Electricity Bill Payment – পশ্চিমবঙ্গের কারেন্ট বিল নিয়ে চিন্তার অবসান। কমে গেল খরচ।

Electricity Bill Payment by installments: অত্যাধিক বিদ্যুতের বিল (Electricity Bill Payment) সকলেরই চিন্তার কারণ। সাধারণ ঘরে যদি বিদ্যুতের বিল বেশি আসে তাহলে তা ভীষণ সমস্যার হয়ে দাঁড়ায়। একেক সময় তো বিদ্যুতের বিল মেটাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় মধ্যবিত্ত মানুষদের। সাধারণ মধ্যবিত্ত ঘরে সারা মাস ধরে বিদ্যুতের বিল কম যাতে আসে সেই দিকে নজর দেওয়া হয়।

Electricity Bill Payment

কিন্তু তা সত্ত্বেও কোন না কোন ভাবে বিদ্যুতের বিল বেশি সেই এসেই যায়। অন্ন, বস্ত্র, বাসস্থানের মত বিদ্যুৎ মানুষের মৌলিক চাহিদা। তবে এবার আপনাদের জন্য এসেছে নতুন পদ্ধতি। এবার থেকে ইনস্টলমেন্টে বিদ্যুতের বিল মেটাতে(Electricity Bill Payment) পারবেন আপনারা। শুনতে অবিশ্বাস্যকর হলেও, কথাটি সত্যি।

এই ঊর্ধ্বমুখী বিদ্যুতের বিলের কারণে বহু সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই এবার জনগণের কথা মাথায় রেখে এত বড় সুখবর দিল রাজ্য সরকার। তবে এক্ষেত্রে ক্রেডিট কার্ড থাকলে অনেকটাই সুবিধা হবে আপনাদের। ক্রেডিট কার্ডের মাধ্যমে এবার থেকে সহজেই কিস্তিতে বিদ্যুৎ বিল মেটানো যাবে। অরেঞ্জ পে অ্যাপের মাধ্যমে এই বিদ্যুতের বিল পরিশোধ করা সম্ভব। ইতিমধ্যে রাজ্য সরকার এই সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে।

আরোও পড়ুন » Holiday – রাজ্যে আবার নতুন ছুটি ঘোষণা। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ।

কিভাবে ইন্সটলমেন্টের মাধ্যমে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন (Electricity Bill Payment by installments)

অরেঞ্জ পে অ্যাপ বিহারের পূর্ণিয়া জেলায় বিদ্যুৎ বিভাগের তরফ থেকে চালু করা হয়েছে। শুধুমাত্র পূর্ণিয়া বলে নয়, উত্তর বিহারের যেকোনো বিদ্যুৎ গ্রাহক এই অ্যাপের মাধ্যমে কিস্তিতে তাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল জমা করতে পারবেন। বিদ্যুৎ বিভাগের অরেঞ্জ পে অফিসার প্রসূন কুমার বলেছেন, এখন থেকে সহজেই কিস্তিতে বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। কিন্তু তার জন্য তাদের কাছে ক্রেডিট কার্ড থাকতে হবে‌। যেকোনো ব্যাংকের একটিভ ক্রেডিট কার্ড থেকেই কিস্তিতে বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে।

আগেও পূর্ণিমার বাসিন্দারা বিদ্যুতের বিল বেশি আসলে সহজ কিস্তিতে সেই বিল পরিশোধ করতে পারতেন। তবে সেই জন্য তাদের অনেক পথ অতিক্রম করে বিদ্যুৎ অফিসে যেতে হত। এছাড়াও এই সুবিধা নেওয়ার জন্য বহু আবেদন আর অনুরোধ করতে হতো তাঁদের।

Five valuable jio Recharge Plans

এবার থেকে অরেঞ্জ পে অ্যাপের কারণে গ্রাহকদের আর বিদ্যুৎ অফিসে যেতে হবে না। এমনকি কোন অনুরোধ বা আবেদনও করতে হবে না তাঁদের। এই অ্যাপের মাধ্যমে সহজেই এক্টিভ ক্রেডিট কার্ডের সাহায্যে কিস্তিতে বিদ্যুতের বিল পরিশোধ(Electricity Bill Payment) করতে পারবেন তাঁরা। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের এই অ্যাপ ব্যবহারের পদ্ধতি শেখানো হবে। এবার থেকে নিজের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে উত্তর বিহারের বাসিন্দারা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

আরোও পড়ুন » Free Ration – পশ্চিমবঙ্গে রেশন কার্ড নিয়ে চালু নতুন নিয়ম। খুশি হলো 9 কোটি রেশন গ্রাহক।

শেয়ার করুন: Sharing is Caring!