Bhabishyat Credit Card – 5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?

ভোটের মুখে মোদীর পর এবার শুরু হলো মমতা ম্যাজিক!! রাজ্যের বেকার যুবক যুবতীদের ভাগ্য বদলাতে রাজ্য সরকার চালু করল দুর্দান্ত এক প্রকল্প (Bhabishyat Credit Card). এই প্রকল্পে বেকার ছেলে মেয়েদের দেওয়া হচ্ছে একটি বিশেষ কার্ড। যে কার্ড দেখালে তারা পেয়ে যাবে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গের যেকোনো বেকার এখানে আবেদন করতে পারবেন।

Bhabishyat Credit Card Online Apply Benefits.

এই জন্য কোনো বিশেষ যোগ্যতা লাগবে না। শুধু থাকতে হবে নির্দিষ্ট বয়স সীমা। কি এই প্রকল্প? কিভাবে এখানে আবেদন করবেন? কিভাবে সুবিধা পাবেন? ইত্যাদি নিয়ে নিচে আলোচনা করা হলো। আর এই Bhabishyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার জন্য ঋণ নিতে পারবেন এবং এর সঙ্গে সরকারি ভর্তুকিও পাবেন।

What Is Bhabisyat Credit Card?

এখানে যে প্রকল্পের বিষয়ে বলা হচ্ছে তার নাম হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প (Bhabishyat Credit Card), যা রাজ্য সরকারের উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে একটি। এর আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা আমরা সকলেই শুনেছি। Bhabishyat Credit Card খানিকটা এরই অনুকরণে তৈরি করা হয়েছে। একে ভবিষ্যৎ লোন প্রকল্পও বলা হয়। রাজ্যের যে কোনো প্রার্থী শিক্ষিত ও বেকার হলে এবং নিজের ব্যবসা শুরু করতে চাইলেই এখানে করতে পারবেন আবেদন।

তাদের জন্য নির্দিষ্ট একটি কর্ম সংস্থান করে দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু এই প্রকল্প। তবে শুধু ব্যবসাই নয়, আবেদনকারীরা কোনো উচ্চ শিক্ষা অনুসরণ করলে তার জন্যেও ঋণ পাবে এই Bhabishyat Credit Card এর মাধ্যমে। আর এই কার্ডের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করলে এই ঋণ পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Benefits Of Bhabishyat Credit Card

১. ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দেখালে রাজ্য সরকার ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসায়ীক লোন দেয়।
২. ঋণ সঠিক সময়ের মধ্যে শোধ করে দিলে পাওয়া যায় ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি।
৩. ঋণ নেওয়ার জন্য কোন গ্যারান্টার দরকার পড়ে না। রাজ্য সরকার নিজেই ১০% গ্যারেন্টার এই স্কিমে। আর বাকি ৯০% এর কাজ করে TRUST FUND FOR MSME.

Bhabishyat Credit Card Apply Eligibility Criteria

১. যারা পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক তাদেরই এই সুবিধা দেওয়া হবে।
২. ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে সেই প্রার্থীর বয়স হতে হবে।
৩. ক্রেডিট কার্ডের মাধ্যমে কেবল পুরুষ প্রার্থীরাই সুবিধা পাওয়ার যোগ্য, মহিলারা নন।
৪. যেকোনো পরিবার থেকে একজন সদস্যকেই ঋণ দেওয়া হয়।

How To Apply On Bhabishyat Credit Card

১. ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.bccs.wb.gov.in. এখানে যান।
২. হোম পেজের ওপর ডিরেক্ট Apply বাটান দেয়া থাকবে। এখানে ক্লিক করুন।
৩. পুনরায় Apply বাটান ক্লিক করুন।
৪. পরের পেজে Click Here to Register বাটনে ক্লিক করুন।

৫. নতুন পেজ খুলবে যেখানে রেজিস্ট্রেশন ফর্ম আসবে। নিজের পুরো নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ও পাসওয়ার্ড বসান।
৬. মোবাইল নাম্বারে ভেরিফিকেশনের জন্য ওটিপি পাঠানো হবে।
৭. ওটিপি বসিয়ে Register বাটনে ক্লিক করুন।
৮. রেজিস্ট্রেশন শেষ। এরপর নতুন পেজে প্রকল্পের আবেদন পত্র লোড হবে।

৯. আবেদন পত্রে পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, কো অপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ইত্যাদি তথ্য গুলি দিন। হয়ে গেলে Save and Next এ ক্লিক করে পরের পেজে আসুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন।

আরও পড়াউন, আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক। 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।

১০. সব শেষে Submit বাটনে ক্লিক করুন। আবেদন শেষ। যারা যারা চান তারা এখানে অফলাইনেও আবেদন করতে পারেন। এজন্য যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে, তখন বাড়ির নিকটবর্তী ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন। সেখানেই Bhabishyat Credit Card প্রকল্পের জন্য ফর্ম ফিলাপ করে আবেদন করতে হয়।

E Shram Card (ই শ্রম কার্ড)

Bhabishyat Credit Card Apply Documents

১. Adhaar Card, Voter ID Card, PAN Card.
২. Residence Proof.
৩. Educational Qualification Proof.
৪. Business Licence and Proof.
৫. Passport Photograph.
৬. Bank Passbook.

ভুলে যান Fixed Deposit. এবার থেকে সেভিংস একাউন্টেই পাবেন 8.05% সুদ।

Bhabishyat Credit Card Helpline No

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের বিষয়ে জানার জন্য রাজ্য সরকারের টোল ফ্রি নম্বর রয়েছে 033 – 22622004. যাদের কোনো প্রশ্ন আছে এখানে কল করে প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আর এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই Bhabishyat Credit Card প্রকল্পের জন্য আবেদন করে নিতে পারবেন।Written by Nabadip Saha.

1 লক্ষ টাকা ব্যাংক একাউন্টে দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক। কিভাবে আবেদন করলে পাবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment