছর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাদের জন্যও জিওর এই প্ল্যানটি দুর্দান্ত। ২৯৯৯ টাকা খরচ করে এই প্ল্যান কিনলে দৈনিক খরচ হবে ৮.২২ টাকা। জানিয়ে রাখি, প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে এমন আরেকটি প্ল্যান জিও-র রয়েছে। যেটি পাওয়া যাবে ৩৪৯ টাকায়। এই প্ল্যানটি ৩০ দিন বৈধ থাকবে।

আরোও পড়ুন » Duare Dalil – পশ্চিমবঙ্গে চালু হলো দুয়ারে দলিল প্রকল্প। জমি দলিল ও ট্যাক্স, খাজনা সংক্রান্ত সমস্ত পরিষেবা বাড়ি বসে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment