ভোটের আগেই আবারো বড় চমক। কার্যত অর্ধেক করে দেওয়া হল রান্নার গ্যাস তথা এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price)!! ৫ কেজি থেকে শুরু করে ১৯ কেজি পর্যন্ত সমস্ত ওজনের গ্যাসের দাম কমে (LPG Gas Price) গেল এক ধাক্কায়। যার কারণে বিরাট স্বস্তি পেলেন মধ্যবিত্ত মানুষরা। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওজনের সিলিন্ডারের কি দাম রয়েছে দেখে নিন। গ্যাসের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়ায় হিমশিম খাচ্ছিলেন সাধারণ মানুষ।
LPG Cylinder Price Reduce In India.
তাদের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার (Government Of India) গত বছর আগস্ট মাস থেকে ২০০ টাকা কমায় এলপিজি গ্যাসের দাম। ৫ কেজি থেকে শুরু করে ১৪ কেজি এমনকি 19 কেজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) কমে তখন। আগে ঘরোয়া গ্যাসের জন্য মানুষকে খরচ করতে হতে ১১০০ টাকা করে। ২০০ টাকা কমায় ৯০০ টাকায় পান সেই সিলিন্ডার সাধারণ মানুষরা। তবে তারপর আবার বেড়ে যায় বাণিজ্যিক গ্যাসের দাম।
যদিও ঘরোয়া সিলিন্ডার গুলির দামে কোন পরিবর্তন আসেনি এক্ষেত্রে। এই বছর ১ এপ্রিল থেকে আবারো দাম কমেছে বিভিন্ন ওজনের গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder Price). যেখানে দেখা যাচ্ছে অর্ধেক খরচ কমে গেছে এই গুলির পেছনে। আর উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য অনেকটাই ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও অনেক আগেই ২০০ টাকা দাম কমানো হয়েছিল। দেশের কোন জায়গায় বর্তমানে এই সিলিন্ডার গুলির দাম কত? দেখে নিন তালিকা।
19 KG Commercial LPG Cylinder Price
১. রাজধানী দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন হয়েছে ১৭৬৪ টাকা। আগের চেয়ে ৩০ টাকা ৫০ পয়সা দাম পড়েছে।
২. কলকাতায় এই ধরনের একটি সিলিন্ডারের দাম হয়েছে ১৮৭৯ টাকা। এখানে ৩২ টাকা দাম পড়েছে।
৩. মুম্বাইতে একটি ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১৭১৭ টাকা। আগের চেয়ে ৩১ টাকা ৫০ পয়সা দাম কমেছে।
৪. চেন্নাইতে এরূপ একটি সিলিন্ডারের দাম ১৯৩০ টাকা। আগের যে ৩০ টাকা ৫০ পয়সা দাম কমেছে।
14.2 KG Domestic LPG Cylinder Price
১. রাজধানী দিল্লিতে একটি ঘরোয়া ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮০৩ টাকা।
২. কলকাতায় ১৪ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ৮২৯ টাকায়।
৩. মুম্বইতে এলপিজির দাম ৮০২.৫ টাকা।
৪. চেন্নাইতে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ৮১৮.৫ টাকায়। উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় সুবিধাভোগীরা সব স্থানেই ঘরোয়া গ্যাসের ক্ষেত্রে ধার্য মূল্যের তুলনায় ৩০০ টাকা কম দামে একটি সিলিন্ডার কিনতে পারছেন।
লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন? না পেলে কি করবেন, জেনে নিন।
5 KG LPG Cylinder Price
৫ কেজি ওজনের মিনি এলপিজি সিলিন্ডার গুলি আগে ৩০৮ টাকায় পাওয়া যেত। ১ এপ্রিল থেকে এই গুলির দামে ৭ টাকা ৫০ পয়সা পতন ঘটেছে। যার ফলে নতুন দাম হয়েছে ৩০১ টাকা। আর এই LPG Cylinder Price বা রান্নার গ্যাসের দাম অনেকটাই কমেছে আগের তুলনায়। মূলত বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। কিন্তু বাড়িতে ব্যবহৃত গ্যাসের দামে তেমন কোন তারতম্য হয়নি।
Written by Nabadip Saha.
1 ও 10 টাকার কয়েন বাতিল? আপনার কাছে আছে? RBI এর এই নির্দেশ দেখুন।