সরকারের নতুন স্কিমে (Ladli Behna Yojana LPG Gas Cylinder) আবেদন করলেই ৪৫০ টাকাতে পেয়ে যাবেন রান্নার গ্যাস। সামনেই রাখি বন্ধন উৎসব। আর এই উপলক্ষে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামে জেরবার সাধারণ মধ্যবিত্ত মানুষ। তাই তাদের স্বার্থে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগস্ট মাসে মাত্র ৪৫০ টাকায় একটি গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে রাজ্যের এলপিজি উপভোক্তাদের।
Apply for Ladli Behna Yojana to Get Cooking Gas at 450
প্রধানত গরীব ও মধ্যবিত্তের দিন আনা দিন খাওয়া মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ। আশা করা হচ্ছে এতে বড়সড়ো উপকার পাবেন তারা। সম্প্রতি রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে এমনই একটি ঘোষণা জারি করেছে মধ্যপ্রদেশ সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতে শুরু হয় লাডলি বেহেন প্রকল্প বা Ladli Behna Yojana. কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার মতই রাজ্যের গরিব দুখী মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছিল মধ্যপ্রদেশ সরকার।
যার আওতায় এর আগে বহুবার ভর্তুকিযুক্ত দামে সিলিন্ডার দেওয়া হয়েছে উপভোক্তাদের। গতবছর দিওয়ালির সময়ও এই প্রকল্পের সুবিধা লাভ করেছিলেন মহিলা উপভোক্তারা। এবার আরো একবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের নেতৃত্বে এই ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। প্রধানত রাখি বন্ধন উৎসব উপলক্ষে আগস্ট মাসে মহিলারা ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার মাত্র ৪৫০ টাকায় পাবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্যেও সুখবর।
আরও পড়ুন, স্বাধীনতা দিবসে দেশবাসীকে বিশেষ উপহার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। হার ঘর তিরঙ্গায় আবেদন করুন
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Ladli Behna Yojana) আওতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। ৩০ আগস্ট ২০২৩ থেকে গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ২০০ টাকা কমানো হয় এবং ৫ অক্টোবর ২০২৩ থেকে তা বেড়ে গিয়ে ৩০০ টাকা হয়। ৯ মার্চ ২০২৪ থেকে গ্যাসের মূল্য ১০০ টাকা কমানো হবে। বর্তমানে দিল্লিতে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ৮০৩ টাকা, PMUY সুবিধাভোগীরা ৩০০ টাকা ভর্তুকি পেয়ে প্রতি সিলিন্ডার ৫০৩ টাকায় কিনছেন।
এই প্রকল্পের (Ladli Behna Scheme) জন্য রাজ্য সরকার ১৬০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে, যার ফলে ৮৪৮ টাকার সিলিন্ডার মাত্র ৪৫০ টাকায় পাওয়া যাবে। প্রায় ১.২৯ কোটি মহিলার জন্য এই পদক্ষেপটি উল্লেখযোগ্যভাবে লাভজনক হবে। এর আগে, জুলাই মাসে লাডলি বেহনা প্রকল্পের অধীনে অতিরিক্ত ২৫০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছিল। আগস্টের প্রথম দিন থেকেই এই ভর্তুকি উপভোক্তাদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়।
একইভাবে, মহারাষ্ট্র সরকারও দরিদ্র মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা এবং বছরে তিনটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার প্রদান করবে এই প্রকল্পের মাধ্যমে (Ladli Behna Yojana). মধ্যপ্রদেশ সরকারের এই নতুন উদ্যোগ একদিকে যেমন মহিলাদের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদান করবে, তেমনই অন্যদিকে এটি একটি বৃহৎ সামাজিক পরিবর্তনের প্রতীক। এই সমস্ত নতুন নতুন দরকারি খবর পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পাবেন।
Written by Nabadip Saha.
ATM থেকে টাকা তোলার সময় ছেঁড়া নোট বেরিয়েছে? এবার কি করবেন?