Teacher Recruitment – জরুরী ভিত্তিতে 10,391 জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ। এই নিয়োগে মামলা হয়নি।

NESTS একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) জন্য ১০,৩৯১ শূন্যপদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। যেখানে টিচিং ও নন-টিচিং-এর একাধিক পদে নিয়োগ করার জন্য আবেদন জমা নেওয়া হয়েছে।ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস কর্তৃক আয়োজিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্টাফ সিলেকশন এক্সাম ২০২৩-এর অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে। যে সমস্ত প্রার্থী সঠিক ভাবে আবেদন করেছেন খুব শীঘ্রই তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।

NESTS ESSE non-teaching Stuff and Teacher Recruitment

EMRS স্টাফ সিলেকশন পরীক্ষা ২০২৩-এ অনেকগুলি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে ডিজিট পদে ৫৬৬০টি শূন্যপদ, টিজিট পদে ৬৬৯টি শূন্যপদ সহ অধ্যক্ষের জন্য ৩০৩ টি, হিসাব রক্ষকের জন্য ৩৬১টি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য ৭৫৯টি এবং টিল্যাব অ্যাটেনডেন্টের জন্য ৩৭৩টি অর্থাৎ সব মিলয়ে টিচিং ও নন-টিচিং পদে ১০,৩৯১টি শূন্যপদে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) করানো হবে।

SBI Clerk Notification

EMRS শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ (Teacher Recruitment) পরীক্ষা ২০২৩ এর প্রবেশপত্র তথা অ্যডমিট কার্ড খুব শীঘ্রই ডাউনলোড করা যাবে। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই অ্যডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা NESTS ESSE 2023-এ যে সব প্রার্থীরা আবেদন করেছেন শুধুমাত্র তারাই https://emrs.tribal.gov.in/ ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রসঙ্গত, অ্যাডমিট কার্ড কোনো প্রকার পোস্টের মাধমে পাঠানো হবে না কিংবা কোনো ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তা প্রতিবেদনের শেষে আলোচনা করা হয়েছে। এই অ্যাডমিট কার্ডেই পরীক্ষার সময় ও পরীক্ষা কেন্দ্ উল্লেখ করা থাকবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে 011-22240112-এ হেল্প লাইন নম্বরে কল কিংবা emrs.recruitment23@gmail.com-এ ইমেইল করতে পারেন।

কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে?

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীকে প্রথমে NESTS-এর অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা emrs.tribal.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। পেজ খুলে গেল Download Admit Card কিংবা এই ধরণের কোনো লেখা দেখলে ক্লিক করতে হবে।

আরোও পড়ুন » WBPSC Clerkship Exam – বহুদিন পর 6000 শূন্যপদে ক্লার্ক নিয়োগ করছে রাজ্য। বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া।

এরপর Application ID ও DOB কিংবা পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। লগইন করার পর আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখতে পাবেন, তারপর Download অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment