দেশের সমস্ত পড়ুয়াদের কাছে অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হল ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ (NMMS Scholarship)। দেশের যে সমস্ত ছাত্র-ছাত্রী মেধাবী অথচ দরিদ্র সেই সমস্ত ছাত্রছাত্রীর পড়াশোনার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার নানান দিয়ে থাকে। কেন্দ্র সরকারের এমন একটি জনপ্রিয় স্কলারশিপ হল ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ (National Means Cum-Merit Scholarship), এই স্কলারশিপে আবেদন করলে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে বছরে ১২ হাজার টাকা।
NMMS Scholarship 2023
২০১৮ সাল থেকে কেন্দ্র সরকার এই স্কলারশিপ দেওয়া শুরু করেন। দেশের যে সমস্ত মেধাবী দরিদ্র পড়ুয়া শুধুমাত্র অর্থের অভাবে উচ্চ শিক্ষার জন্য যেতে পারছে না সেই সকল পড়ুয়াদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্র সরকার এই স্কলারশিপ চালু করেন।
কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে
এই স্কলারশিপের (NMMS Scholarship) সুবিধা পাওয়ার জন্য পড়ুয়াদের একটি পরীক্ষায় বসতে হবে, এবং ওই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে তাহলেই পড়ুয়ারা ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের সুবিধা পাবে। এই পরীক্ষাটি পড়ুয়ারা অষ্টম শ্রেণীতে পড়ার সময় দিতে পারবে। সেক্ষেত্রে পড়ুয়াদের সপ্তম শ্রেণীতে ৫০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে তাহলেই পরোয়ারা এই পরীক্ষাটিতে বসতে পারবে। এ স্কলারশিপ এ আবেদন করার জন্য আবেদনকারীর পরিবারের পারিবারিক বার্ষিক ইনকাম ৩.৫ লক্ষ টাকার কম হওয়া প্রয়োজন।
আবেদন প্রক্রিয়া
এই স্কলারশিপে আবেদন পড়ুয়ারা সরাসরি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই করতে পারবে। এই স্কলারশিপে অনলাইনে আবেদন করার জন্য পড়ুয়াদের প্রথমে NSP স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে ফিলাপ করতে হবে। এছাড়াও যে ডকুমেন্টগুলো চাওয়া হবে সেগুলি পিডিএফ আকারে আপলোড করতে হবে এবং সবশেষে সব কিছু দেখে নিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন পত্র জমা করতে পারবে।
বৃত্তির পরিমাণ
ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা প্রতিবছর ১২ হাজার টাকার স্কলারশিপ পাবে অর্থাৎ প্রতি মাসে পড়ুয়ারা ১ হাজার টাকা করে পেয়ে যাবে। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়া এই স্কলারশিপ পাবে।
আরোও পড়ুন » পুজোর আগেই আবার অতিরিক্ত ছুটি। পশ্চিমবঙ্গের স্কুল কলেজ অফিস বন্ধ। কবে ও কি কারনে জেনে নিন।
আবেদনের সময়সীমা
ইতিমধ্যে এই স্কলারশিপে (NMMS Scholarship) আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাই যে সকল যোগ্য পড়উয়আ এই স্কলারশিপে আবেদন করতে চাই তারা এই স্কলারশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করা শেষ দিন হল ৩১ই নভেম্বর, ২০২৩।