Personal Loan: আপনার টাকার দরকার হলে অনলাইন পার্সোনাল লোন কিভাবে পাবেন? নিয়ম ও সুদের হার জেনে নিন

হতাট করে টাকার দরকার হলে Online instant Personal Loan এ আবেদন করলে জরুরীভিত্তিতে টাকা পেতে পারেন। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্র সরকারের নির্দেশে ব্যাক্তিগত ঋণ বা পার্সোনাল লোন নিয়ে নিয়ম কানুন আরও সিথিক করেছে। যার জেরে জরুরী প্রয়োজনে টাকার অভাব মিটে চলেছে।

Online instant Personal Loan in Differest Banks

দৈনন্দিন জীবনে টাকার দরকার নেই এমন কে আছে! প্রতিটি মানুষেরই প্রয়োজন টাকার। আর সেই জন্যই নিরন্তর পরিশ্রম করে চলেছেন সবাই। পরিশ্রমের টাকায় জীবন যাপন করছেন, উপার্জন-এর টাকায় সঞ্চয় করছেন। ভবিষ্যতের জন্য প্ল্যান করছেন। সব মিলিয়ে স্বাচ্ছন্দ্যের জীবন যাপন প্রত্যেকটি মানুষেরই এখন প্রধান লক্ষ্য। কিন্তু এমন অনেক সময় হয় যে আমাদের হঠাৎ করে বিশেষ কোন প্রয়োজন স্বার্থে টাকার দরকার হয়।

আপনি কি জানেন, আপনার হঠাৎ করে টাকার দরকার হলে Personal Loan প্রদান করে সেই দরকার মেটাবে সরকার। শুধু আপনাকে মানতে হবে এই বিশেষ নিয়ম। ভাবছেন কোন নিয়ম? আজকের প্রতিবেদন থেকে জেনে নিন সেই বিষয়ে। টাকার প্রয়োজন মেটাতে আবেদন করের আগে, সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।

আপনার দরকারে টাকা দেবে সরকার!

মনে করুন আপনার হঠাৎ করে টাকার দরকার হয়েছে। এবার আপনি ভাবছেন কোথা থেকে টাকা জোগাড় করবেন। আর তার জন্য আপনি ভেবেছেন ব্যাংক থেকে লোন নেবেন। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের তরফে পার্সোনাল লোন দিয়ে থাকে। জরুরী দরকারি ব্যাংকের উপর ভরসা করতে হয় আমাদের। কিন্তু অনেকে মনে করেন ব্যাংক থেকে লোন নেওয়া বেশ ঝক্কির ব্যাপার। লোন নেওয়ার প্রক্রিয়াটি বেশ জটিল ও যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। লোন নেওয়ার পরে মাথায় একটা বোঝা চাপে, অনেক অসুবিধারও সম্মুখীন হতে হয়। তাই অনেকেই ভাবেন ব্যাংক থেকে লোন নেবেন না। তাহলে আপনার টাকার দরকার মিটবে কিভাবে?

আপনি হয়তো এটা জানেন না আপনি যদি লোন সম্পর্কে সব তথ্য আগের থেকে ভালোভাবে জেনে নেন, তাহলে পার্সোনাল লোন বা ব্যাক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনার কোন ঝক্কি হবে না। বরং আপনি খুব সহজেই লোন পেয়ে যাবেন। সেক্ষেত্রে পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয় গুলি আপনার মাথায় রাখা জরুরী? এই বিষয়ে সমস্ত তথ্য আলোচনা করা হবে এই প্রতিবেদনে। তাই বলছি, আপনাদের সকলের জন্যই আজকের প্রতিবেদন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ।

How to apply instant Personal Loan?

সাধারণত আমরা ব্যাংক থেকে খুব সহজ ও সুবিধাজনক শর্তে লোন নিতে পারি। বাড়ি তৈরি, গাড়ি কেনা, পড়াশোনা, চিকিৎসা, বিবাহ, ব্যবসা আরো বিভিন্ন ধরণের দরকারে পার্সোনাল লোন (Loan) নেওয়া যায়। কিন্তু তার জন্য অবশ্যই বেশ কিছু যোগ্যতার মাপকাঠি রয়েছে। কিছু নিয়ম মানলে তবেই আপনি সহজ শর্তে লোন পেয়ে যাবেন। কোন কোন বিষয়গুলি জানা জরুরী? এক নজরে দেখে নিন।

১) লোন নেওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনার ইনকাম দেখবে ব্যাংক।
২) মোটামুটি আপনার মাসিক ইনকাম যদি ৩০০০০ টাকার কাছাকাছি হয় তাহলে ব্যাংকের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার থাকবে যে আপনি সময়মতো লোন পরিশোধ করতে পারবেন।

৩) দ্বিতীয় বিষয়টি হলো বয়স। আপনার বয়স যদি ২১ থেকে ৬০ বছরের মধ্যে হয় তাহলে আপনি খুব সহজ শর্তে পার্সোনাল লোন পেয়ে যাবেন।
৪) আরেকটি জরুরী বিষয় হলো সিবিল স্কোর। আপনার সিভিল স্কোর যদি ৭৫০ এর বেশি হয়, তাহলে ব্যাংক জানবে আপনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি আপনাকে সহজে লোন দেওয়া যায়।

আরও পড়ুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা প্রকাশ করল কেন্দ্র। কারা টাকা পাবেন, কারা বাদ গেলেন?

ব্যাক্তিগত ঋণ নেওয়ার আগে মনে রাখবেন

পার্সোনাল লোন নেওয়ার আগে আপনাকে ভিজিট করতে হবে আপনার নিকটবর্তী ব্যাংকে। সেখানে গিয়ে আবেদনপত্র ফিলাপ করে প্রয়োজনীয় নথি জমা দিয়ে ব্যাক্তিগত ঋণ বা লোন এর জন্য এপ্লাই করতে পারেন। তাহলেই আপনি লোন পেয়ে যাবেন। তবে আপনাকে দেখতে হবে কোন ব্যাংককে সুদের হার কি রকম, তাছাড়া বেশকিছু ব্যাংক অতিরিক্ত নিয়ম চাপায়। সেই বিষয়গুলি দেখে আপনি লোনের জন্য আবেদন করতে পারেন।

আরও পড়ুন, ব্যাবসায়ীদের টাকা দিচ্ছে সরকার, এইভাবে আবেদন করুন।

বর্তমানে বহু সরকারি ও বেসরকারি ব্যাংক পার্সোনাল লোন দিয়ে থাকে সহজ শর্তে। তাই আপনার লোন পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। নিকটবর্তী ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে, অথবা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে লোন সম্পর্কিত শর্ত, নিয়মগুলি দেখে নিয়ে আবেদন করতে পারেন

পার্সোনাল Loan নাকি Credit Card Loan? কোন ঋণ নিলে সুদ কম দিতে হবে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment