পড়ুয়াদের জন্য নতুন উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। প্রত্যেককে দেওয়া হবে মাসিক ৭৮০০ টাকা করে বৃত্তি Ishan Uday Scholarship এর মাধ্যমে দেওয়া হবে। পড়াশোনা শিখে জীবনে উন্নতি করা সকল ছেলে মেয়েরই একটা স্বপ্ন থাকে। কিন্তু অর্থের অভাবে অনেক সময় তাদের সেই স্বপ্ন চাপা পড়ে যায়। অল্প বয়স থেকে তাদেরকে পড়াশুনা ছেড়ে কাজের খোঁজে বেরোতে হয়। ফলে ক্যারিয়ারে বড় সড়ো ক্ষতি হয় তাদের।
Ishan Uday Scholarship 2024.
তাই এই সকল মেধাবী অসহায় ছেলে মেয়েদের সাহায্য করতে কেন্দ্রীয় সরকার (Central Government) ইতিমধ্যেই একাধিক স্কলারশিপ এবং প্রকল্প চালু করেছে। এই Ishan Uday Scholarship হলো এরকমই একটি স্কলারশিপ (Scholarship 2024). সম্প্রতি এর আবেদন শুরু হয়েছে। কত তারিখ পর্যন্ত চলবে? আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে? কত টাকাই বা পাওয়া যাবে? জানতে হলে পড়তে থাকুন।
What Is Ishan Uday Scholarship?
ঈশান উদয় স্কলারশিপ হলো দেশের দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সাহায্যার্থে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা একটি উল্লেখযোগ্য স্কলারশিপ স্কিম। এই স্কলারশিপটি প্রদান করে থাকে UGC (University Grant Commission). এই স্কলারশিপটি একটি মেধা স্কলারশিপ। এই জন্য প্রথমে একটি ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয়। যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই এই Ishan Uday Scholarship টাকা পায়।
প্রতিবছর ১০ হাজার কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র ছাত্রীকে এই (Ishan Uday Scholarship) স্কলারশিপ দেওয়া হয়। উচ্চ শিক্ষা অনুসরণে আগ্রহী পড়ুয়াদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করে কেন্দ্রীয় সরকার এই স্কলারশিপের মাধ্যমে। আর দেশের সকল মেধাবী পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন সেই সম্পরকেসকল খুঁটিনাটি তথ্য আপনাদের জানানো হল।
How Much Money You Will Get In Ishan Uday Scholarship?
১. সমস্ত ছাত্র ছাত্রীরা বর্তমানে কলেজ ও বিশ্ব বিদ্যালয় সাধারণ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিতে পড়াশোনা করছে, তারা এই স্কলারশিপের মাধ্যমে ৫৪০০ টাকা বৃত্তি পান প্রতি মাসে।
২. যারা কোন প্রফেশনাল কোর্সে নাটক বা স্নাতকোত্তর যেমন নার্সিং, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিবিএ, এমবিএ, হোটেল ম্যানেজমেন্ট, বি ই ইত্যাদি অনুসরণ করছে তাদেরকে দেওয়া হয় ৭৮০০ টাকা করে।
Ishan Uday Scholarship Apply Documents
১. আবেদনকারীকে উপরোক্ত প্রফেশনাল কোর্স গুলির মধ্যে কোনো একটিতে পড়াশোনা করতে হবে বর্তমানে।
২. অবশ্যই নিয়মিত ডিগ্রি কোর্স অনুসরণ করতে হবে।
৩. কিন্তু চিঠিপত্র বা দূরত্ব মোড বা অনলাইন কোর্স অনুসরণ করলে এর সুবিধা দেওয়া হবে না।
৪. উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল যেমন আসাম, অরুণাচল, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, সিকিম, অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৫. আবেদনকারীর বর্তমানে অন্য কোনও স্কলারশিপ টাকা পাওয়া চলবে না।
৬. আবেদনকারীর মোট পিতা মাতা বা পারিবারিক আয় বার্ষিক 4,50,000 এর বেশি হওয়া উচিত নয়।
Ishan Uday Scholarship Online Apply Documents
১. ব্যাংকের বিবরণ পূরণের জন্য ব্যাংক পাস বুক (Bank Passbook).
২. আধার নম্বর (Aadhaar Card Number).
৩. পারিবারিক আয়ের শংসাপত্র (Income Certificate).
৪. একটি ই-মেইল আইডি ও মোবাইল নম্বর।
৫. যেখানে প্রয়োজন সেখানে জাতির শংসাপত্র (Caste Certificate).
৬. যেখানে প্রয়োজন সেখানে প্রতিবন্ধী শংসাপত্র।
৭. বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পেমেন্ট রিসিপ্ট কপি।
৮. আবেদনের সময় আরও কিছু নথিপত্র আপনাদের থেকে চাওয়া হতে পারে।
Ishan Uday Scholarship Online Apply Process
১. www.scholarships.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করে নিন।
২. হোম পেজের ওপর New Registration এ ক্লিক করতে হবে। নিজের নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাদের আর করতে হবে না।
৩. রেজিস্ট্রেশন সফল হলে একটি অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
৪. এরপর সেই উইন্ডো থেকে বেরিয়ে হোমপেজে এসে ওই এপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৫. Ishan Uday Scholarship অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে এন্টার করুন।
৬. Next করে পরের পেজে এসে নথিপত্রের স্ক্যানড কপি আপলোড করতে হবে।
৭. Submit বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন এবং নিজের অ্যাপ্লিকেশন ফর্ম এর একটি হার্ড কপি প্রিন্ট করে নিন।
স্কুল কলেজ পড়ুয়াদের টাকা দিচ্ছে PNB ব্যাংক। স্কলারশিপের টাকা পেতে এইভাবে আবেদন করুন।
Ishan Uday Scholarship Online Apply Last Date
স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। আগামী ৩১শে ডিসেম্বর এর মধ্যে আবেদন জমা করতে হবে। বিস্তারিত জানতে আপনারা এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আর উল্লেখিত সকল রাজ্যের পড়ুয়ারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মতামত জানানোর থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Nabadip Saha.
হোলি উপলক্ষে পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ শুরু। কারা পাবে? কিভাবে আবেদন করবেন?