ভোটের আগে সাধারণ মানুষকে আর্থিক সাহায্য করতে আরও ২ কোটি মানুষ কে E Shram Card তথা ই শ্রম কার্ড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ইতিমধ্যেই ২০ কোটি আবেদন জমা পড়েছে, যাদের বেশিরভাগ মানুষই টাকা পেতে শুরু করেছেন। আর এবার চলতি আর্থিক বছরে অর্থাৎ ৩১শে মার্চের আগে আরও ২ কোটি বেকার ছেলে মেয়েদের স্বাবলম্বী হতে E Shram Card দিতে চলেছে। এই কার্ড পেতে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন।
E Shram Card Apply Online
E Shram Card কার্ড পেতে হলে আগে এই প্রকল্পের সুবিধা ও যোগ্যতা জেনে নিন। এবং আবেদনের আগে নিয়ম কানুন জানতে হবে। নইলে অনেকের মতো যোগ্যতা থাকা সত্ত্বেও E Shram Card পাবেন না, এবং মাসে মাসে টাকা ও পাবেন না। তাই আপনি যদি প্রতিমাসে ৩০০০ টাকা পেতে চান, সমস্ত নিয়ম জেনে নিয়ে তারপর আবেদন করুন।
E Shram Card Benefits
ই-শ্রম কার্ড বর্তমান বিজেপি সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর চালু করেন। এই কার্ডের সুবিধা হলো, যেসমস্ত বেকার ছেলে মেয়ে বা দিন মজুর, যাদের স্থায়ী আয় নেই। কিম্বা যারা ছোট ব্যবসা ও অল্প রোজগার করেন, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বৃদ্ধ বয়সে প্রতিমাসে ৩০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সারা দেশের অনেক প্রকল্পই পশ্চিমবঙ্গে নেই, কিন্তু এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জনগন ও নির্দ্বিধায় আবেদন করতে পারেন।
E Shram Card Eligibility
অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও শ্রমিক যাদের স্থায়ী আয় নেই, তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন।
বেকার ছেলে মেয়েরা যারা কোনও সরকারী অনুদান পান না, তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন।
এই প্রকল্পে আবেদন করলে একটি স্মার্ট কার্ড পাবেন। এই কার্ডের মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্টে প্রতিমাসে টাকা ঢুকে যাবে। ইতিমধ্যেই ২০ কোটি মানুষ এই প্রকল্পে আবেদন করেছেন, এবং আরও ২ কোটি মানুষ কে এই প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
E Shram Card benefits in West Bengal
৬০ বছরের পর প্রতিমাসে ৩০০০ টাকা পাবেন।
E Shram Card কার্ড গ্রাহকদের যদি দুর্ঘটনা জনিত কারণে নিজের প্রাণ হারান বা পূর্ণাঙ্গ ভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন তবে তাঁকে বা তার পরিবারকে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ২ লক্ষ টাকা বীমা প্রদান করা হয়।
তবে সেই ব্যাক্তি যদি আংশিক ক্ষতিগ্রস্ত হন, তবে ১ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন।
আবেদনকারী আবাস যোজনার সুবিধা পেতে পারেন।
আবেদনকারীর পরিবারের সদস্যেরা ও আর্থিক সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন, টাকার দরকার হলে মাত্র 5 মিনিটে পাবেন। আবেদনের প্রক্রিয়া জানুন।
Documents needed for E Shram Card Application
- এক কপি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
- নিজের আধার কার্ড (Aadhaar Card).
- PAN Card
- ব্যাংক একাউন্টের নম্বর
- চালু মোবাইল নম্বর।
- আয়ের প্রমানপত্র
E Shram Card Online Apply Process
১) প্রথমে E Shram Card এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) এরপর পেজের ডান পাশে থাকা New Registration অপশনে ক্লিক করুন।
৩) ‘Registration on E Labour অপশনে ক্লিক করুন।
৪. লগিন করার সময়, একটি চালু মোবাইল নম্বর দিতে হবে। যেখানে OTP আসবে।
৫) তারপর Send OTP তে ক্লিক করুন।
আরও পড়ুন, ভোটের আগে 40 কোটি জনগন টাকা পাবে। সরকারি ব্যাংকে একাউন্ট থাকলেই আবেদন করুন।
৬. OTP লিখে Submit বাটনে চাপ দিলেই আপনার প্রোফাইল তৈরী হবে।
৭. এরপর যাবতীয় তথ্য দিয়ে ফিলাপ করুন, ছবির যায়গায় ছবি আপলোড করুন।
৮) এবার ডবল চেক করে আপনার আবেদন সাবমিট করুন।
কয়েকদিনের মধ্যেই আপনি E Sharam কার্ড পাচ্ছেন কিনা, মেসেজ আসবে
এই বিষয়ে আরও তথ্য পেতে অফিশিয়াল সাইট ভিজিট করুন। এবং EK24 News ফলো করুন।।