Yuvasree Prakalpa – বিনা পরিশ্রমে 1500 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই ছেলে মেয়ে সবাই টাকা পাবে!

পশ্চিমবঙ্গ সরকারের তরফে (Government Of West Bengal) ছেলে মেয়েদের ১৫০০ টাকা দেওয়া হবে Yuvasree Prakalpa বা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। আপনি কি পশ্চিমবঙ্গের (West Bengal) একজন বেকার চাকরিপ্রার্থী? বহুদিন চাকরির চেষ্টা করেও কোন চাকরি জোগাড় করতে পারেননি? এবার আপনার আর চিন্তা নেই। কারণ বেকারদের জন্য এক দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Get 1500 Rupees On Yuvasree Prakalpa.

১৮ বছর পার হলে যে কোনো যুবক যুবতী যদি চাকরি না পেয়ে থাকেন তাকে প্রতি মাসে ১৫০০ টাকা নিশ্চিত ভাতা প্রদান করবে সরকার Yuvasree Prakalpa এর মাধ্যমে। রাজ্যের যে কোনো প্রান্তের বাসিন্দা এখানে আবেদন করে টাকা পেতে পারেন। নিচে এই প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া হলো।

Yuvasree Prakalpa Information

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee) চালু করা গুরুত্বপূর্ণ প্রকল্প গুলির মধ্যে অন্যতম হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দিয়ে থাকেন। রাজ্যের প্রতিটি ছেলে মেয়ে যারা বর্তমানে কলেজ বা অন্যান্য কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন অথবা কোন ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের পড়াশোনার সমস্ত ব্যয়ভার বহন করার জন্য মুখ্যমন্ত্রীর এই বিশেষ প্রকল্পের ব্যবস্থা। এর মাধ্যমে এখনো পর্যন্ত উপকার পেয়েছেন রাজ্যের কোটি কোটি প্রার্থী।

Who Are Eligible For Apply In Yuvasree Prakalpa?

১. পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলে তবে এখানে আবেদন করা যাবে।
২. যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বর্তমানে ট্রেনিং বা প্রথাগত শিক্ষা অনুসরণ করে থাকতে হবে।
৩. যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমে একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ (Employment Exchange) কার্ড থাকতে হবে।
৪. একটি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।
৫. প্রার্থীর বয়স অবশ্যই হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে।

Yuvasree Prakalpa Online Apply Process

১. রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই প্রকল্পের জন্য। সরাসরি আবেদনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর Yuvasree Prakalpa লিংকে ক্লিক করে Jobseeker সেকশনে আসতে হবে।
৩. New Enrollment বাটনে ক্লিক করতে হবে।
৪. আবেদনপত্র স্ক্রিনে আসবে। সঠিকভাবে তা পূরণ করতে হবে।

৫. Next করে পরের পেজে এসে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৬. আবেদনের কাজ শেষ (Yuvasree Prakalpa Apply). Submit এ ক্লিক করে আবেদন পত্র এবং ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে।
৭. এরপর প্রার্থীদেরকে অনলাইনে একটি রসিদ দেওয়া হবে যেটিতে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে।
৮. সেই রেজিস্ট্রেশন ফর্ম এবং তার সঙ্গে দেওয়া রসিদটি প্রিন্ট করে নিতে হবে।

৯. সেটি নিয়ে প্রার্থীকে চলে যেতে হবে তার নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর অফিসে।
১০. সেখানে গিয়ে উপরোক্ত রেজিস্ট্রেশন ফর্ম এবং রশিদটি জমা করলে প্রার্থীদের মোবাইলে একটি ওটিপি যাবে।
১১. ওটিপি ভেরিফিকেশন এর পর সংশ্লিষ্ট অফিস থেকে প্রার্থীদের এমপ্লয়মেন্ট নম্বর এবং পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেয়া হবে।
১২. এটিই হল এক্সচেঞ্জ এর কার্ড।

Yuvashree Prakalpa Apply Documents

১. এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
২. যেকোনো ফটো আই ডি প্রুফ যেমন আধার বা ভোটার বা রেশন কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটি।
৩. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
৪. কাস্ট সার্টিফিকেট।

প্রতিমাসে ATM থেকে ফ্রিতে কতবার টাকা তুলতে পারবেন? নতুন নিয়ম জেনে নিন।

৫. আবেদনকারীর একটি সক্রিয় নিজস্ব ব্যাংক একাউন্টের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
৬. এছাড়াও বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড।
৭. প্রার্থীর স্থায়ী বাসস্থানের প্রমাণ (Yuvasree Prakalpa).
৮. দরকার হলে আরও কিছু নথিপত্র চাওয়া হতে পারে।
Written by Nabadip Saha.

আজ থকেই একাউন্টে ঢুকবে 1.30 লাখ টাকা। কারা পাবেন? অনলাইনে নামের তালিকা চেক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment