Bhabishyat Credit Card – পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের একাউন্টে টাকা দিচ্ছে রাজ্য সরকার। অনলাইনে এইভাবে আবেদন করুন।

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? একজন বেকার চাকরিপ্রার্থী? তবে Bhabishyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার জন্য দারুন একটি সুসংবাদ রয়েছে। বেকার সমস্যা দূরীকরণে যথেষ্ট চিন্তিত পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). সেই উদ্দেশ্যেই চালু করা হলো এক নতুন প্রকল্প (New Govt Scheme). রাজ্য সরকারের মারফত প্রাপ্ত তথ্য অনুসারে জানা গেছে এই প্রকল্প বেকারদের ব্যবসার জন্য ঋণ (Business Loan) প্রদান করবে।

Bhabishyat Credit Card Online Apply Process.

যে সমস্ত প্রার্থীরা ব্যবসা (Business) করতে আগ্রহী, কিন্তু টাকার অভাবে পিছিয়ে পড়ছেন, তারা সহজেই রাজ্য সরকারের এই Bhabishyat Credit Card Loan নিয়ে ব্যবসায় সফল হতে পারেন। আর এই প্রকল্পের (Govt Scheme) মাধ্যমে আপনারা ভালো পরিমাণ টাকা কত টাকা পাওয়া যাবে, কিভাবে তা পাবেন, ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক।

West Bengal Bhabisyat Credit Card 2024

২০১১ সালে প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ৮০ টিরও বেশি জনমুখী প্রকল্প চালু করেছেন। যার মধ্যে রয়েছে কন্যাশ্রী (Kanyashree Prakalpa), যুবশ্রী (Yuvasree Scheme), রুপশ্রী (Rupashree Scheme), স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card), লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar), সবুজ সাথী (Sabooj Sathi) ও আরো অনেক। এরকমই একটি উল্লেখযোগ্য প্রকল্প হল এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card).

এই Bhabishyat Credit Card প্রকল্পটি ভবিষ্যত লোন প্রকল্প নামেও পরিচিত। রাজ্যের যে কোনো প্রার্থী শিক্ষিত ও বেকার হলে এবং নিজের ব্যবসা শুরু করতে চাইলেই এখানে করতে পারবেন আবেদন। তাদের জন্য নির্দিষ্ট একটি কর্মসংস্থান (Self Employment) করে দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু এই প্রকল্প। তবে শুধু ব্যবসাই নয়, আবেদনকারীরা কোনো উচ্চ শিক্ষা অনুসরণ করলে তার জন্যেও ঋণ পাবে এই Bhabishyat Credit Card এর মাধ্যমে।

Benefits Of Bhabisyat Credit Card Scheme

১. ব্যবসার জন্য Bhabishyat Credit Card Scheme ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।
২. ঋণের উপর ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি (Government Subsidy Loan) দেওয়া হয়।
৩. এক্ষেত্রে কোন রকম গ্যারান্টার লাগে না। রাজ্য সরকার নিজেই ১০% গ্যারেন্টার এই স্কিমে। আর বাকি ৯০% এর কাজ করে TRUST FUND FOR MSME.

Who Are Eligible For Apply Bhabishyat Credit Card

১. অন্তত গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
৩. এই Bhabishyat Credit Card প্রকল্প কেবল পুরুষ ক্যাটেগরির প্রার্থীদের জন্য, মহিলারা এখানে আবেদন করতে পারবেন না।
৪. যে কোনো পরিবার থেকে একজন সদস্যই এর সুবিধা পাওয়ার যোগ্য।

How to Apply For Bhabishyat Credit Card

১. www.bccs.wb.gov.in ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২. হোম পেজের ওপর Apply বাটানে ক্লিক করতে হবে।
৩. আরো একবার Apply বাটানে ক্লিক করতে হবে।
৪. এরপর Click Here to Register এ ক্লিক করতে হবে।

৫. নিজের পুরো নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ও পাসওয়ার্ড বসান।
৬. মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে সেটিকে বসান।
৭. Register বাটনে ক্লিক করুন।
৮. রেজিস্ট্রেশন শেষ। এরপর আবেদনের ফর্ম আসবে।

৯. এখানে পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা।
১০. শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, কো অপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ইত্যাদি বসান।
১১. পরের পেজে এসে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে Submit বাটনে ক্লিক করুন।

১২. যারা যারা চান তারা এখানে অফলাইনেও আবেদন করতে পারেন।
১৩. এজন্য যখন দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) হবে, তখন বাড়ির নিকটবর্তী ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন।
১৪. সেখানেই Bhabishyat Credit Card প্রকল্পের জন্য ফর্ম ফিলাপ করে আবেদন করতে হয়।

PMAY Scheme (প্রধানমন্ত্রী আবাস যোজনা)

Documents Needed For Apply Bhabishyat Credit Card

1) পরিচয় পত্র হিসাবে Aadhaar Card, Voter ID Card, PAN Card, Driving License.
2) স্থায়ী ঠিকানার প্রমান।
3) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
4) উচ্চশিক্ষার ক্ষেত্রে ঋণের জন্য প্রতিষ্ঠানে ভর্তির রশিদ ব্যবসার ক্ষেত্রে ঋণের জন্য ব্যবসার কাগজপত্র।

1500 টাকা পাবেন প্রতিমাসে। মহিলাদের জন্য ভোটের আগে নতুন প্রকল্প। কিভাবে এই আবেদন করবেন?

5) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
6) ব্যাংক পাস বইয়ের প্রথম পাতায় জেরক্স। প্রতিবেদনটি পড়ার পরও কারোর যদি এই Bhabishyat Credit Card এর বিষয়ে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে তাহলে 033 – 22622004 টোল ফ্রী নম্বরে কল করে প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন।
Written by Nabadip Saha.

সমস্ত মহিলাদের একাউন্টে টাকা দিচ্ছে মোদী সরকার। এইভাবে আবেদন করলেই পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment