SBI E Mudra Loan – 1 লক্ষ টাকা সরাসরি ব্যাংক একাউন্টে দিচ্ছে SBI. কিভাবে আবেদন করলে এই টাকা পাবেন?

স্টেট ব্যাংক একাউন্ট হোল্ডারদের জন্য SBI E Mudra Loan নিয়ে বিরাট সুখবর, এই বিশেষ খবরটি আপনার জন্য। ১ লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন স্টেট ব্যাংকের গ্রাহকেরা। কোনো স্থায়ী আয় লাগবেনা, দরকার নেই কোন সিবিল স্কোর (CIBIL Score). যে আবেদন করবেন সেই পেয়ে যাবেন ১ লক্ষ টাকা। অনেকেই এই টাকা পেয়েছেন এবং তা কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনি যদি এসবিআই এর গ্রাহক হন তবে সুযোগ আপনার হাতেও রয়েছে।

SBI E Mudra Loan Online Apply.

এখনকার দিনে আর প্রতিমাসের রোজগারের টাকায় সংসার চালানো মুশকিল হয়ে উঠেছে। আর এই কারণের জন্য অনেকেই পার্সোনাল লোন (Personal Loan) নেওয়ার জন্য অনেকেই বাধ্য হয়েছেন। আর এই জন্য আপনারাও এই সুবিধা পাওয়ার জন্য এই প্রতিবেদনটি পুরো পড়ে নিন। এই জন্য আগে জেনে নেওয়া দরকার কি কারনে এই টাকা দিচ্ছে এসবিআই? কিভাবে আবেদন করলে পাওয়া যাবে?

SBI E Mudra Loan 2024

এস বি আই ই মুদ্রা লোন কোন নতুন প্রকল্প নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে চালু করেন MUDRA (Micro Unit Development And Refinancing) Yojana. এর মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য ঋণ প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। ব্যবসার জন্য যাদের কোনো মূলধন জোগানোর ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের এখান থেকে সহজ সুদে ঋণ (SBI E Mudra Loan) প্রদানের সুযোগ দেয় সরকার।

সাধারণত এই প্রকল্পের সুবিধা নিতে গেলে অন্যান্য ব্যাংকের গ্রাহকদের সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হয়। কিন্তু এসবিআই গ্রাহকরা ঘরে বসেই এই লোন পেতে আবেদন জানাতে পারেন। টাকা সরাসরি একাউন্টে ঢুকে যাবে। এটিই স্টেট ব্যাংক মুদ্রা লোন নামে পরিচিত। কোটি কোটি জনগণ SBI E Mudra Loan সুবিধা নিয়ে বড়লোক হয়েছেন। ভোটের আগে আরও 40 কোটি মানুষ পেতে চলেছে এই সুবিধা‌। এই জন্য করতে হবে সঠিকভাবে আবেদন।

SBI E Mudra Loan Features

১. ই মুদ্রা লোনের সুবিধা একমাত্র State Bank Of India প্রদান করে থাকে।
২. ই মুদ্রা লোন পেতে হলে ব্যাংকে যাওয়ার কোন দরকার নেই। বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন।
৩. ই মুদ্রা লোনের জন্য ডকুমেন্টেশন বা প্রসেসিং খুব সহজে এবং দ্রুত সম্পন্ন করা হয়। এজন্য মাত্র ৫ মিনিটেই টাকা পেয়ে যান আবেদনকারীরা।
৪. এসবিআই তার গ্রাহকদের তিন ধরনের SBI E Mudra Loan প্রদান করে।

৫. একটি ৫০ হাজার পর্যন্ত, একটি ৫০ হাজার থেকে ৫ লাখ, এবং অন্যটি ৫ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত।
৬. ই মুদ্রা লোনের জন্য আবেদন করলে তাৎক্ষণিক ভাবে ৫০ হাজার টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয়।
৭. ই মুদ্রা লোন গ্রাহকদের থেকে বার্ষিক 9 থেকে 12 শতাংশ হারে সুদ কাটে এসবিআই। আপনার সিবিল স্কোর (Civil Score) যদি উন্নত হয় তবে সুদের হার (Loan Interest Rate) কমবে।

How To Apply Instant SBI E Mudra Loan

১. আবেদনকারীকে সর্বপ্রথম স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
২. এরপর Mudra Loan সেকশনে প্রবেশ করতে হবে।
৩. মুদ্রা লোনের জন্য আবেদন পত্র পূরণ করতে হবে।

৪. এখানে নিজের নাম, ঠিকানা, ব্যাংক একাউন্ট নম্বর, ব্যবসার নাম, ব্যবসার অন্যান্য বিবরণ, কত টাকা SBI E Mudra Loan নেবেন সে গুলি সব উল্লেখ করতে হবে।
৫. তারপর নতুন পেজ খুলবে। এখানে যে নথিপত্র গুলি প্রয়োজনীয় সে গুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
৬. আবেদন প্রক্রিয়া শেষ।

Bandhan Bank Car Loan বা বন্ধন ব্যাংক গ্রাহকদের গাড়ি ঋণ

SBI E Mudra Loan Apply Documents

১. দুই কপি পাসপোর্ট ছবি।
২. পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড।
৩. SC, ST অন্য কোনো বিশেষ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলে তার নথি।
৪. জিএসটিএন নম্বর (GSTIN Number) এবং ইন্ডাস্ট্রি আধার নম্বর।

টাকার দরকার হলে কোথায় পাবেন? জেনে নিন কোন ব্যাংকে পার্সোনাল লোনের সুদের হার কতো। কোথায় বেশি লাভ?

৫. ব্যবসার আয়ের প্রমাণ।
৬. ব্যবসার ঠিকানা ও প্রমাণ।
৭. ব্যবসা প্রতিষ্ঠার একটি প্রমাণ।
৮. অন্তত ১২ মাসের একটি ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট।
৯. গত 2 বছরের আয়কর রিটার্নের ফাইল।
Written by Nabadip Saha.

50 হাজার টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে। সরকারি ব্যাংকে একাউন্ট থাকলেই আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment