Govt. Scheme – মহিলাদের জন্য কেন্দ্র সরকারের 5 টি দুর্দান্ত প্রকল্প। একবার বিনিয়োগ করে পাবেন লক্ষাধিক রিটার্ন।

কেন্দ্রীয় সরকার মহিলার কথা ভেবে একাধিক প্রকল্প (Govt. Scheme) লঞ্চ করেছে। এর উদ্দেশ্যে মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলা। এছাড়াও সরকার মহিলাদের সুরক্ষা ও ভবিষ্যতের কথা ভেবে একাধিক সঞ্চয় প্রকল্প বাজারে এনেছে। পোস্ট অফিসের দুর্দান্ত পাঁচটি সঞ্চয় প্রকল্প নিয়ে আলোচনা করব। যে প্রকল্পে বিনিয়োগ করলে মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। মেয়াদ শেষে মিলবে মোটা অংকের টাকা। চলুন এই পাঁচটি সেভিংস স্কীম সম্পর্কে জানুন।

Best 5 Govt. Scheme for Women

১) ন্যাশন্যাল সেভিংস স্কিম: পোস্ট অফিসের সঞ্চয়ের একটি দুর্দান্ত স্কিম হলো ন্যাশনাল সেভিংস স্কিম। ৫ বছরের মেয়াদে এই স্কীমে বিনিয়োগ করা যায়। যেখানে ন্যূনতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন। এই বিনিয়োগের কোন ঊর্ধ্বসীমা নেই। পোস্ট অফিসের এই স্কীমটি মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই স্কীমে বিনিয়োগ করলে আয়কর ধারা ৮০সি অনুযায়ী ১.৫০ লক্ষ টাকা করে ছাড় পাওয়া যাবে। মেয়াদ শেষে ৭.৭ শতাংশ সুদের হারে রিটার্ন মিলবে।

২) পাবলিক প্রভিডেন্ট ফান্ড: মহিলাদের বিনিয়োগের আরো একটি ভালো উপায় পাবলিক প্রভিডেন্ট ফান্ড। যেখানে নুন্যতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। আয়কর ধারা ৮০সি অনুযায়ী করে বিশেষ ছাড় মিলবে। এই স্কীমের মেয়াদ ১৫ বছর, তবে প্রয়োজনে বিনিয়োগের ৫ বছর পর কিছুটা টাকা তুলতে পারবে। মেয়াদ শেষ হলে ৭.১ শতাংশ সুদের হারে রিটার্ন দেওয়া হবে।

Bank Fixed Deposit Scheme

৩) টাইম ডিপোজিট স্কিম: মহিলাদের জন্য আরো একটি দুর্দান্ত সঞ্চয় স্কিম (Govt. Scheme) হলো টাইম ডিপোজিট স্কিম। যেখানে ৫ বছরের মেয়াদে এই স্কীমে বিনিয়োগ করা যায়। সরকারের পক্ষ থেকে এই স্কীমে বিশেষ সুবিধা মিলবে। এই স্কিম কিনলে প্রতি মাসে টাকা জমা দিতে হবে। মেয়াদ শেষে ৭.৫ শতাংশ সুদের হারে টাকা রিটার্ন পাওয়া যাবে।

৪) সুকন্যা সমৃদ্ধি যোজনা: নাবালিকাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ স্কিম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা বা SSY। ১০ বছরের কম বয়সী মেয়েরা এই স্কীমে বিনিয়োগ করতে পারবে। সে ক্ষেত্রে তাদের মা বাবা দ্বারা একটা সেভিংস বই খুলতে হবে। বছরে ২৫০ টাকা করে জমা করা যাবে এই স্কীমে। যেখানে ১৫ বছর পর অর্থাৎ মেয়াদ শেষে ৮ শতাংশ সুদের হারে টাকা রিটার্ন পাওয়া যাবে।

আরোও পড়ুন » LPG Subsidy – রান্নার গ্যাসের দাম 300 টাকা কমলো। পুজোর মাসে 600 টাকায় রান্নার গ্যাস।

৫) মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিম: দেশের পিছিয়ে পড়া মহিলাদের জন্য আনা হয়েছে এই বিশেষ স্কিম বা সঞ্চয় প্রকল্প (Govt. Scheme)। পোস্ট অফিস থেকে এই স্কিমটি কিনতে হবে। সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই স্কীমে। এই স্কীমটির মেয়াদ ২ বছর। মেয়াদ শেষে ৭.৫ শতাংশ সুদের সঙ্গে রিটার্ন মিলবে। মহিলাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিম।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment