LPG Price: ৩০০ টাকা কমলো রান্নার গ্যাসের দাম। ৫৩৯ টাকায় মিলবে সিলিন্ডার ভর্তি রান্নার গ্যাস।

মাত্র ৫৩৯ টাকায় পাবেন রান্নার গ্যাস। LPG Price বা রান্নার গ্যাসের দাম নিয়ে কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত। কিভাবে নতুন দামে এই গ্যাস পাবেন? জেনে নিন।

LPG Price at Rs 539

লোকসভা ভোটে জিতে তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠন করেছে NDA. আর দেশের মানুষের এই সমর্থন পেয়ে তাদের কল্যাণের জন্য এবার আরো বেশি করে চিন্তা ভাবনা করছেন তারা। বিশেষত নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের জন্য নেওয়া হচ্ছে বেশ কয়েকটি উদ্যোগ। যার মধ্যে রান্নার গ্যাসের দাম নিয়ে একটি বড় সড় ঘোষণা এসেছে সম্প্রতি। যদিও বিরোধীরা ভোটের সময় প্রচার চালিয়েছেন, যে ভোট মিটে গেলে রান্নার গ্যাসের দাম আবার বাড়বে। কিন্তু তার উল্টো সিদ্ধান্ত এলো LPG Price নিয়ে।

এর আগে ২০০ টাকা এবং ১০০ টাকা কমেছে রান্নার গ্যাসের দাম। কিন্তু এবার এক ধাক্কায় কার্যত আরও ৩০০ টাকা সস্তা হলো। যার জেরে অনেক গ্রাহকেরা এবার থেকে মাত্র ৫২৯ টাকায় পাবেন একটি এলপিজি বা রান্নার গ্যাস ভর্তি সিলিন্ডার। তবে সুবিধা কিন্তু বরাবরের জন্য নয়। আগামী মার্চ মাস পর্যন্তই বৈধ থাকবে এই অফার। বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমলো

দেশের দরিদ্র অসহায় মহিলাদের সুবিধার্থে ২০১৬ সালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেছিলেন উজ্জ্বলা যোজনা (PM Ujjawala Yojana). এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য ছিল যে সমস্ত দরিদ্র মা-বোনেরা কষ্ট করে কাঠ কয়লার উনুন জ্বেলে রান্না করেন, তাদেরকে বিনামূল্যে একটি করে গ্যাস সিলিন্ডার দেওয়া সরকারের তরফ থেকে। তবে শুধু বিনামূল্যে গ্যাস সিলিন্ডারই নয়, উজ্জলা গ্রাহকরা সাধারণ গ্রাহকদের চেয়ে ৩০০ টাকা কমে লাভ করেন একটি গ্যাস সিলিন্ডার।

বর্তমানে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ৮২৯ টাকা, কিন্তু উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা তা পান ৫২৯ টাকা দরে। ভোটের আগেই এবছর মার্চে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন আগামী এক বছর পর্যন্ত এই ভর্তুকি চালিয়ে যাবে সরকার। সেই অনুযায়ী ২০২৫ এর মার্চ অবদি উজ্জ্বলা গ্রাহকরা ৩০০ টাকা কমে পাবেন গ্যাস সিলিন্ডার। উজ্জ্বলা যোজনা 2.0 চালু করার মাধ্যমে দেশের আরো ৭৫ লক্ষ মহিলাকে এই সুবিধায় আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আপনিও যদি যোগ্য হয়ে থাকেন তবে সুবিধা পেতে আজই উজ্জ্বলা প্রকল্পে আবেদন করে ফেলুন।

কারা এই সুবিধা পাবেন?

উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে গেলে,
১. আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে।
২. বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর, কোন উর্ধ্বসীমা নেই।
৪. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় গ্রামীণ এলাকায় 1 লাখের কম এবং শহরাঞ্চলে 2 লাখের কম হওয়া উচিত।
৫. একই পরিবারে আর অন্য কারোর নামে কোন গ্যাস সিলিন্ডার থাকা চলবে না।

উজ্জ্বলা যোজনা প্রকল্পে কীভাবে আবেদন করবেন?

১. উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিতে, প্রথমে অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
২. উপরে দেওয়া Apply For New Ujjwala 2.0 Connection জন্য আবেদন করুন।
৩. এখানে আপনি পৃষ্ঠার নীচে তিনটি বিকল্প পাবেন। ইন্ডেন, ভারত পেট্রোলিয়াম এবং এইচপি।
৪. আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি বিকল্প নির্বাচন করে এবং নতুন সংযোগের জন্য অনুরোধ করা তথ্য পূরণ করে জমা দিন।

৫. এ ছাড়া, আপনি চাইলে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিকটস্থ গ্যাস এজেন্সির ডিলারের কাছে জমা দিতে পারেন।
৬. নথি যাচাইয়ের পরে, আপনাকে সরকার কর্তৃক এলপিজি গ্যাস সংযোগ প্রদান করা হবে।
৭. আপনার গ্রাহক সেবা চালু হয়ে গেলে, মোবাইলে মেসেজ যাবে। এবং মোবাইল থেকেই গ্যাস বুক করতে পারবেন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কী নথি লাগবে?

১. কেওয়াইসি লাগবে
২. বৈধ মোবাইল নম্বর
৩. বয়সের প্রমাণপত্র
৪. আধার কার্ড
৫. বিপিএল রেশন কার্ড
৬. বিপিএল তালিকায় থাকা নামের প্রিন্ট
৭. রঙিন পাসপোর্ট সাইজ ছবি
৮. ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আপনার গ্যাস সংযোগ চালু হয়ে গেলে নতুন দামে বা অপেক্ষাকৃত কম দামে আপনি রান্নার গ্যাস বাড়ি বসে পেয়ে যাবেন। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। নিয়মিত জরুরী খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment