কর দাতাদের জন্য বড় দুঃসংবাদ। আয়কর রিটার্নের ফাইলপত্র (Income Tax File) ঘেঁটে দেখছেন ইনকাম ট্যাক্স আধিকারিকরা। আর এরই জেরে যারা এখনও এই বছর কর রিটার্ন (ITR File) জমা করেননি তাদের বাড়িতে শীঘ্রই Income Tax Notice পাঠাবে আয়কর বিভাগ (Income Tax Department). আয়কর কেন জমা দেওয়া হয়নি, তার জবাবদিহি চাওয়া হবে। এমনকি দোষী ব্যক্তিকে প্রয়োজনে পুলিশি হেফাজতেও নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আয়কর দপ্তর মারফত।
Income Tax Department to send Income Tax notice to taxpayers
কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ বা সিবিডিটি (CBDT) এর তরফে কয়েকদিন আগেই এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এই রকম দেড় কোটি ট্যাক্স দাতাকে চিহ্নিত করা হয়েছে যারা আয়কর রিটার্ন (Income Tax File) জমা করেননি। বলা হয়েছে, ভোটের আগেই তাদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত বকেয়া কর তুলে নেওয়ার অর্ডার এসেছে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে আয়কর দপ্তরের কাছে ইনকাম ট্যাক্স জমা করতে হয় নির্দিষ্ট ব্যক্তিদের।
বর্তমান নিয়ম অনুযায়ী, যাদের ন্যূনতম আয় ৭ লক্ষ টাকার উপরে তাদের নিজেদের এই কর দিতে হয়। কল দেওয়ার পর তার রিটার্ন ফাইল করতে হয়। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ বা সিবিডিটি এর কাছে। আয়কর বিভাগের (Income Tax File) হিসাব অনুযায়ী এই বছর মোট করদাতার সংখ্যা ছিল ৮ কোটি ৯০ লক্ষ। যার মধ্যে করের রিটার্ন জমা করেছেন ৭ কোটি ৪০ লক্ষ মানুষ।
আয়করের পরিসংখ্যান বলে এখনো ১ কোটি ৯৭ লক্ষ জন্য রয়েছে যাদের টিডিএস (TDS) কাটা হয়েছে। কিন্তু আয়কর রিটার্নের ফাইল (Income Tax File) জমা করেননি এখনও। সিবিডিটি দপ্তর সূত্রে জানা যাচ্ছে, কর রিটার্ন জমা না দেওয়ার জন্য গত ফেব্রুয়ারিতেই নোটিশ (Income Tax Notice) পাঠানো হয়েছিল সেই সব ব্যক্তিদের কাছে। কিন্তু তারপরেও কোন রেসপন্স মেলেনি তাদের থেকে।
এর মধ্যে 8 থেকে 9 হাজার এমন কিছু ব্যক্তি দের চিহ্নিত করেছে সিবিডিটি, যারা মোটা টাকা কর জমা করেছিলেন, কিন্তু রিটার্ন ফাইল (Income Tax File) করেননি। এবার সরাসরি তাদের বাড়ি বাড়ি গিয়ে হানা দেওয়ার নির্দেশ এসেছে। যথাযথ তথ্য ও নথি নিয়ে সিবিডিটি আধিকারিকদের পৌছতে হবে আয়কর দাতাদের বাড়িতে। কর রিটার্ন (ITR File) কেন ফাইল করা হয়নি সে বিষয়ে জানতে চাওয়া হবে।
সিভিটিটি জানিয়েছে, যদি কোন ব্যক্তি যুক্তি সঙ্গত কারণ দেখাতে পারেন এর স্বপক্ষে, তবে তাকে মাফ করে দেওয়া হবে। নতুন করে আয়কর (Income Tax File) জমা দেওয়ার সুযোগ পাবেন তারা। এর জন্য কোন রকম ফাইন কাটা হবে না। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে আয়কর জমা করছেন না তাদেরকে মোটা জরিমানার শাস্তি পেতে হবে। এমনকি প্রয়োজনে সেই ব্যক্তিদের গ্রেপ্তার করারও অর্ডার রয়েছে তাদের কাছে।
আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক। 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।
আর এই Income Tax File বা আয়কর জমা দেওয়ায় দেরি হওয়ার কারণের জন্য অনেক ট্যাক্স দেওয়া গ্রাহকদের নোটিশ পাঠানো হতে পারে। আর সেই Income Tax Notice নোটিশের জবাবে যদি আয়কর আধিকারিকরা মানেন তাহলে ঠিক আছে, নইলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর এই খবর পাওয়ার পর থেকে খুবই দুশ্চিন্তায় রয়েছেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.