Business Loan – বেকার জীবন বিদায়! এই 10 টি ব্যাংকে একাউন্ট থাকলেই, টাকা দেবে মোদী সরকার।

জীবনে প্রতিষ্ঠিত হওয়া সকলেরই দরকার। প্রতিষ্ঠিত হতে গেলে হয় চাকরি নয় ব্যবসার নাম ই আগে আসে। তবে ব্যবসার জন্য দরকার Business Loan করার. তবে যোগাযোগ বা নিজের নামে সম্পত্তি না থাকার জন্য সেই সুযোগ অনেকেই পান না। এদিকে বর্তমানে চাকরির বাজার যা পড়েছে তাতে বেশিরভাগ যুবক যুবতী ব্যবসা (Business) কেই ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চাইছে। কিন্তু ব্যবসা করবো বললেই তো আর হলো না, একটি ভালো ব্যবসা শুরু করতে এবং সেটি দাঁড় করাতে প্রচুর মূলধন (Liquid Money) প্রয়োজন হয়। না হলে সেই ব্যবসায় লাভ হওয়ার কোন আশা থাকে না। তবে কেন্দ্র সরকারের এই সুযোগের মাধ্যমে নামমাত্র সুদে Business Loan বা ব্যবসা করার জন্য ঋণ নিয়ে আপনার পছন্দমতো ব্যবসা শুরু করে নিজের পায়ে দাড়াতে পারেন।

Business Loan With Low Interest Rate.

ভালো কোনও ব্যবসার জন্য প্রয়োজন মূলধনের। কিন্তু কোথা থেকে আসবে এত টাকা? অর্থের অভাবে বেশিরভাগ উদ্যোক্তাদের মনে স্বপ্ন থাকা সত্ত্বেও তা সত্যি হয় না। তবে এবার তাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার (Government Of India). দেশের মোট ১০ টি ব্যাংকে বর্তমানে সুবিধা জনক শর্তে ব্যবসায়ীক লোন (Business Loan) দেওয়া হচ্ছে। সুবিধা নিতে চাইলে আজই আবেদন করুন এইভাবে।

Business Loan Criteria In India

এই দেশের যে কোনো ব্যাংক এর তরফ থেকে ব্যবসায়িক লোন (Business Loan) পাওয়ার জন্য একজন গ্রাহককে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
ঋণ গ্রহীতার বয়স হতে হবে ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে।

যে ব্যবসা শুরু করছেন তার কাগজ পত্র নিজের কাছে রাখতে হবে। ঋণ (Loan) নেওয়ার সময় ব্যাংক সে গুলি চাইবে।
ঋণ গ্রহীতার ক্রেডিট স্কোর (Credit Card CIBIL Score) অবশ্যই ৭৫০ এর বেশি হতে হবে।
সেই ব্যাংকে অবশ্যই একটি একাউন্ট (Bank Account) থাকতে হবে।

আরও পড়ুন, ব্যাংক একাউন্ট থাকলেই 10000 টাকা পাবেন। প্রধানমন্ত্রীর বড় ঘোষণা।

Business Loan interest rate sbi

  • SBI কে বর্তমানে Business Loan নেওয়ার ক্ষেত্রে 11.20% – 16.30% (MCLR) সুদ দেওয়া হয়
  • Corporation Bank ব্যবসায়িক লোনের ওপর 13.55% থেকে সুদ ধার্য করে।
  • Bank of Maharashtra তে ব্যবসায়িক ঋনের সুদের হার 14.50% থেকে শুরু।
  • Axis Bank 15.5% থেকে সুদ দেয়।
  • ICICI Bank এ বিজনেস লোন নিলে 16% থেকে সুদের হারে লোন শোধ করতে হয়।
Bandhan Bank Loan (বন্ধন ব্যাংক লোন)
  • Kotak Mahindra Bank এক্ষেত্রে যে সুদের হার দেয় তা হল 16.00%.
  • HDFC Bank 15% – 21.35% পর্যন্ত সুদে ব্যবসায়িক লোন দেয় তার গ্রাহকদের।
  • Dhan Laxmi Bank এ বিজনেস লোনে সুদের হার 12.90% থেকে শুরু।
  • RBL Bank 16.25% সুদ ধার্য করে প্রতি ব্যবসায়িক ঋণের ওপর।
  • সর্বশেষ ব্যাংক হল IndusInd Bank এই ব্যাংক থেকে ব্যবসায়িক ঋণ নিলে 14.00% সুদ দিতে হয়।

এই কার্ড করলে বিনা সুদে 10 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই টাকা পেতে কিভাবে আবেদন করবেন?

How To Apply For Business Loan

উপরোক্ত যে ব্যাংকে আপনার একাউন্ট রয়েছে তার শাখায় গিয়ে যোগাযোগ করুন। সেখানে আপনাকে লোন নেওয়ার জন্য একটি ফর্ম দেবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে এবং নিজের হাতে সিগনেচার করে ফেলুন। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একসঙ্গে করে জমা দিয়ে দিন ব্যাংকের কাছে। আপনি যদি উপযুক্ত হয়ে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই আপনার লোন স্যাংশন করে দেবে ব্যাংক। এ সম্পর্কে বিস্তারিত ভাবে জানার জন্য প্রতিটি ব্যাংকের নির্দিষ্ট হেল্প লাইন রয়েছে। তার মারফত জেনে নিন।
Written by Nabadip Saha.

মোট 11 কোটি যুবক যুবতীরা 1 লাখ টাকা পাবে। ভোটের আগে এবারের বাজেটে নতুন প্রকল্প।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment