রাজ্যের মহিলাদের জন্য দারুন সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তথা Lakshmir Bhandar Scheme. এর আওতায় প্রতিমাসে একটি নির্দিষ্ট টাকা ভাতা দেওয়া হয় তাদের ব্যাংক একাউন্টে। যে টাকা তাদের অনেক উপকারে আসে। সম্প্রতি এপ্রিল মাস থেকে এই টাকাকে আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal).
Lakshmir Bhandar Payment Status Check Online.
বর্তমানে রাজ্যের কোটি কোটি মহিলা এই লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীদের (Lakshmir Bhandar Beneficiary) তালিকায় রয়েছেন। যার মধ্যে সাধারণ থেকে শুরু করে রয়েছেন তফসিলি জাতি ও উপজাতির মহিলারাও। তারা সকলেই এই বর্ধিত ভাতা পাবেন নিজেদের একাউন্টে। ফলে আরো উপকার হল এরপর থেকে। তাহলে এই মাসে কার একাউন্টে কত টাকা ঢুকলো? বা ঢুকতে চলেছে, তা জানতে হলে অনলাইন মারফত নিজের স্ট্যাটাস দেখে নিন।
Lakshmir Bhandar amount increase
এই বছর বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে মহিলাদের জন্য Lakshmir Bhandar প্রকল্পের টাকা আরো বাড়ানো হবে। এই জন্য নির্দিষ্ট অর্থও বরাদ্দ করা হয়েছে রাজ্যের কোষাগার থেকে। আগে লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা (General) পেতেন মাসিক 500 টাকা করে ভাতা। আর যারা তফসিলি শ্রেণীর (SC, ST), তারা পেতেন মাসিক ১০০০ টাকা করে ভাতা।
সেই টাকা বাড়িয়ে যথাক্রমে ১০০০ এবং ১২০০ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ইতিমধ্যেই Lakshmir Bhandar সুবিধায় থাকা লক্ষ লক্ষ মা বোনেরা এপ্রিল মাস থেকেই সেই বর্ধিত ভাতা লাভ করতে শুরু করেছেন তাদের ব্যাংক একাউন্টে। মে মাসেও সাধারণ মহিলারা ১০০০ টাকা এবং তফসিল মহিলারা ১২০০ টাকা পাবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আর এই ঘোষণার ফলে অনেকেই খুশি হয়েছেন। কারন ৫০০ টাকার চেয়ে ১০০০ টাকা অনেক বেশি কাজে লাগে।
আরও পড়ুন, সন্তানের পড়াশোনার জন্য টাকার প্রয়োজন? এইভাবে আবেদন করুন।
When Lakshmir Bhandar Payment Will Credit On Account?
সাধারণত প্রতিমাসেই ১ থেকে ১৫ তারিখের মধ্যে মহিলাদের একাউন্টে Lakshmir Bhandar টাকা দেয় সরকার। গত মাসেও টাকা বাড়ার পর এই তারিখের মধ্যেই মহিলারা টাকা পেয়ে গিয়েছিলেন। তবে মে মাসে চলছে লোকসভা ভোট পর্ব। এই কারণে অনেকেই চিন্তায় রয়েছেন হয়তো টাকা ঢুকতে দেরি হতে পারে। তবে রাজ্য সেই দিকে অবহেলা করেনি মহিলাদের। ইতিমধ্যেই অনেকের একাউন্টে ঢুকে গেছে এই মাসের ভাতার টাকা। রাজ্য সরকার জানিয়েছে মে মাসের ১৫ তারিখের মধ্যে সবার টাকাই মিটিয়ে দেওয়া হবে।
What Will You Do For Get Lakshmir Bhandar Money?
লক্ষ্মীর ভান্ডারের টাকা কিভাবে পাবেন?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পর সকল মহিলার একাউন্টে প্রতিমাসে নিজের থেকেই টাকা দেয় সরকার। এই জন্য বিশেষ কোনো প্রক্রিয়া করতে হয় না কাউকে। তবে অনেকেরই প্রশ্ন ছিল টাকা বাড়ার পর কি আগের আবেদনেই টাকা দেওয়া হবে? না এর জন্য নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে? বা তার জন্য কি কি কাগজপত্র লাগবে? ইত্যাদি ইত্যাদি।
বিনামূল্যে বিদ্যুৎ পাবেন নতুন এই প্রকল্পে। কিভাবে আবেদন করবেন?
তবে জেনে রাখা ভালো যে, প্রতিমাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তথা Lakshmir Bhandar এর এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য কোন নতুন অ্যাপ্লিকেশন (Lakshmir Bhandar Application Form Online) করতে হবে না। যাদের একবার একাউন্টে টাকা ঢুকেছে, তাদের মাসে মাসেই একই একাউন্টে টাকা ঢুকবে। আগের আবেদন মাফিকই স্বয়ংক্রিয়ভাবে বা সরাসরি টাকা ঢুকে যাবে প্রত্যেক মহিলার ব্যাংক একাউন্টে। এপ্রিল মাসে টাকা বাড়ানোর পর সকলেই এইভাবে টাকা পেয়েছেন। আর মে মাসেও এর জন্য কোন নতুন প্রক্রিয়া করতে হবে না। আর এই শুনে খুবই খুশি হয়েছেন রাজ্যের সকল মহিলারা। প্রকল্প সংক্রান্ত আরও তথ্য পেতে এখানে ক্লিক করুন।
Written by Nabadip Saha.
10 হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। এই নতুন প্রকল্পে আবেদন করলেই।