Holiday: পশ্চিমবঙ্গে ফের নতুন ছুটি ঘোষণা। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি। কবে ছুটি থাকছে? কাদের ছুটি নয়?

পশ্চিমবঙ্গে ছুটি (Holiday) নিয়ে আবারো বড়ো ঘোষণা রাজ্যে। নতুন ছুটি পেয়ে কার্যত খুশির হাওয়া কর্মী মহলে। কবে ছুটি, কাদের ছুটি থাকবে, এবং কাদের ছুটি নেই, জেনে নিন।

Advertisement

New Holiday in West Bengal

গতকাল বিকালে রাজ্যের অর্থ দপ্তর (West Bengal Finance Department) এক নির্দেশিকা জারি করে আগামী সোমবার অর্থাৎ পহেলা জুলাই Doctors Day উপলক্ষ্যে একটি বিশেষ ছুটি দেওয়ার ঘোষণা করেছে নবান্ন। স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এদিন বন্ধ থাকতে চলেছে রাজ্যের বিভিন্ন সরকারি অফিস কাছাড়িগুলিও।

Advertisement

আজ একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ছুটি ঘোষণা করেছেন। আর তা শোনার পরই আনন্দে আত্মহারা হয়েছে ছাত্রছাত্রী তথা সরকারি কর্মীদের মন। তবে সকল রাজ্য সরকারি কর্মীরা কিন্তু এই ছুটির আনন্দ পাবেন না। কারণ দুটি দপ্তরে এক্ষেত্রে ছুটির দিনেও কাজ চলবে জানানো হয়েছে।

আরও পড়ুন, সরকারি কর্মীদের মাথায় হাত, এই ভুল করলেই শাস্তি পেতে হবে।

কি উপলক্ষে ছুটি?

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১ জুলাই, সোমবার চিকিৎসক দিবস (Doctors Day Holiday) পালিত হবে। এই উপলক্ষে রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ ছুটি থাকবে।

কাদের ছুটি নেই?

তবে তার জন্মবার্ষিকী তথা Happy Doctors Day উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন করা হবে। সেই হেতু সকলকে উপস্থিত থাকতে হতে পারে। এবং এই অর্ধ দিবস ছুটি কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সেস এবং পশ্চিমবঙ্গ কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ দপ্তরের ক্ষেত্রে এই অর্ধ দিবস ছুটি কার্যকর হবে না।

Advertisement

আরও পড়ুন, স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে মাসে ৫০০০ টাকা পাবেন, এই একাউন্ট করেছেন?

বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?

পশ্চিমবঙ্গ অর্থদপ্তরের সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত রাজ্যের সকল সরকারি দফতরে কাজ চলবে। এরপর ২ টা থেকে ছুটি শুরু হবে। তবে এই নির্দেশিকা কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ দফতরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই দুটি দফতরে সোমবারও পূর্ণদিন কাজ চলবে। প্রসঙ্গত, গত বছরও একইভাবে ১ জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে অর্ধদিবস ছুটি দেওয়া হয়েছিল।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের বকেয়া DA নিয়ে বড় আপডেট। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় আশা জাগছে রাজ্য সরকারি কর্মীদের।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment