Madhyamik Exam 2022 – মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খারাপ খবর, ভেস্তে গেলো সব কিছু।

Madhyamik Exam 2022 – WBBSE Madhyamik Exam News, West Bengal Madhyamik Exam Bad News

অতিমারী আবহে ক্লাস হয়নি ঠিকমতো। আর তার পরেই মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022) সুচী ঘোষিত হয়। তারপর আবার ওমিক্রনের বাড়বাড়ন্তে আবার বন্ধ হয়ে যায় স্কুল কলেজ। যদিও ফের আগামী ৭ ফেব্রুয়ারী থেকে ক্লাস চালু হলেও সেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়। এখন শুধু বাড়িতে বসেই প্রস্তুতির পালা। আর এরই মধ্যে একটি খবরে মন খারাপ হতে পারে মাধ্যমিক পরীক্ষার্থীদের।

বর্তমানে সংক্রমনের হার কমতে থাকায় বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। এবং পরীক্ষা (Madhyamik Exam 2022) পিছিয়ে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিলো, সেটাও বোর্ড জানিয়ে দিয়েছে, পরিস্থিতি বেগতিক না হলে পরীক্ষা হবে নির্ধারিত সূচী মেনেই। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে মার্চ এপ্রিলে সংক্রমন অনেকটাই নিয়ন্ত্রনে থাকবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

এদিকে প্রথমেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজের স্কুলে পরীক্ষা হবে বলে ঘোষণা করা হয়েছে। এবং তারপর দাবী উঠতে থাকে মাধ্যমিক পরীক্ষা ও যেন হোম সেন্টারে নেওয়া হয়। এবং সেই দাবী এবং সেই আবেদন লিখিত আকারেও পাঠানো হয় শিক্ষা দপ্তর ও শিক্ষামন্ত্রীর কাছে। তার পরেই বিভিন্ন সংবাদ মাধ্যমও Madhyamik Exam 2022 নিয়ে সেই খবর প্রকাশ করে। আর স্বভাবতই পরীক্ষার্থীরাও জীবনের প্রথম বড় পরীক্ষা নিজের স্কুলে দিতে পারবে বলে আশায় বুক বাঁধতে থাকে।

কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দেওয়ার মতো খবর এলো। ইতিমধ্যেই যেসমস্ত কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) হবে, তার লিস্ট করা হয়ে গেছে। এবং সেই মতে সেই সমস্ত স্কুলের পরিকাঠামো ঠিক আছে কিনা, এবং বিস্তারিত আরো তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এবং সেই লিস্টে সমস্ত মাধ্যমিক স্কুলের নাম নেই। অর্থাৎ পরীক্ষা হবে আগের নিয়মেই। হোম সেন্টারে নয়, পরীক্ষা হবে বোর্ডের ঠিক করে দেওয়া সেন্টারে। Madhyamik Exam 2022

প্রঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে ঘোষণা হওয়ার পর মাধ্যমিক পরীক্ষার্থীরাও দাবী করে যে উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিক পরীক্ষাও (WB Madhyamik Exam) হোক নিজের স্কুলে। আর শুধু পরীক্ষার্থীরাই নয়, দাবী করেন অবিভাবক এবং শিক্ষকদের একাংশ।

এবং সেই মতে শিক্ষকেরাই আবেদন করেন যে ক্লাস যেহেতু ঠিক মতো হয়নি, এবং নিজের স্কুলে পরীক্ষা দিতে পারলে সাইকোলজিক্যালি মনোবল পাবে পরীক্ষার্থীরা। তবে তার সাথে সাথেই বোর্ডের চেয়ারম্যান জানিয়ে দেন যে সমস্ত স্কুলে একসাথে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব। Madhyamik Exam 2022

কিন্তু তারপরও হোম সেন্টারে পরীক্ষা হওয়ার দাবি উঠতে থাকে। এবং পরীক্ষার্থীরাও আশা করতে থাকে। কিন্তু এবার পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রস্তুত হয়ে যাওয়ায় কার্যত সেই সম্ভাবনা আর রইলো না। এবার বোর্ড এডমিট কার্ড (WBBSE Admit Card) প্রকাশ করলেই বিষয়টি পরিষ্কার হবে।

এই বিষয়ে আপনার কি মতামত? উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিক ও (Madhyamik Exam 2022) হোম সেন্টারে নেওয়া উচিৎ? নিচে কমেন্ট করে জানাতে পারেন। আপনার মন্তব্য মূল্যবান। আরো অনেক আপডেট আসছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।

আরো পড়ুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এবার থেকে এই সুবিধা পাবে

স্কুল পড়ুয়াদের জন্য সুখবর, স্টুডেন্ট দের জন্য মোবাইল ল্যাপটপে বিশাল ছাড়

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment