ভারতীয় জীবন বীমা নিগমের তরফে একটি LIC Policy নিয়ে আসা হয়েছে দেশের সকল নাগরিকদের জন্য এবং এই পলিসির মাধ্যমে সকলে বিনিয়োগের মেয়াদ শেষে এককালীন ১০ গুনের বেশি রিটার্ন পেতে চলেছেন বলে মনে করছেন অনেক আর্থিক বিশেষজ্ঞরা। দেশের কয়েক কোটি মানুষের এই LIC (Life Insurance Corporation Of India) তে কোন না কোন সঞ্চয় প্রকল্প (Savings Scheme) আছে। সর্বপ্রথম এইটিকে দেশের সকল মানুষকে বীমা কভারেজ দেওয়ার জন্য স্থাপিত করা হয়েছিল।
Dhan Varsha LIC Policy Single Premium Plan Details.
এবার দেশের বিনিয়োগকারীদের জন্য এলআইসি নিয়ে এল এক দারুণ পলিসি। নতুন এই পলিসিতে (LIC Policy) টাকা বিনিয়োগ করলে ১০ গুণ পর্যন্ত টাকা রিটার্ন পাওয়া যাবে। এলআইসির নতুন এই পলিসির নাম হল ‘ধন বর্ষা পলিসি’ (Dhan Varsha Policy). সম্প্রতি দেশের বিনিয়োগকারীদের জন্য এলআইসি ধন বর্ষা পলিসি নামক একটি দারুন পলিসি নিয়ে এসেছে। এই পলিসিতে দীর্ঘ মেয়াদী সঞ্চয়ের সঙ্গে একটি জীবন বীমা পলিসির (LIC Policy) সুবিধা পাওয়া যায়।
বিনিয়োগকারীরা এখানে পরিবারের ভবিষ্যতে আর্থিক উন্নতি জন্য বিনিয়োগ করতে পারেন। LIC Policy এর মাধ্যমে আপনারা নিশ্চিন্তে ও সকল ধরণের বিনিয়োগ করতে পারবেন। আমাদের দেশের সকল নাগরিকদের নিজেদের কষ্টের পুঁজি বিনিয়োগ করার জন্য ব্যাংক (Bank) ও পোস্ট অফিসের (Post Office) এর পরে LIC Policy এক অন্যতম অপশন। ধন বর্ষা পলিসিতে বিনিয়োগ করার জন্য দুটি বিকল্প রয়েছে। এই বিকল্প গুলি নিম্নরূপ।
প্রথম বিকল্প – এই ক্ষেত্রে বিনিয়োগকারী তার প্রিমিয়াম এর ১.২৫ গুন রিটার্ন পাবেন অর্থাৎ যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে, LIC Policy ধারকের মৃত্যু হলে নমিনি ১২.৫ লক্ষ টাকা পাবেন। দ্বিতীয় বিকল্প – এই ক্ষেত্রে পলিসি ধারকের মৃত্যুতে প্রিমিয়াম এর ১০ গুন পর্যন্ত রিটার্ন পাওয়ার সম্ভবনা থাকে নমিনিতে। ১০ তম পলিসি বছরে পলিসি ধারকের মৃত্যু হলে নমিনিতে নাম থাকা ব্যক্তি ৮৭৪৯৫০০ টাকার সঙ্গে অতিরিক্ত ৪০০০০০ টাকা অর্থাৎ মোট ৯১৪৯৫০০ টাকা পাবেন।
আর যদি ১৫ তম পলিসি বছরে LIC Policy ধারক মারা যায় তাহলে নমিনিতে নাম থাকা ব্যক্তি ৮৭৪৯৫০০ টাকার সঙ্গে অতিরিক্ত ৬০০০০০ টাকা অর্থাৎ মোট ৯৩৪৯৫০০ টাকা রিটার্ন পাবেন। এভাবে এখানে ১০ লক্ষ টাকা বিনিয়োগ (LIC Policy Investment) করে প্রায় ১ কোটি টাকা কাছাকাছি অর্থাৎ প্রায় ১০ গুন রিটার্ন পাওয়ার সম্ভবনা রয়েছে। উল্লেখ্য, এই পলিসিতে পলিসিধারক ব্যাক্তি ধারা 80 C এবং 10 D এর অধীনে আয়কর (Income Tax) এর সুবিধা পেয়ে থাকেন।
এই পলিসিতে (LIC Policy) বিনিয়োগকারী প্রিমিয়ামের প্রায় ১০ গুন ঝুঁকি কভার পেতে পারেন। তবে এই ক্ষেত্রে বারবার প্রিমিয়াম ভরার প্রয়োজন নেই বিনিয়োগকারীর, কেবল মাত্র একবার প্রিমিয়াম জমা করলেই হবে। LIC Policy তে আপনারা সুরক্ষিতভাবে এবং নিশ্চিন্তে বিনিয়োগ করুন। তবে, ধন বর্ষা পলিসিতে বিনিয়োগ করার জন্য বেশ কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলি হল।
- ধন বর্ষা LIC Policy বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- এখানে ১০ বছর এবং ১৫ বছরের মেয়েদের জন্য বিনিয়োগ করতে পারা যায়।
- ১০ বছরের মেয়েদের পলিসির জন্য সেই মেয়েটির সর্বনিম্ন বয়স ৩ বছর হওয়া প্রয়োজন। এবং সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত এখানে বিনিয়োগ করতে পারা যায়।
- ১৫ বছরের মেয়েদের পলিসির জন্য সেই মেয়েটির সর্বনিম্ন বয়স থেকে ৮ বছর হতে হবে এবং এখানে বিনিয়োগ করার সর্বোচ্চ বয়সসীমা হল ৪০ বছর।
LIC ধন বর্ষা পলিসিতে (Dhan Varsha Policy) বিনিয়োগ করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারা যায়। তবে, আবেদনের জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি গুলি নিম্নরূপ প্রথমে বিনিয়োগকারীকে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in এটিতে যেতে হবে। এখানে গিয়ে বিনিয়োগকারী তার সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে এই পলিসিটি কিনতে পারেন।
তবে, এছাড়াও বিনিয়োগকারী চাইলে এলআইসির কোনো এজেন্ট এর কাছ থেকেও এই পলিসি কিনতে পারেন। কিন্তু তিনি যার কাছ থেকে এই পলিসিটি কিনতে চান, তার কাছ থেকে এই পলিসি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে হবে তাকে। এই ধন বর্ষা পলিসি কেনার জন্য বিনিয়োগকারী নগদ টাকা, চেক, ডিমান্ড ড্রাফ্টে বা এলআইসি পোর্টালের মাধ্যমেও টাকা জমা করতে পারেন।
উৎসবের মরশুমে দীপাবলির (Diwali) আগে এলআইসির (LIC) তরফে আনা এই নতুন পলিসিটি দেশের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ভাবে সহায়ক হবে বলেই মনে করছেন অনেকে। এছাড়াও LIC এর তরফে আরও অনেক ধরণের সঞ্চয় প্রকল্প নিয়ে আসা হয়েছে, আপনারা সেই সম্পর্কে কোন প্রতিনিধি বা LIC এর কোন অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য।
Written by Sampriti Bose.
DA Announcement – ডিএ মামলার মাঝেই সুখবর। পশ্চিমবঙ্গের কর্মীদের DA ঘোষণা। কত