আয় যতই বেশি হোক, দিতে হবে না ইনকাম ট্যাক্স (Income Tax Exemption). আপনার আয় যদি সর্বোচ্চ ১২ লাখ টাকাও মাসে হয়ে থাকে তবে আপনিও এই Income Tax Exemption এর সুবিধা পাবেন এবার থেকে। কি, অবাক হচ্ছেন? না, একথা সত্যি। আর এই নিয়মটি একেবারে আইনিভাবে বৈধ। সাধারণত আয় কর নিয়ে একটা ভীতি থাকে মানুষের মনে। যার ইনকাম যত বেশি তাকে ইনকাম ট্যাক্সও দিতে হবে তত বেশি।
80C 80D 80CCD 80G Income Tax Exemption Limit.
বর্তমানে কেন্দ্রের নিয়ম অনুযায়ী, নূন্যতম ৭ লাখ টাকা মাসিক আয় থেকে ইনকাম ট্যাক্স দিতে হয় নাগরিকদের। আয় যতো বেশি হবে ট্যাক্স এর পরিমাণও ততই বাড়বে। বেতন যদি কারোর ১০ লাখ টাকা হয় তবে তাকে আয়ের ২০ শতাংশ কর দিতে হবে। কিন্তু এই বিপুল পরিমাণ করের বোঝা থেকে এক নিমিষেই মুক্তি পাওয়ার সহজ উপায় চলে এসেছে। মাসিক ১০.৫০ লাখ টাকা পর্যন্ত আয় করলেও আপনি রেহাই পাবেন ইনকাম ট্যাক্স দেওয়া থেকে (Income Tax Exemption).
Income Tax Exemption Rules In India
১. বান্ধব পদ্ধতিতে ১০.৫০ লক্ষ টাকার অধিক মাসিক আয়তেও ইনকাম ট্যাক্স থেকে ছাড় (Income Tax Exemption) পাওয়া যায়। এজন্য বিশেষ কয়েকটি নিয়ম রয়েছে।
২) ধারা 16 এর অধীনে স্ট্যান্ডার্ড ডিডাকশনে 50000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় অর্থাৎ এখন আপনার বেতন হলো ১০ লক্ষ টাকা।
৩) ধারা 80 C এর অধীনে, আপনি যদি LIC, PF, PPF, NSC বা শিশুদের টিউশন ফি ইত্যাদিতে টাকা বিনিয়োগ করে থাকেন তবে 1.50 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়। অর্থাৎ এখন আপনার বেতন এসে দাঁড়াচ্ছে ৮.৫ লাখ টাকা (Income Tax Exemption).
Income Tax Exemption on Fixed Deposit
৪) ধারা 80 CCD এর টায়ার 1 এর অধীনে, জাতীয় পেনশন স্কিম (NPS) এ যদি আপনি অর্থ বিনিয়োগ করেন তবে আপনাকে কর মুক্তি প্রদান করা হয় 50,000 টাকা। এখন আপনার বেতন দাঁড়াচ্ছে ৮ লক্ষ টাকায়।
৫) 80 D ধারা অনুযায়ী, নিজের, স্ত্রী এবং এর কম বয়সী শিশুদের জন্য স্বাস্থ্য বীমা করলে আয়কর থেকে 25,000 টাকা ছাড় মেলে।
Income Tax Exemption on Home Loan
৬) আপনি যদি নিজের পিতা মাতার নামে স্বাস্থ্য বীমা করেন তবে বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে তাদের জন্য সেখান থেকে আপনি আরো ৫০,০০০ টাকা পর্যন্ত Income Tax বাঁচাতে পারবেন।
৭) সব কিছু বাদ দিয়ে আপনার মোট বেতন হলো ৭২৫০০০ টাকা।
৮) এরপর মনে করুন আপনার একটি হোম লোন আছে, সে ক্ষেত্রে আয়কর আইনের 24 (B) ধারা অনুযায়ী (Income Tax Exemption).
লটারি জেতার গোপন সুত্র। এই সংখ্যার লটারি কাটলেই পুরষ্কার নিশ্চিত।
Income Tax Exemption for Salaried Employees
৯) আপনাকে ২ লক্ষ টাকা পর্যন্ত কর মুক্তি দেবে সরকার অর্থাৎ আপনার মোট বেতন হলো ৫২৫০০০ টাকা।
১০) আপনি যদি দান ধ্যান করতে ভালোবাসেন তবে সেটিও আপনার ট্যাক্স প্রচুর বাঁচাতে পারে। আয়কর আইনের (Income Tax Rebate) ধারা 80 (G) এর আওতায়।
১১) আপনি যদি কোন সংস্থাতে অর্থ ডোনেশন হিসেবে দেন তবে আপনার পড়ে থাকা ৫২৫০০০ টাকা বেতন থেকে আরো ২৫,০০০ টাকা ট্যাক্স বাঁচতে পারে অর্থাৎ আপনার বেতন দাঁড়াচ্ছে 5 লক্ষ টাকাতে (Income Tax Exemption).
How To Apply For Income Tax Exemption?
আপনাকে প্রথমে অফিসের এইচআর বিভাগের সঙ্গে যোগাযোগ করে বান্ধব পদ্ধতিতে নিজের বেতন কাঠামো প্রস্তুত করতে বলতে হবে। সেলারি স্ট্রাকচার সাজানোর সময় উপরোক্ত যে বিষয় গুলিতে ছাড় দেওয়া হচ্ছে সেগুলি অবশ্যই উল্লেখ করবেন। আপনি যদি উপরের সমস্ত আইটেম যোগ করে নিলে তবে আপনার মোট বেতন দাঁড়াচ্ছে ৫ লক্ষ টাকাতে (Income Tax Rebate).
এখানে আমরা জানি, নতুন ট্যাক্স রুল (Income Tax Rule) অনুযায়ী, সর্বনিম্ন ৭ লক্ষ টাকার বেশি বেতন থেকে কর দেওয়া শুরু হয়। কিন্তু পুরনো আইন অনুযায়ী এটি ছিল ৫ লক্ষ টাকার বেশি থেকে। সেক্ষেত্রে দুই নিয়ম অনুযায়ীই, আপনাকে শূন্য কর জমা দিতে হবে। তাহলে আপনারা এই সকল পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে Income Tax Exemption বা আয়কর বাঁচাতে পারবেন এখন থেকে।
এই বিষয়ে আরও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। অর্থনৈতিক আরও তথ্য পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.