গত ১৮ অক্টোবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের বায়োমেট্রিক (LPG Gas Biometric) প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছিল উপভোক্তাদের। কথা ছিল ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। আজ সেই তারিখ। তবে আজকের মধ্যে আধার সংযুক্তিকরণ না করালে বন্ধ করে দেওয়া হবে রান্নার গ্যাসের সংযোগ? এই নিয়ে বর্তমানে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে গোটা দেশজুড়ে এলপিজি গ্রাহকদের (LPG Gas) মধ্যে।
LPG Gas Biometric Date Change By Government?
এদিকে দেশের অনেক জায়গায় শোনা যাচ্ছে, মানুষজন এই বায়োমেট্রিক (LPG Gas Biometric) প্রক্রিয়া সম্পন্ন করতে শীতের মধ্যে ভোর থেকে লাইন দিচ্ছেন। কিন্তু তারপরও শেষ পর্যন্ত বায়োমেট্রিক হচ্ছে না তাদের। তবে আজকের মধ্যে কিভাবে করবেন তা? আর না করলে কি হতে পারে? সেই সব কিছু জানালো কেন্দ্র। ইতিমধ্যেই LPG Gas Biometric নিয়ে দেশের গ্রাহকদের কাছ থেকে শোনা যাচ্ছে বিভিন্ন জটিলতার কথা।
বায়োমেট্রিক আপডেট এর সমস্যা
কোন জায়গায় জানা যাচ্ছে, ডিলারের অফিসে বায়োমেট্রিকের (LPG Gas Biometric) উপযুক্ত যন্ত্র বা চোখের আইরিশ স্ক্যানের উপযুক্ত যন্ত্র না থাকায় বায়োমেট্রিক নেওয়া সম্ভব হচ্ছে না। আবার কোন জায়গায় বায়োমেট্রিকের যন্ত্র থাকলেও হাতের ছাপ পাওয়া যাচ্ছে না গ্রাহকদের। ফলে নাজেহাল অবস্থার সম্মুখীন হতে হচ্ছে সকলকে। তবে এখানেই শেষ নয়, আরো জানা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় নাকি বায়োমেট্রিকের নামে টাকা নিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের থেকে।
যেমন, সম্প্রতি পশ্চিম বর্ধমানের উখড়ায় এই প্রক্রিয়ার জন্য ৪০ টাকা করে নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান কিছু গ্রাহক। পুলিশ সংশ্লিষ্ট বণ্টনকারী ও তাঁর এক কর্মীকে আটক করে। বণ্টনকারী দাবি করেন, একটি স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে অস্থায়ী শিবির করা হয়। সেই গোষ্ঠীর সদস্যেরা LPG Gas Biometric এর জন্য টাকা নিয়ে থাকতে পারেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে গ্রাহকদের থেকে নেওয়া টাকা ফেরানোয় আটকদের ছেড়ে দেওয়া হয়।
গ্যাসের বায়োমেট্রিক আপডেট কিভাবে করবেন?
এই নিয়ে তেল প্রস্তুতকারক সংস্থা ইন্ডিয়ান অয়েল (Indian Oil) বলেছে, “গ্যাসের সঙ্গে নিজেদের আঁধার সংযুক্তিকরণ (Aadhaar Card Link) এর পুরো প্রক্রিয়াটি গ্রাহকরা করতে পারবেন বিনামূল্যে। কোন অসাধু লোক যদি এর বিনিময়ে টাকা চান তাহলে কেউই তা দেবেন না। সেই সঙ্গে কারো যদি কোন সমস্যা থেকে থাকে তবে 18002333555 এই টোল ফ্রি নম্বরে ফোন করে গ্রাহকেরা তাঁদের সেই অভিযোগ কিংবা সমস্যার (LPG Gas Biometric) কথা জানাতে পারবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে৷
বায়োমেট্রিক আপডেট এর সময়সীমা
এখন সবার মনে প্রশ্ন, সব সমস্যা কাটিয়ে কিভাবে হবে আধার লিংক? আর তা না করালে কি কোনো ক্ষতি হবে? সর্বভারতীয় এল পি জি ডিস্ট্রিবিউটারস ফেডারেশনের সহ সভাপতি বিজন বিহারী বিশ্বাস জানান, “বিভিন্ন তেল কোম্পানি গুলি ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক (LPG Gas Biometric) করতে বলেছে,তবে ডিস্ট্রিবিউটাররা মনে করছে এই তারিখ আরও বাড়ানো হবে। কেন্দ্রীয় মন্ত্রক থেকে এখনও কোনও রকম নোটিফিকেশন আসেনি।
যেহেতু এত গ্রাহক, ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে সবার সংযুক্তিকরণ (LPG Gas Biometric Link) এক প্রকার অসম্ভব। কেউ যদি এখনই না করেন, তবে আশঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, সঙ্গে সঙ্গে ভর্তুকি বন্ধ হয়ে যাবে, এমনটাও নয়। গোটা বিষয় মূলত উজ্জ্বলা প্রকল্পের জন্যই বলবৎ। তবে যাঁরা ১৯ টাকা ৫৭ পয়সা ভর্তুকি পান তাঁদের ক্ষেত্রেও এটা করতে হবে। তবে এখনই বন্ধ হয়ে যাওয়ার মতো কোনও নির্দেশিকা আসেনি।
আর লাইনে দাঁড়াবেন না। রান্নার গ্যাস বুকিং থেকে eKYC আধার লিংক, সব করুন WhatsApp ও মোবাইলের মাধ্যমে।
ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটর সংগঠনের কর্তা সুকোমল সেনেরও দাবি, এর পরেও ওই প্রক্রিয়া চালু থাকার কথা গ্রাহকদের জানানোর জন্য সংস্থা তাঁদের অভ্যন্তরীণ বার্তা পাঠিয়েছে। তাঁরা সেই মতো দোকানে নোটিস দেবেন এবং ডেলিভারি বয়রাও গ্রাহকদের জানাবেন। চাইলে গ্রাহক ‘Hello BPCL App’ মারফত ঘরে বসেও তা করতে পারবেন।” তবে ভারত গ্যাসের গ্রাহকদের মতো ইন্ডিয়ান (Indane) এবং এইচপি (HP) গ্যাসের গ্রাহক রাও সংস্থার নির্দিষ্ট অ্যাপ থেকে বায়োমেট্রিক (LPG Gas Biometric) করতে পারেন ঘরে বসেই।
Written by Nabadip Saha.
রান্নার গ্যাসের ভর্তুকি কোন মাসে কত টাকা পাচ্ছেন? ক্লিক করে চেক করে নিন।