এমন তো অনেক সময়েই হয় যে আমাদের এমার্জেন্সি টাকার প্রয়োজন হয়। আর এই জন্য আমরা অনেকেই Instant Personal Loan বা তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ আমরা নিয়ে থাকি। আর এখনকার দিনে আমাদের রোজগারের তুলনায় খরচ অনেকটাই বেড়ে গেছে। আর এই জন্য আমাদের প্রয়োজন মেটানোর জন্য আমাদেরকে এই ঋণ বা Loan নেওয়ার কথা চিন্তা করতে হয়।
Get Instant Personal Loan Online Apply.
কিন্তু এখনকার দিনে কারোর কাছে হাত পাতলেও তো সহজে টাকা মিলবে না। আর আত্মসন্মানের খাতিরে অনেকেই এই কাজটি করতে চায় না। এই পরিস্থিতিতে আমরা অনেকেই ব্যাংকে লোন (Instant Personal Loan) নিতে যাই। ব্যাংকে লোন নেওয়া সুবিধা জনক হলেও এর প্রক্রিয়াকরণের জন্যেই বেশি হয়রানি হতে হয় মানুষকে। গতানুগতিক সিস্টেম ও চলতি ব্যাংকিং নিয়ম অনুযায়ী হাজার প্রশ্নের উত্তর, সমস্ত ডকুমেন্টস, আয়ের প্রমান, সম্পত্তির প্রমান, গ্যারান্টার, বাড়িতে ভেরিফিকেশন, কর্মস্থলে ভেরিফিকেশন এসব করতে করতে আর ঠিক সময় লোন পাওয়া যায় না।
কিন্তু এখন থেকে আর এই চিন্তা নেই। যে কোনো হঠাৎ প্রয়োজনে আবেদন করলেই মাত্র ৫ মিনিটের মধ্যে স্যাংশন হয়ে যাবে Instant Personal Loan. এমনকি এই জন্য আপনাকে ব্যাংকেও যেতে হবে না ঘরে বসেই অনলাইনে লোন (Online Loan Apply) আপনি পেয়ে যাবেন নিজের একাউন্টে। তার জন্য লাগবে এক বিশেষ নথি। কি সেই নথি? কিভাবে আবেদন করবেন এই এমার্জেন্সি লোনের জন্য? দেখে নিন পুরোটা।
Aadhaar Card Instant Personal Loan
দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলি তার গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে Instant Personal Loan এর পরিষেবা তৈরি করেছে। বিশেষত এই সমস্ত ব্যাংকের গ্রাহকদেরই বারবার অভিযোগ উঠেছে যে তারা নাকি ব্যাংকে লোন নিতে গেছেন। কিন্তু নানা রকম প্রক্রিয়ার হ্যাপা পোহাতে গিয়ে শেষ পর্যন্ত আর লোনই পাননি তারা। আবার অনেকে লোন পেলেও তা সময় পেরিয়ে যাবার পর।
তাই অসুবিধা দূর করতে ব্যাংক গুলি এবার চালু করল অনলাইনে Instant Personal Loan. ব্যক্তিগত জীবনে যে কোনো রকম প্রয়োজনে বা বিপদের সময়ে নিজের হাতে থাকা স্মার্ট ফোন থেকেই আবেদন করা যাবে এবং তৎক্ষণাৎ পাওয়া যাবে এই ইনস্ট্যান্ট পার্সোনাল লোন। একজন ব্যক্তি তার আয়ের 10 থেকে ২০ গুন পর্যন্ত টাকা পেতে পারেন এই লোনে অর্থাৎ কারোর আয় যদি মাসে ৩০,০০০ হয়, তবে তিনি 6 লক্ষ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট পার্সোনাল লোন পাবেন তার ব্যাংক থেকে। আসুন দেখে নিই এই লোনের মূল দিক গুলি।
Banks For Apply Instant Personal Loan
১. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India).
২. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank).
৩. কোটাক মাহিন্দ্রা ব্যাংক (Kotak Mahindra Bank).
৪. এইচডিএফসি ব্যাংক (HDFC Bank).
৫. আক্সিস ব্যাংক (Axis Bank).
৬. ইন্ডিয়ান ব্যাংক (Indian Bank).
৭. বন্ধন ব্যাংক (Bandhan Bank).
Instant Personal Loan Online Apply Criteria
১. ব্যাংক থেকে Instant Personal Loan নিতে গেলে প্রথমে সেই গ্রাহকের বয়স হতে হবে ২১ বছরের বেশি।
২. যাদের ব্যাংকের সঙ্গে আধার নম্বর সংযুক্ত নেই তারা এই ধরনের সুবিধা পাবেন না।
৩. পূর্বে নেওয়া কোনো লোন যদি এখনো গ্রাহক শোধ না করে থাকেন তবে এই লোন পাবেন না।
৪. এই লোন নেওয়ার জন্য ঋণগ্রহীতার সিবিল স্কোর ৭৫০ এর বেশি হতে হবে।
Instant Personal Loan Apply Documents
১. আধার কার্ড (Aadhaar Card).
২. প্যান কার্ড (PAN Card).
৩. ব্যাংকের প্রমাণপত্র।
৪. আর প্রয়োজনে অন্য কোন নথিপত্র চাওয়া হতে পারে।
Instant Personal Loan Interest Rate
ইনস্ট্যান্ট পার্সোনাল লোন সুদের হার একজন ব্যক্তির সিবিল স্কোরের (Civil Score) উপর নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে। সিবিল স্কোর যদি বেশি হয় তবে লোন সহজে পাওয়া যায় এবং এক্ষেত্রে সুদের হারও কম থাকে। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বেশিরভাগ ব্যাংক ইনস্ট্যান্ট পার্সোনাল লোন (Civil Score For Instant Personal Loan) দিয়ে থাকে ১০.৩০ থেকে ১৬ শতাংশ বার্ষিক সুদে।
Instant Personal Loan Online Apply Process
১. উপরের যে কোনো একটি ব্যাংকের ওয়েবসাইটে যান।
২. নির্দিষ্ট স্থানে নিজের মোবাইল নম্বর বসান।
৩. একটি ওটিপি আসবে। সেটি বসিয়ে Log In বাটনে ক্লিক করুন।
৪. লগ ইন হওয়ার পর হোম পেজ খুলবে। এখানে ‘Instant Personal Loan’ অপশনে ক্লিক করুন।
৫. এরপর লোনের জন্য আবেদন ফর্ম আসবে। যেখানে আপনার নাম, ঠিকানা, আধার ও প্যান নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর সহ আরো বেশ কিছু তথ্য এন্টার করুন। কত টাকা ঋণ নিতে চান সেটাও উল্লেখ করতে হবে।
৬. Submit বাটনে ক্লিক করুন।
৭. পরের পেজ খুলে যাবে। এখানে আপনার আধার ও প্যান কার্ডের ডিটেলস যাচাই করণ শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন।
রাজ্যে লাখ লাখ আধার কার্ড বাতিল। এক ক্লিকে আধার কার্ড চালু আছে কিনা দেখে নিন।
৮. আপনি যদি যোগ্য হন, তবে নিজের ফোন নাম্বারে লোন পাওয়ার একটি কনফারমেশন SMS পাবেন।
৯. কিছুক্ষণের মধ্যেই টাকা ঢুকে যাবে আপনার একাউন্টে।
১০. আর এই Instant Personal Loan এর টাকা ঢুকতে দেরি হলে আপনারা সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারবেন।
Written by Nabadip Saha.
ব্যবসা করার জন্য অর্ধেক টাকা দেবেন আপনি, বাকি টাকা দেবে সরকার। স্বাবলম্বী হওয়ার দারুণ সুযোগ।